Jasprit Bumrah: বাংলাদেশ সিরিজের সেরা অশ্বিনকে সরিয়ে সিংহাসন ফিরে পেলেন বুমরা
ICC Test Rankings: বাংলাদেশকে ২ ম্যাচের টেস্ট সিরিজে ক্লিনসুইপ করেছে ভারত। এরপর আইসিসির আপডেটেড ক্রমতালিকায় বেশ বদল হয়েছে। টাইগার্সদের বিরুদ্ধে টেস্ট সিরিজের সেরা রবিচন্দ্রন অশ্বিনকে এক নম্বর জায়গা থেকে সরিয়ে দিয়েছেন বুমরা।
কলকাতা: আইসিসি টেস্ট ক্রমতালিকায় (ICC Test Rankings) দুই ভারতীয় তারকার কাটে কা টক্কর! হ্যাঁ এমনটা বলাই যায়। সদ্য বাংলাদেশকে ভারতের মাটিতে ২ টেস্টের সিরিজে ক্লিনসুইপ করেছে টিম ইন্ডিয়া (Team India)। এই সিরিজের সেরার পুরস্কার পেয়েছেন টিম ইন্ডিয়ার সিনিয়র তারকা রবিচন্দ্রন অশ্বিন। ১১৪ রান ও ১১টি উইকেট নিয়ে সেরার পুরস্কার পেয়েছেন তিনি। আর সেই অশ্বিনকেই আইসিসি টেস্ট বোলারদের ক্রমতালিকায় পিছনে ফেলে দিলেন ভারতীয় তারকা পেসার জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)।
কানপুর টেস্টের পর আইসিসি টেস্ট বোলারদের ক্রমতালিকায় এক নম্বরে পৌঁছে গিয়েছেন জসপ্রীত বুমরা। তিনি বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৬টি উইকেট নেন। আর সেখানে রবিচন্দ্রন অশ্বিনের ঝুলিতে আসে ৫টি উইকেট। বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই টেস্টে বুমরা নেন ৫টি উইকেট। আর অশ্বিন সেখানে পেয়েছিলেন ৬টি উইকেট। আইসিসি বোলারদের ব়্যাঙ্কিংয়ে বুমরার অর্জিত রেটিং পয়েন্ট ৮৭০। আর দুইয়ে নেমে যাওয়া অশ্বিনের অর্জিত রেটিং পয়েন্ট ৮৬৯। তাঁদের পয়েন্টের ফারাক মাত্র এক।
এই খবরটিও পড়ুন
চলতি বছরের ফেব্রুয়ারিতে আইসিসি বোলারদের ক্রমতালিতায় শীর্ষে পৌঁছেছিলেন জসপ্রীত বুমরা। প্রথম ভারতীয় জোরে বোলার হিসেবে এই নজির গড়েছিলেন বুমরা। এরপর শীর্ষস্থান হারিয়েও ফেলেন। বাংলাদেশ টেস্ট সিরিজের পর তা আবার ফিরে পেলেন বুমরা।
Jasprit Bumrah New No.1 Bowler in Latest Test Rankings 💥🫡 pic.twitter.com/KosywTaw5m
— 𝑺𝒉𝒆𝒃𝒂𝒔 (@Shebas_10dulkar) October 2, 2024
আইসিসি টেস্ট বোলারদের ক্রমতালিকায় প্রথম ১০এ রয়েছেন তিন ভারতীয় বোলার। এক, দুইয়ে যথাক্রমে জসপ্রীত বুমরা ও রবিচন্দ্রন অশ্বিনের পর আইসিসি টেস্ট বোলারদের ব়্যাঙ্কিংয়ে ছয় নম্বরে রয়েছেন রবীন্দ্র জাডেজা। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৮০৯।