Ajinkya Rahane: কাউন্টিতে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার! নেতৃত্বে অজিঙ্ক রাহানে

Indian Cricket: মাঝে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ। দেশের জার্সিতে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। স্কোয়াডে থাকতে পারেন শ্রেয়স আইয়ারও। সরফরাজ হয়তো টেস্ট স্কোয়াডে জায়গা ধরে রাখবেন। সে কারণেই ভাবনায় রাহানে। ইরানি কাপের ম্যাচ দিয়েই প্রত্যাবর্তন হতে চলেছে শার্দূল ঠাকুরেরও।

Ajinkya Rahane: কাউন্টিতে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার! নেতৃত্বে অজিঙ্ক রাহানে
Image Credit source: PTI FILE
Follow Us:
| Updated on: Sep 24, 2024 | 12:19 AM

জাতীয় দলে ব্রাত্য। টেস্ট দলে আর ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। দলীপ ট্রফির স্কোয়াডেও সুযোগ হয়নি অজিঙ্ক রাহানের। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে অনবদ্য পারফরম্যান্স করছিলেন অজিঙ্ক রাহানে। তবে নেতৃত্বে ফিরছেন। ইরানি কাপে মুম্বইকে নেতৃত্ব দিতে পারেন অজিঙ্ক রাহানে। আজই দল বাছাই হবে ইরানি কাপের। অভিজ্ঞ রাহানেকেই দায়িত্ব দেওয়া হতে পারে।

গত বারের রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন মুম্বই। ইরানি ট্রফিতে খেলবে তারা। প্রতিপক্ষ রেস্ট অব ইন্ডিয়া। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলছে। স্কোয়াডে রয়েছেন সরফরাজ খান। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজও রয়েছে। তার মাঝে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ। দেশের জার্সিতে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। স্কোয়াডে থাকতে পারেন শ্রেয়স আইয়ারও। সরফরাজ হয়তো টেস্ট স্কোয়াডে জায়গা ধরে রাখবেন। সে কারণেই ভাবনায় রাহানে। ইরানি কাপের ম্যাচ দিয়েই প্রত্যাবর্তন হতে চলেছে শার্দূল ঠাকুরেরও।

মুম্বই ক্রিকেট সংস্থার তরফে সরফরাজকে চাওয়া হতে পারে। না হলে রাহানেই ক্যাপ্টেন! নামপ্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, ‘মিডল অর্ডারে স্পেশালিস্ট ব্যাটারের বিকল্প বলতে একমাত্র সরফরাজ। কোনও কারণে যদি কনকাশন পরিবর্ত প্রয়োজন হয়? ইরানি কাপ শুরু ১ অক্টোবর। টেস্ট ম্যাচ দ্রুত শেষ হলেও তাঁকে ইরানি কাপে পাওয়া কঠিন।’