
সদ্য এশিয়া কাপে খেলেছেন শুভমন গিলরা। টি-টোয়েন্টি ফর্ম্যাটে হয়েছে এ বারের এশিয়া কাপ। সব ম্যাচ জিতে চ্যাম্পিয়ন সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। গত বার টি-টোয়েন্টি বিশ্বকাপ, এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি এবং এশিয়া কাপ। সাদা বলের ক্রিকেটে একের পর এক ট্রফি জিতছে ভারতীয় দল। এ বার ফর্ম্যাট বদল। বৃহস্পতিবার শুরু ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ। আমেদাবাদে সিরিজের প্রথম টেস্ট। ওয়েস্ট ইন্ডিজ কয়েক দিন আগেই প্র্যাক্টিস শুরু করেছিল। এ দিন ভারতীয় দলও অনুশীলনে নেমে পড়ল। যদিও বুমরাসহ মোট তিন ক্রিকেটারকে প্রথম প্র্য়াক্টিসে বিশ্রাম দেওয়া হয়।
ক্যাপ্টেন শুভমন গিল সহ প্রায় সকলেই অনুশীলন শুরু করেছেন। তিনিও এশিয়া কাপের স্কোয়াডে ছিলেন। শুধু তাই নয়, ভাইস ক্যাপ্টেনও করা হয়েছিল। সব ম্যাচেই খেলেছেন। মূলত বিশ্রাম দেওয়া হয়েছে বোলারদের। জসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব অনুশীলন করেননি। বুমরা অবশ্য দুটো ম্যাচে বিশ্রাম পেয়েছিলেন। যদিও সামনে দীর্ঘ সিরিজ রয়েছে, সে কারণেই একটা দিনের বিশ্রাম। অক্ষর ও কুলদীপ সব ম্যাচেই খেলেছেন। তবে বুধবার তিনজনই টিমের বাকিদের সঙ্গে প্রস্তুতি সারবেন।
ইংল্যান্ড সফরে ক্যাপ্টেন হিসেবে প্রথম টেস্ট সিরিজ ছিল শুভমন গিলের। ঘরের মাঠে প্রথম সিরিজ খেলবেন। ব্য়াটার শুভমন গিল ইংল্যান্ডে দুর্দান্ত পারফর্ম করেছেন। নেতৃত্বের দিক থেকে তাঁকে আরও পরিণত হতে হবে। সময়ের সঙ্গে উন্নতি করবেন বলাই যায়। হোম সিরিজে নিজেকে আরও মেলে ধরার সুযোগ পাবেন। চোটের কারণে ঋষভ পন্থ এই সিরিজে নেই। শুভমনের ডেপুটি করা হয়েছে অভিজ্ঞ রবীন্দ্র জাডেজাকে। ভাইস ক্যাপ্টেন হিসেবে জাডেজার প্রথম সিরিজ।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু-ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াড-শুভমন গিল (ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাড়িক্কাল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাডেজা (ভাইস ক্যাপ্টেন), ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, কুলদীপ যাদব, নারায়ণ জগদীশন