AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KKR, IPL 2025: নাইট ক্যাপ্টেনের আঙুলে একাধিক সেলাই, ইডেনে রবিবার খেলতে পারবেন রাহানে?

Ajinkya Rahane Injury Update: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের দিন আঙুলে চোট পেয়েছিলেন কেকেআরের অধিনায়ক অজিঙ্ক রাহানে। সেই চোটের অবস্থা কেমন? আপডেট দিয়েছেন দলের এক অলরাউন্ডার।

KKR, IPL 2025: নাইট ক্যাপ্টেনের আঙুলে একাধিক সেলাই, ইডেনে রবিবার খেলতে পারবেন রাহানে?
নাইট ক্যাপ্টেনের আঙুলে একাধিক সেলাই, ইডেনে রবিবার খেলতে পারবেন রাহানে?Image Credit: PTI
| Updated on: May 01, 2025 | 7:31 PM
Share

কলকাতা: খাতায়-কলমে প্লে অফের দৌড়ে টিকে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এ বারের আইপিএলে (IPL) মাত্র ৪টি ম্যাচ জিতেছে। হার ৫ ম্যাচে। আর বৃষ্টির কারণে কেকেআরের একটি ম্যাচ অমীমাংসিত। এই পরিস্থিতিতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জিততেই হত নাইট রাইডার্সকে। সেই ম্যাচ নাইটরা জিতেছে। আন্দ্রে রাসেলের জন্মদিনে কেকেআর জয়ের সারণিতে ফিরেছে। তবে কেকেআর জয়ে ফিরলেও নাইট শিবির স্বস্তিতে নেই। কারণ, অধিনায়কের চোট। অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane) হাতে কয়েকটা সেলাই পড়েছে। এই পরিস্থিতিতে রবিবার ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কি নামতে পারবেন রাহানে? কেকেআরের অনুরাগীদের মনে সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। দলের তরুণ অলরাউন্ডার অনুকূল রায় অধিনায়ক রাহানের চোট নিয়ে আপডেট দিয়েছেন।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএলের ম্যাচের দিন আঙুলে চোট পেয়েছিলেন কেকেআরের অধিনায়ক অজিঙ্ক রাহানে। সেই চোটের অবস্থা কেমন? এই প্রসঙ্গে নাইট স্পিনার অনুকূল বলেন, ‘রাহানের চোট খুব গুরুতর মনে হচ্ছে না। হয়তো তা সেরে উঠতে ২-৩ দিন সময় লাগতে পারে। এ বিষয়ে যদিও ডাক্তাররা ঠিক মতো বলতে পারবেন। তবে আপাতত রাহানে ঠিকই আছেন। ওর কয়েকটা সেলাইও পড়েছে। তবে সেটা মানিয়ে নেওয়া সম্ভব।’

অনুকূল যা জানিয়েছেন, তাতে হয়তো রবিবাসরীয় ম্যাচে রাহানেকে পাওয়া যাবে। নিজের চোট নিয়ে কী বলেছেন নাইট অধিনায়ক? দিল্লি-কেকেআর ম্যাচের শেষে রাহানে বলেন, ‘আমার চোট অতটাও গুরুতর নয়। ঠিকই আছি। আশা করি দ্রুত সেরে উঠব।’

উল্লেখ্য, দিল্লির বিরুদ্ধে ১১তম ওভারে আন্দ্রে রাসেলের ডেলিভারিতে ফাফ ডু’প্লেসির এক শট আটকাতে গিয়ে আঙুলে চোট পান রাহানে। যন্ত্রণায় তাঁর চোখ-মুখের ছাপ বদলে যায়। মাঠে হাজির হন ফিজিয়ো। এরপর মাঠ ছাড়েন। তাঁর অনুপস্থিতিতে কেকেআরের সহ-অধিনায়ক সুনীল নারিন। শেষ অবধি ম্যাচ যায় কেকেআরের পক্ষে।

শুক্রবার মাধ্যমিকের রেজাল্ট। সবার আগে রেজাল্ট জানতে এখনই নথিভুক্ত করে ফেলুন এই ফর্মে-