Karun Nair: ‘এক জনপ্রিয় ক্রিকেটার অবসর নিতে বলেছিল…’, বোমা ফাটালেন করুণ নায়ার
India Tour Of England: টেস্ট না হলেও এর আগে ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা আছে তাঁর। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে যে সফল হতে পারবেন, তা মনে করছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে আবার করুণ বোম ফাটিয়েছেন। যা নিয়ে হইচই পড়ে গিয়েছে নতুন করে।

ভারতীয় ক্রিকেটের বিস্ময় প্রতিভা বলা হত তাঁকে। দেশের হয়ে টেস্ট খেলতে নেমেই ট্রিপল সেঞ্চুরি করেছিলেন। সেই তিনিই আবার হারিয়ে গিয়েছিলেন আশ্চর্যজনক ভাবে। আবার ফিরলেও হইচই ফেলে দিয়ে। করুণ নায়ারকে নিয়ে চর্চা থামছে না। ৭ বছর পর আবার টেস্ট টিমে প্রত্যাবর্তন হয়েছে কর্নাটকের ছেলের। ৩৩ বছরের ক্রিকেটার কিন্তু প্রাক সফর ম্যাচে নিজেকে প্রমাণ করেছেন। টেস্ট না হলেও এর আগে ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা আছে তাঁর। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে যে সফল হতে পারবেন, তা মনে করছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে আবার করুণ বোম ফাটিয়েছেন। যা নিয়ে হইচই পড়ে গিয়েছে নতুন করে।
যে ৭ বছর ভারতীয় টিমের বাইরে ছিলেন করুণ, সে সময় নাকি এক অত্যন্ত পরিচিত মুখ তাঁকে বলেছিলেন অবসর নিয়ে নিতে। ডেইলি মেলকে দেওয়া সাক্ষাৎকারে করুণ বলেছেন, ২০২২ সালটা তাঁর কাছে অত্যন্ত কঠিন ছিল। কর্নাটকের ছেলে ১৪ মাস টিমের বাইরে ছিলেন। কর্নাটক টিমও তাঁকে ওই সময় ছেঁটে ফেলে। ফিরে আসার স্বপ্ন দেখা দূরে থাক, বাইশ জগে ফিরবেন কী করে, সেই দুশ্চিন্তাতেই আচ্ছন্ন ছিলেন। সেই সময় এক জনপ্রিয় ক্রিকেটার তাঁকে বলেছিলেন, ক্রিকেট থেকে অবসর নিয়ে নিতে।
করুণের কথায়, ‘আমার এখনও মনে আছে ওই দিনটা। সেই পরিচিত ক্রিকেটার আমাকে বলেছিল, আমি যদি অবসর নিয়ে নিই, বিভিন্ন লিগে খেলে যে টাকা পাব, তাতে আমার ভবিষ্যৎ সুনিশ্চিত হবে। আমার কাছে ক্রিকেট থেকে অবসর নেওয়াটা সহজ ছিল। কিন্তু আমি কখনও ক্রিকেট ছাড়ার কথা ভাবিবি। ভারতের হয়ে খেলার স্বপ্ন ছাড়িনি। ওটা ছিল ২ বছর আগে ঘটনা। ২ বছর পরে আমি কোথায়, সেটা এখন দেখা যাচ্ছে। আসলে আমি জানতাম, ভারতীয় টেস্ট টিমে ঠিক ফিরে আসব।’





