Cristiano Ronaldo: কাতারেই অবসর নিতে চেয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!
Qatar 2022: বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই গোল করেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু এরপরই অন্য কারণে আলোচনায় উঠে আসেন রোনাল্ডো।
রিয়াধ : কাতার বিশ্বকাপের আগে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন, বিশ্ব ফুটবলের অন্য়তম দুই সেরা ফুটবলার লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অনেকেই মনে করেছিলেন, বিশ্বকাপের পরই অবসর নেবেন দুই তারকা। কেরিয়ারের শেষ বিশ্বকাপে দুই তারকাই জ্বলে উঠতে চাইবেন, কাতারের আকর্ষণ ছিল সেটাই। বিশ্বকাপের শুরু থেকে অবশ্য অন্য় বিষয় নিয়ে আলোচনা শুরু হয়ে যায় রোনাল্ডোর ক্ষেত্রে। ক্লাব ফুটবলে ম্য়াঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে তখন ব্য়াপক ঝামেলা চলছে। রোনাল্ডো সেই চর্চায় থাকলেও বিশ্বকাপের আমেজে তা ঢাকা পড়ে গিয়েছিল। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্য়াচেই গোল করেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু এরপরই অন্য কারণে আলোচনায় উঠে আসেন রোনাল্ডো। বিশ্বকাপেই অবসর নিতে চেয়েছিলেন রোনাল্ডো! এমন তথ্যই সামনে আসছে। বিস্তারিত TV9Bangla-য়।
ক্লাব ফুটবলে যেমন ম্য়ান ইউ কোচ এরিক টেন হ্য়াগর সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন, জাতীয় দলের কোচের সঙ্গেও তাই হয়। এক ম্য়াচে তাঁকে পরিবর্তন করায় কোচ ফার্নান্দো স্য়ান্টোসের ওপর ক্ষোভে ফেটে পড়েন রোনাল্ডো। যা নিয়ে প্রচুর বিতর্ক হয়। পরের ম্য়াচে রোনাল্ডোকে খেলানো নিয়েই প্রশ্ন চিহ্ন তৈরি হয়। দেখা যায়, রোনাল্ডোকে ছাড়াই প্রথম একাদশ গড়েন পর্তুগাল কোচ। তার পরিবর্তে প্রথম একাদশে সুযোগ পেয়েই হ্য়াটট্রিক করেন গন্সালো ব়্যামোস। রোনাল্ডোকে নিয়ে আরও অস্বস্তি তৈরি হয়। মরক্কোর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে হারে বিদায় হয় পর্তুগালের। হতাশায় বিশ্বকাপ শেষ করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তারপরই অবসরের ভাবনা এসেছিল রোনাল্ডোর। এই তারকা ফুটবলার বলছেন, ‘বিশ্বকাপের পর সব কিছু ঠিক ঠিক হয়ে গিয়েছিল। তবে মিথ্যে বলব না, জীবনে সব কিছুই হিসেব করে দেখতে হয়। বিশ্বকাপ শেষেই পরিবারের সঙ্গে আলোচনা করি। এই সিদ্ধান্তে পৌঁছাই, হাল ছাড়া ঠিক হবে না। তবে বিশ্বকাপ থেকে অনেক শিক্ষা নিয়েছি।’
বিশ্বকাপের পর সৌদি আরবের ক্লাব আল নাসেরে রেকর্ড অর্থে সই করেন রোনাল্ডো। শুরুর দিকে তাঁর পারফরম্য়ান্স আতসকাঁচে থাকলেও ধীরে ধীরে ছন্দে ফিরেছেন। পর্তুগালের নতুন কোচ রবার্তো মার্টিনেজও আস্থা রেখেছেন রোনাল্ডোর ওপর। তাঁকে জাতীয় দলে রাখা হয়েছে। ৩৮ বছরের রোনাল্ডো আরও বলেন, ‘কোচ আমাকে জাতীয় দলে চেয়েছে। আমারও মনে হয়, দেশের হয়ে অনেক কিছুই দেওয়া বাকি আছে। আমি খেলা চালিয়ে যেতে চাই। কোচ আমার ওপর ভরসা রেখেছেন। আমিও চাই পর্তুগালকে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে।’