
কলকাতা: কলকাতা মানেই নস্টালজিয়া, আবেগ, ভালোবাসা এবং ইতিহাস। বহু ইতিহাসের স্বাক্ষী এই সিটি অফ জয়। বিশ্বের কত ইতিহাস জড়িয়ে রয়েছে শহর কলকাতা জুড়ে। তিন বারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জয়ী দল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) লক্ষ্মীবারে নিজেদের ঘরের মাঠে চলতি আইপিএলের (IPL) অন্যতম শক্তিশালী দল সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) মুখে নেমেছিল। ছিল হাইভোল্টেজ ম্যাচ। সেই ম্যাচেই এক বিরল ঘটনার স্বাক্ষী থাকল ক্রিকেটের নন্দনকানন। যা আইপিএলের ইতিহাসে আগে কখনও দেখা যায়নি।
শ্রীলঙ্কার অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস বৃহস্পতিবার সেই ইতিহাস তৈরি করেছেন। মেন্ডিস ওই ম্যাচের ১৩তম ওভারে দুই হাতে বোলিং করেছেন। সেই ওভারে প্রথম তিন বল তিনি লেফ্ট-আর্ম স্পিন করেন। ঠিক চতুর্থ বলের সময় থেকে তিনি নিজের হাত বদল করে অফ-স্পিন করা শুরু করায় সবাই চমকে যায়। উল্লেখ সেই চতুর্থ বলেই পিচে থাকা সেট ব্যাটার অঙ্গকৃষ রঘুবংশী ৫০ রানে আউট হয়ে মাঠ ছাড়েন। দুই হাতে বোলিং করেই ইতিহাসের পাতায় ঢুকে পড়লেন কামিন্দু।
Left 👉 Right
Right 👉 Left
Confused? 🤔That’s what Kamindu Mendis causes in the minds of batters 😉
Updates ▶ https://t.co/jahSPzdeys#TATAIPL | #KKRvSRH | @SunRisers pic.twitter.com/IJH0N1c3kT
— IndianPremierLeague (@IPL) April 3, 2025
এই কারনামা যদিও বিশ্ব ক্রিকেটে নতুন নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। ভারতীয় প্লেয়ারদের মধ্যে এই কারনামা আগে করেছেন অক্ষয় কার্নেওয়ার ভারতীয় অফ স্পিনার, যিনি বাম এবং ডান উভয় হাতে বল করতে পারতেন। এস শ্রীসন্থ ভারতীয় দলের প্রাক্তন পেসারেরও এই রেকর্ড আছে।
কামিন্দু মেন্ডিস এই প্রথম বার ২২ গজে এমন কীর্তি গড়েছেন তা নয়। গত বছর জুলাইতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ জিতেছিল ভারত। ওই ম্যাচেই দেখা গিয়েছিল শ্রীলঙ্কার বোলার কামিন্দু মেন্ডিস ভারতের ইনিংস চলাকালীন এক ওভারে দু’হাতে বল করেন। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছিল সেই ছবি। তা ছাড়া অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ খেলার সময়ও দু’হাতে বল করেছিলেন। তিনি সেই সময় ছিলেন শ্রীলঙ্কা টিমের ক্যাপ্টেন। আর এ বার তিনি আইপিএলেও নিজের সেই ‘হিডেন ট্যালেন্ট’ দেখালেন।
আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।