AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SRH: IPL-এর মাঝপথে অরেঞ্জ আর্মিকে হঠাৎ ‘দ্বীপে’ পাঠালেন কাব্যা, নেপথ্যে কোন কারণ?

Watch Video: ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলে ৮ নম্বরে রয়েছেন প্যাট কামিন্সরা। এই অবস্থাতে হঠাৎ একখানা দ্বীপে উড়ে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটাররা এবং সাপোর্ট স্টাফরা।

SRH: IPL-এর মাঝপথে অরেঞ্জ আর্মিকে হঠাৎ 'দ্বীপে' পাঠালেন কাব্যা, নেপথ্যে কোন কারণ?
IPL-এর মাঝপথে অরেঞ্জ আর্মিকে হঠাৎ মলদ্বীপে পাঠালেন কাব্যা, নেপথ্যে কোন কারণ?
| Updated on: Apr 27, 2025 | 6:10 PM
Share

কলকাতা: ১৮তম আইপিএলের চলতি মরসুম এখনও খুব একটা ভালো যায়নি সানরাইজার্স হায়দরাবাদের। গত ম্যাচে যদিও পাঁচ উইকেট বাকি থাকতেই সিএসকের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে হায়দরাবাদ। তারপরেও ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবলে ৮ নম্বরে রয়েছেন প্যাট কামিন্সরা। এই অবস্থাতে হঠাৎ একখানা দ্বীপে উড়ে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদের ক্রিকেটাররা এবং সাপোর্ট স্টাফরা। আর সেই ঘটনা অবাক করে দিয়েছে অনেককেই। এও জানা যাচ্ছে যে, কাব্যা দলের সকলকে এক দ্বীপে পাঠিয়েছেন। এই দ্বীপ আসলে মলদ্বীপ। কিন্তু সেখানে কেন গেলেন ঈশান-কামিন্সরা?

আগামী শুক্রবার, ২ মে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে হায়দরাবাদের ম্যাচ। তার মাঝেই অরেঞ্জ আর্মির ক্রিকেটারদের মলদ্বীপে পাড়ি দেওয়ার খবরে চমকে গিয়েছেন অনেকেই। আইপিএলের মাঝপথে দলের প্লেয়ার ও সাপোর্ট স্টাফদের সাময়িক বিরতি দেওয়ার জন্যই মলদ্বীপ গিয়েছে দল। দলের এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেছে হায়দরাবাদ। ক্যাপশনে লেখা হয়েছে, ‘মলদ্বীপে আমাদের রাইজার্সদের জন্য সূর্য, সমুদ্র ও টিম রিট্রিট।’

গত ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে লিগে টিকে থাকার লড়াইয়ে নেমেছিল হায়দরাবাদ। প্রথমে ব্য়াট করতে নেমে হায়দরাবাদকে ১৫৫ রানের টার্গেট দেয় চেন্নাই। ১০ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় হায়দরাবাদ। বোলিংয়ে হর্ষল প্যাটেলের চার উইকেট, অন্যদিকে ঈশান কিষাণের ৩৪ বলে ৪৪ রান ও কামিন্দু মেন্ডিজের ৩২ রানের ইনিংসে হায়দরাবাদ সহজে ম্যাচ জেতে।

এর মাঝে নিজামের শহরের দলরে এই হাওয়া বদলের খবরে অবাক অনেকেই। হয়তো ঘুরে আসার পর খেলোয়াড়রা ম্য়াচে ভালো কিছু ফল করতে পারবেন। প্লেয়ারদের তরতাজা করে তোলার জন্য কাব্য এই ছোট্ট ট্রিপের বন্দোবস্ত করেছেন বলেই শোনা যাচ্ছে।