Jhulan Goswami: এমসিসি ক্রিকেট কমিটিতে কিংবদন্তি পেসার ঝুলন গোস্বামী
MCC World Cricket Committee: মেয়েদের ওডিআই ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারি বাংলার এই পেসার। গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।
লন্ডন: ভারতীয় ক্রিকেটই শুধু নয়, বিশ্ব ক্রিকেটেও অতি পরিচিত নাম ঝুলন গোস্বামী। এবার ক্রিকেটের আইন পরিবর্তন কিংবা নতুন নিয়ম আনার ক্ষেত্রে ভূমিকা নেবেন ভারতের এই প্রাক্তন পেসার। এমসিসি-র বিশ্ব ক্রিকেট কমিটিতে এলেন তিনজন প্রাক্তন ক্রিকেটার। এর মধ্যে রয়েছেন ভারতের ঝুলন গোস্বামী, ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ইয়ন মর্গ্যান এবং ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হেদার নাইট। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
লর্ডসে MCC-র মিটিংয়ের আগে ক্রিকেট কমিটিতে তিনজনের সংযুক্তির বিষয়ে ঘোষণা হয়। এমসিসি-র এই কমিটিতে বর্তমান এবং প্রাক্তন ক্রিকেটার, আম্পায়ার এবং অফিসিয়ালরা থাকেন। বিশ্বের অন্যতম সেরা পেসার ঝুলন গোস্বামী। মেয়েদের ওডিআই ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারি বাংলার এই পেসার। গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।
বাংলা মহিলা দলের মেন্টর, বোলিং কোচ এবং উদ্বোধনী উইমেন্স প্রিমিয়ার লিগে (WPL) মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর ছিলেন ঝুলন গোস্বামী। গত বছর লর্ডসেই ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ম্যাচ খেলে অবসর নেন। তাঁকে গার্ড অফ অনারও দেওয়া হয় বিদায়ী ম্যাচে। আন্তর্জাতিক ক্রিকেটে দু-দশকের কেরিয়ারে সাদা বলে ৩০০-র বেশি উইকেট নিয়েছেন। এ ছাড়াও মেয়েদের টেস্টে ১২ ম্যাচে ৪৪ উইকেট রয়েছে ঝুলনের। গত বছর এমসিসির সাম্মানিক আজীবন সদস্যপদ দেওয়া হয় কিংবদন্তি ঝুলন গোস্বামীকে।
এমসিসি চেয়ারম্যান মাইক গ্যাটিং একটি বিবৃতিতে লেখেন, ‘বিশ্ব ক্রিকেট কমিটিতে ঝুলন, হেদার, ইয়নকে স্বাগত জানাতে পেরে আমরা খুবই উচ্ছ্বসিত। ক্রিকেটের সর্বোচ্চ স্তরে দীর্ঘ সময় ধরে দক্ষতার সঙ্গে খেলেছেন।’ এমসিসির এই কমিটিতে মহিলা ক্রিকেটারদের মধ্যে রয়েছেন সুজি বেটস, ক্লেয়ার কনরও রয়েছেন। এমসিসির বৈঠক হবে আজ এবং কাল।