AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs West Indies: বিরাট যেখানে নিয়ে গিয়েছে টিমকে, সেখান থেকে শুরু করব: রোহিত

১ হাজারতম ওয়ান ডে যেমন, তেমনই অধিনায়কত্বের ব্যাটনও বদলে যেতে চলেছে ভারতের। রোহিত টি-টোয়েন্টির নেতৃত্ব আগেই কাঁধে তুলে নিয়েছেন। কিন্তু এই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ থেকেই পুরোপুরি সাদা বলের নেতা হতে চলেছেন তিনি। শুধু তাই নয়, দীর্ঘ দিন পর বিরাট কোহলি কারও নেতৃত্বে খেলবেন।

India vs West Indies: বিরাট যেখানে নিয়ে গিয়েছে টিমকে, সেখান থেকে শুরু করব: রোহিত
India vs West Indies: বিরাট যেখানে নিয়ে গিয়েছে টিমকে, সেখান থেকে শুরু করব: রোহিত (ছবি-বিসিসিআই টুইটার)
| Edited By: | Updated on: Feb 05, 2022 | 3:56 PM
Share

আমেদাবাদ: ভারতের (India) হাজারতম ওয়ান ডে ম্যাচে রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে ওপেন করবেন ঈশান কিষাণ (Ishan Kishan)। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে রবিরার ঐতিহাসিক ম্যাচ ভারতের। করোনায় আক্রান্ত হওয়ার কারণে শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়াররা সংক্রমিত হওয়ায় আইসোলেশনে আছেন। পরিবর্ত ওপেনার হিসেবে মায়াঙ্ক আগরওয়ালকে ডাকা হলেও তিনি খেলতে পারবেন না। এই পরিস্থিতিতে ঈশান ছাড়া বিকল্প নেই ভারতের হাতে।

সাদা বলের ক্রিকেটে পূর্ণ নেতা হিসেবে ওয়েস্ট সিরিজ থেকেই দায়িত্ব নিতে চলেছেন রোহিত। রবিবারের ম্যাচের আগে ভারতের ক্যাপ্টেন বলছেন, ‘আমার সঙ্গে ওপেনার হিসেবে ঈশান ছাড়া আর কোনও বিকল্প নেই। মায়াঙ্ক টিমের সঙ্গে যোগ দিয়েছে ঠিকই, কিন্তু ও এখন আইসোলেশনে আছে।’

১ হাজারতম ওয়ান ডে যেমন, তেমনই অধিনায়কত্বের ব্যাটনও বদলে যেতে চলেছে ভারতের। রোহিত টি-টোয়েন্টির নেতৃত্ব আগেই কাঁধে তুলে নিয়েছেন। কিন্তু এই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ থেকেই পুরোপুরি সাদা বলের নেতা হতে চলেছেন তিনি। শুধু তাই নয়, দীর্ঘ দিন পর বিরাট কোহলি কারও নেতৃত্বে খেলবেন।

সে কথা মাথায় রেখেই রোহিত বলছেন, ‘বিরাট যখন ক্যাপ্টেন ছিল, আমি ভাইস ক্যাপ্টেন ছিলাম। ও যেখানে টিমকে রেখে গিয়েছে, সেখান থেকে আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সমর্থকদের কী প্রত্যাশা খুব ভালো করেই জানি। সেই কারণে টিম যাতে একই রকম সাফল্য পায়, সেটা মাথায় রাখতে হবে। এমন নয় যে, আমি টিমের দায়িত্ব নিচ্ছি মানে সব কিছু পাল্টে ফেলতে হবে। যে ভাবে টিম চলছে, সে ভাবেই চলবে। টিমের প্রত্যেকে কিন্তু নিজের দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল।’

শুধু সাদা বল নয়, টেস্টেও বিরাটের জায়গায় তাঁরই ক্যাপ্টেন হওয়ার সম্ভাবনা প্রবল। রোহিত কিন্তু বলছেন, ‘এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে আর টি-টোয়েন্টিতে ক্যাপ্টেন্সি করাটাই আমার লক্ষ্য। তার থেকে বেশি কিছু নিয়ে ভাবছি না।’

দক্ষিণ আফ্রিকা সফরে টেস্টের পাশাপাশি ওয়ান ডে সিরিজেও হেরে এসেছে ভারত। চোটের কারণে রোহিত খেলতে পারেননি। ভারতীয় টিমের ক্যাপ্টেন কিন্তু বলছেন, ‘একটা সিরিজ হেরেছি বলেই ভয় পেতে হবে, তা কিন্তু নয়। অনেক দিন আমরা দারুণ ওয়ান ডে ক্রিকেট খেলিনি। খেলার অন্য ধারাটাও আমাদের দ্রুত ধরে নিতে হবে। দক্ষিণ আফ্রিকা সফর থেকে আমরা অনেক কিছু শিখেছি। টিম হিসেবে ভালো খেলতে পারিনি আমরা।’

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা

আরও পড়ুন: India vs West Indies: ভারতের ১০০০তম ওয়ান ডে ম্যাচকে ‘বিরাট মাইলস্টোন’ বললেন সচিন তেন্ডুলকর