Ishan Kishan: ভিডিয়ো: এক হাতে ছয়, ঘরোয়া ক্রিকেটে ফিরল ঈশান-ঝড়

Aug 16, 2024 | 7:15 PM

Watch Video: ঈশান কিষাণ ঘরোয়া ক্রিকেটে ফিরলেন শুধু? একেবারে সেঞ্চুরি দিয়ে বাঁধালেন প্রত্যাবর্তনের ম্যাচ। মধ্যপ্রদেশের বিরুদ্ধে দ্বিতীয় দিন মাত্র ৮৬ বলে মারকাটারি শতরান ঝাড়খণ্ডের উইকেটকিপার ব্যাটার ঈশানের ব্যাটে।

Ishan Kishan: ভিডিয়ো: এক হাতে ছয়, ঘরোয়া ক্রিকেটে ফিরল ঈশান-ঝড়
Ishan Kishan: ভিডিয়ো: এক হাতে ছয়, ঘরোয়া ক্রিকেটে ফিরল ঈশান-ঝড়
Image Credit source: X

Follow Us

কলকাতা: ঘরোয়া ক্রিকেটে আবার সেই চেনা ঝড়ঝাপটার দিন। এই ঝড়ে প্রতিপক্ষ ঠকঠক করে কাঁপল। কাঁপবে নাই বা কেন? এক হাতে একের পর এক ছয় যদি আছড়ে পড়ে গ্যালারিতে, বোলাররা অসহায়ই তো হবে। তার থেকেও বড় কথা হল, যাঁকে নষ্ট প্রতিভা বলা হচ্ছিল, তিনি প্রমাণ করলেন, ক্রিকেটে এখনও অনেক কিছু দেওয়া বাকি। ঝাড়খণ্ডের হয়ে এই মরসুমে প্রথম বার নামলেন। কী আশ্চর্য দিনভর তাঁকে ছাড়া আর কোনও আলোচনাই নেই। হবে না কেন, ঈশান কিষাণ (Ishan Kishan) ফিরলেন যে!

ফিরলেন শুধু? একেবারে সেঞ্চুরি দিয়ে বাঁধালেন প্রত্যাবর্তনের ম্যাচ। মধ্যপ্রদেশের বিরুদ্ধে দ্বিতীয় দিন মাত্র ৮৬ বলে মারকাটারি শতরান ঈশানের ব্যাটে। এবং দ্বিতীয় দিনই ঝাড়খণ্ড চালকের আসনে। কে বলবে, ৬ মাস আগেও তাঁর ক্রিকেট কেরিয়ারটাই নড়বড়ে দেখাচ্ছিল। শৃঙ্খলাভঙ্গের জেরে বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়েছিলেন। তখন কোচ রাহুল দ্রাবিড়। পরামর্শ দিয়েছিলেন, ঘরোয়া ক্রিকেট খেলে নিজেকে প্রমাণ করতে হবে। কিন্তু ঈশান তখন রাহুলের পরামর্শ পরোয়াই করেননি। বোর্ডকে না জানিয়েই ছুটি কাটাতে চলে যান বিদেশে। তারপর হঠাৎই নিখোঁজ হয়ে যান।

আইপিএলের আগে আবার নজরে পড়েছিলেন ঈশান। হার্দিক পান্ডিয়ার সঙ্গে ট্রেনিংয়ে দেখা গিয়েছিল। তখন থেকে একটা প্রশ্ন ঘুরছিল ভারতীয় ক্রিকেটে, যে ছেলেকে টি-২০ ফর্ম্যাটে বিস্ফোরক ব্যাটার হিসেবে ধরা হয়, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ওপেন করতে নেমে যাঁর একাধিক বিস্ফোরক ইনিংস রয়েছে, সেই তিনি কি সময়ের আগেই ক্রিকেট থেকে সরে যাবেন?

বুচি বাবু টুর্নামেন্টের দ্বিতীয় দিন ২২৫ রানে অলআউট হয় মধ্যপ্রদেশ। ২৬ বছর বয়সী ঈশান কিষাণ প্রথমে ৬১ বলে হাফসেঞ্চুরি করেন। ৮৬ বলে শতরানে পৌঁছান তিনি। তাঁর ইনিংসে ছিল ৫টি চার ও ১০টি ছয়। ১০৭ বলে ১১৪ রানের বিস্ফোরক ইনিংস উপহার দিয়েছেন ঈশান।

Next Article