Avesh Khan: ভেবেছিলাম হাতটা ভেঙেই গেল… আবেশ খানের চোটে জিতেও কি স্বস্তি হারাল LSG?
LSG, IPL 2025: আইপিএলে অ্যাওয়ে ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শনিবার দারুণ জয় ছিনিয়ে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। ঋষভ পন্থের দল ৮ ম্যাচ খেলে ৫টিতে জিতে পয়েন্ট পেয়েছে ১০। আর সুপার জায়ান্টসরা হারের মুখ দেখেছে তিন ম্যাচে।

কলকাতা: আইপিএলের (IPL) দলগুলো হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য মুখিয়ে থাকে। এই টুর্নামেন্ট এমনই যে, এ বলে আমায় দেখ তো, ও বলে আমায় দেখ! শনি-রাতে ঘরের মাঠে কড়া টক্কর দেওয়ার পরও হারতে হয়েছে পিঙ্ক আর্মিকে। জয়ের খুব কাছে পৌঁছে যাওয়া রাজস্থান রয়্যালসকে চেপে দেন লখনউ সুপার জায়ান্টসের বোলার আবেশ খান (Avesh Khan)। ম্যাচের সেরাও তিনি। তবে শেষ বলে রাজস্থানের যখন জয়ের জন্য প্রয়োজন ছিল ৪ রান, সেই সময় আবেশের দেওয়া ফুলার লেন্থের ডেলিভারিতে শুভম দুবে সপাটে চালিয়ে মারেন। বল সোজা গিয়ে লাগে লখনউয়ের বোলার আবেশ খানের হাতে। চোট পেয়ে জয়ের সেলিব্রেশনও করতে পারেননি আবেশ। কেমন আছেন তারকা বোলার?
ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় আবেশ নিজের হাতের অবস্থা নিয়ে জানান। তিনি বলেন, ‘আমার হাত ঠিকই আছে। ভেবেছিলাম হাতটা ভেঙেই গিয়েছে। হাড়ে বেশ লেগেছিল। যার ফলে আমি সেলিব্রেটও করতে পারিনি।’
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেশের প্রাক্তন ক্রিকেটার, বর্তমান ধারাভাষ্যকার মুরলী কার্তিক ম্যাচের সেরার পুরস্কার পাওয়া আবেশ খানকে বলেন, ‘যেভাবে তুমি বোলিং করছিলে, ওপরে সাইমন ডুল বলছিলেন যে তুমি নিজের মধ্যে থাকা মিচেল স্টার্ককে সেই একই দলের বিরুদ্ধে বের করে আনতে চাইছিলে। তোমার সেই সময় কী মনে হচ্ছিল?’
এই প্রশ্ন শুনে আবেশ খান উত্তর দেন, ‘আমার মিচেল স্টার্ক হওয়ার দরকার নেই। আমি ভালো আবেশ খান হতে চাই। আমি বরাবর চেষ্টা করি নিজের প্রতিটা বলকে আরও ভালো করার। যে ইয়র্কার আমার শক্তি, সেটাকে কাজে লাগানোর চেষ্টা করি। কারণ, আমি বরাবর মনে করি যে, ১০ সেকেন্ড বেশি সময় নিয়ে এবং স্বচ্ছতার সঙ্গে বল করলে তা ভালোভাবে কাজে লাগবে।’
আইপিএলে অ্যাওয়ে ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে শনিবার দারুণ জয় ছিনিয়ে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। ঋষভ পন্থের দল ৮ ম্যাচ খেলে ৫টিতে জিতে পয়েন্ট পেয়েছে ১০। আর সুপার জায়ান্টসরা হারের মুখ দেখেছে তিন ম্যাচে।
