AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গেইল আর রাসেলই টি-টোয়েন্টির সেরা, বলছেন বাটলার

রাজস্থান র‍য়্যালস (Rajasthan Royals) গত বার সাফল্য না পেলেও এ বার সোনালি অতীত ফিরে পাওয়ার স্বপ্নে একাকার। আইপিএলে (IPL) নেমে পড়ার আগে বাটলার (Jos Buttler) ভক্তদের প্রশ্নের উত্তরে বলেছেন, 'অনেক নাম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আলাদা করে কারও নাম করাটা সত্যিই কঠিন। কিন্তু সেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যান খুঁজতে বসলে ক্যারিবিয়ানদের উপেক্ষা করা যাবে না।'

গেইল আর রাসেলই টি-টোয়েন্টির সেরা, বলছেন বাটলার
বাটলারের চোখে সেরা গেইল, রাসেল। ছবি: টুইটার
| Updated on: Apr 05, 2021 | 3:14 PM
Share

মুম্বই: কুড়ি-বিশের দুনিয়ায় এক-একটা ম্যাচে হঠাত্‍ করে উত্থান হয় এক-এক ক্রিকেটারের। যিনি চার-ছয়ের বন্যায় রাতারাতি হিরো হয়ে যান। আইপিএল (IPL) মানে নতুন তারকার জন্ম যেমন, তেমনই প্রতিষ্ঠিতদের ঘিরেও আলোচনা কম নেই। টি-টোয়েন্ট ফর্ম্যাটে সেরা ব্যাটসম্যান যদি বাছতে হয়, কারা থাকবেন তালিকায়? জস বাটলারের জানাচ্ছেন দু’জনের নাম— ক্রিস গেইল (CHRIS GAYLE) ও (ANDRE RUSSELL)।

আরও পড়ুন: ৪৯ রানে ক্যাচ আউট! ব্যাটের আঘাতে সচিনের মাথা ফাটালেন ব্যাটসম্যান

রাজস্থান র‍য়্যালস (Rajasthan Royals) গত বার সাফল্য না পেলেও এ বার সোনালি অতীত ফিরে পাওয়ার স্বপ্নে একাকার। আইপিএলে (IPL) নেমে পড়ার আগে বাটলার (Jos Buttler) ভক্তদের প্রশ্নের উত্তরে বলেছেন, ‘অনেক নাম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আলাদা করে কারও নাম করাটা সত্যিই কঠিন। কিন্তু সেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যান খুঁজতে বসলে ক্যারিবিয়ানদের উপেক্ষা করা যাবে না। আমি তো বলব, ক্রিস গেইলের মতো এই ফর্ম্যাটে ধ্বংসাত্মক ব্যাটসম্যান খুব কম এসেছে। শুধু তাই নয়, ও কিন্তু দীর্ঘ দিন ধরে দারুণ সফল। গেইলের মতো আন্দ্রে রাসেলের কথাও বলতে হবে। ও যখন ক্রিজে যায়, বোলাররা পর্যন্ত ভয়ে থাকে। ওদের দু’জনকেই এই ফর্ম্যাটের সেরা বলতে হবে।’ এই মুহূর্তে ইংল্যান্ড ব্যাটসম্যানের সবচেয়ে পছন্দের ক্রিকেটারের নাম কুইন্টন ডি কক। নিজে কিপার-ব্যাটসম্যান বলে খুব ভালো করে জানেন, কতটা বিধ্বংসী ব্যাটিং করেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। বাটলারের ব্যাখ্যা, ‘কুইন্টনই টি-টোয়েন্টিতে আমার পছন্দের ক্রিকেটার। আমি নিজেও কিপার-ব্যাটসম্যান। যে কারণে ওকে ফলো করি। আমার মনে হয়, বাঁ হাতিরা সব সময় ডান হাতিদের থেকে ভালো ব্যাটিং করে।’ রাজস্থানের নতুন ক্যাপ্টেন সঞ্জু স্যামসনকে নিয়েও কম উচ্ছ্বসিত নন বাটলার। বলেছেন, ‘১৭ বছর বয়স থেকে ও রাজস্থান টিমের সঙ্গে রয়েছে। প্রায় ১০ বছর হতে চলল সঞ্জু টিমের অন্যতম ভরসার মুখ। এ বার ও টিমের ক্যাপ্টেন। সঞ্জু যেমন টপক্লাস প্লেয়ার, তেমনই মানুষ হিসেবেও ভালো। আমি নিশ্চিত, নেতা হিসেবেও ও দারুণ ছাপ রাখবে। ওর ক্যাপ্টেন্সিতে খেলার জন্য মুখিয়ে আছি।’