
দুবাই: চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) হাইভোল্টেজ ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ এই শুরু হল বলে। ভারতীয় সময় অনুযায়ী রবিবার দুপুর ২.৩০ মিনিট থেকে দুবাইতে রোহিত-রিজওয়ানরা নামবেন মহারণে। তার আগে দুবাই স্টেডিয়ামে পৌঁছে গেলেন ভারতীয় তারকা পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে বুমরার দুবাই পৌঁছনোর ছবি। যা দেখে নেটিজ়েনরা বলাবলি করছেন, বুমরা ওখানে পৌঁছে গিয়েছে বলে কাঁপুনি শুরু হয়েছে পাকিস্তানের।
সোশ্যাল মিডিয়ায় ভারতের সুপারস্টার জসপ্রীত বুমরার যে ছবি ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে একটি সাদা শার্ট পরে রয়েছেন বুমরা। হাতে একটি আইডি কার্ড। যা দেখে বোঝাই যাচ্ছে ভারতীয় টিমকে তাতানোর জন্য দুবাইতে পৌঁছে গিয়েছেন বুমরা।
JASPRIT BUMRAH IS HERE..!!!! 🐐
– Jasprit Bumrah has reached Dubai stadium to watch India vs Pakistan Match. (Sahil Malhotra/TOI). pic.twitter.com/oZTQA0Jb9G
— Tanuj Singh (@ImTanujSingh) February 23, 2025
এক্স হ্যান্ডেলে একজন বুমরার দুবাই স্টেডিয়ামে পৌঁছে যাওয়ার ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখতে জসপ্রীত বুমরা দুবাইতে এসেছেন। প্রতিবেশীরা এখন থেকেই কাঁপতে শুরু করেছে।’
Jasprit Bumrah in Dubai to watch India Vs Pakistan match. Padosi shivering already. pic.twitter.com/af07iJu58S
— R A T N I S H (@LoyalSachinFan) February 23, 2025
বর্ডার গাভাসকর ট্রফির শেষ টেস্টে চোট পেয়েছিলেন বুমরা। সেই ম্যাচে সিডনিতে তিনি আবার রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছিলেন। ওই ম্যাচ ৬ উইকেটে জিতেছিল অজিরা। আর সিরিজ ৩-১ ব্যবধানে জিতেছিলেন কামিন্সরা। জসপ্রীত বুমরা পেয়েছিলেন সিরিজের সেরার পুরস্কার। তিনি ৫ টেস্টে ৩২টি উইকেট নিয়েছিলেন। এরপর অবশ্য তিনি চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছেন। তিনি থাকলে মিনি বিশ্বকাপে প্রতিপক্ষর উপর একটু হলেও বেশি চাপ তৈরি করতে পারত ভারত।