IPL 2022: ‘বিশেষ দিনে বিশেষ শতরান’ পেয়ে আপ্লুত লোকেশ রাহুল

KL Rahul: মুম্বইয়ের বিরুদ্ধে শনিবার ৯টি চার ও ৫টি ছক্কা দিয়ে এই শততম আইপিএল ম্যাচের শতরানের ইনিংস সাজিয়েছিলেন লোকেশ রাহুল।

IPL 2022: 'বিশেষ দিনে বিশেষ শতরান' পেয়ে আপ্লুত লোকেশ রাহুল
IPL 2022: 'বিশেষ দিনে বিশেষ শতরান' পেয়ে আপ্লুত লোকেশ রাহুলImage Credit source: IPL Website
Follow Us:
| Edited By: | Updated on: Apr 17, 2022 | 12:53 PM

মুম্বই: আইপিএলে (IPL 2022) শনিবারের ডাবল হেডারের প্রথম ম্যাচে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছেন লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) অধিনায়ক লোকেশ রাহুল (KL Rahul)। তবে এর আগের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ট্রেন্ট বোল্টের বলে ডাক হয়ে ফিরেছিলেন। আর পরের ম্যাচেই ঝকঝকে সেঞ্চুরি। খুশি না হয়ে কী থাকা যায়! শুধু তাই নয়। আইপিএল কেরিয়ারের মাইলস্টোন ম্যাচে রোহিতদের বিরুদ্ধে গতকাল নেমেছিলেন রাহুল। আর শততম আইপিএল ম্যাচ কেএল রাঙিয়ে রাখলেন একটা দুর্ধর্ষ সেঞ্চুরি দিয়ে। চলতি আইপিএলের প্রথম ক্যাপ্টেন হিসেবে শতরান করলেন রাহুল। পাশাপাশি তাঁর ব্যাট থেকে এল এই আইপিএলের দ্বিতীয় সেঞ্চুরি।

লোকেশ রাহুলের ৬০ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংসটা আলোচনার কেন্দ্রে ঢুকে পড়েছে। ৯টি চার ও ৫টি ছক্কা দিয়ে এই শততম আইপিএল ম্যাচের শতরানের ইনিংস সাজিয়েছিলেন তিনি। ম্যাচের শেষে রাহুল বলেন, “এটা একটা বিশেষ দিন এবং এটা বিশেষ শতরান। এই ম্যাচের আগে রান পাচ্ছিলাম না। এই পিচটা খুব ভালো, সেটারই সুবিধা তুললাম।”

এ বারের আইপিএলের দুটো নতুন দলই যথেষ্ট দাপটের সঙ্গে খেলছে। লিগ টেবলের এক ও দুই নম্বর জায়গা দখল করে রেখেছে গুজরাত ও লখনউ। মুম্বইয়ের বিরুদ্ধে শনিবারের জয়ের পর রাহুলের অধীনে লখনউয়ের চলতি মরসুমে ৪টে ম্যাচে জেতা হয়ে গেল। পাশাপাশি মুম্বইয়ের বিরুদ্ধে রাহুলের রেকর্ড বেশ ভালোই। দলের পারফরম্যান্স ও সাফল্যের ব্যাপারে তিনি বলেন, “আমরা অবশ্যই ভালো খেলছি। তবে আমাদের দলগতভাবে উন্নতি করার চেষ্টা চালিয়ে যেতে হবে। দলটা ভীষণই ভালো এবং আমি সকলের সঙ্গে সময় কাটাতে পারাটা বেশ উপভোগ করছি। নিলাম থেকে এমনই একটা মজবুত দল গড়তে চেয়েছিলাম আমরা। সেটা পেরেছি।”

উল্লেখ্য, আইপিএল কেরিয়ারে এটা রাহুলের তৃতীয় সেঞ্চুরি। এবং মুম্বইয়ের বিরুদ্ধে এই নিয়ে দ্বিতীয় বার আইপিএল শতরান এল কেএলের ব্যাট থেকে।

আরও পড়ুন: IPL 2022 Points Table: রবিবারের ডাবল হেডারের আগে জানুন পয়েন্ট টেবলে কোন দল রয়েছে কোথায়

আরও পড়ুন: IPL 2022 Orange Cap: অরেঞ্জ ক্যাপের দৌড়ে হার্দিকের জায়গা দখল করলেন রাহুল

আরও পড়ুন: IPL 2022 Purple Cap: আইপিএলের পার্পল ক্যাপের দৌড়ে উন্নতি কুলদীপের