KKR, IPL 2025: নাইট ক্যাপ্টেনের আঙুলে একাধিক সেলাই, ইডেনে রবিবার খেলতে পারবেন রাহানে?
Ajinkya Rahane Injury Update: দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের দিন আঙুলে চোট পেয়েছিলেন কেকেআরের অধিনায়ক অজিঙ্ক রাহানে। সেই চোটের অবস্থা কেমন? আপডেট দিয়েছেন দলের এক অলরাউন্ডার।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএলের ম্যাচের দিন আঙুলে চোট পেয়েছিলেন কেকেআরের অধিনায়ক অজিঙ্ক রাহানে। সেই চোটের অবস্থা কেমন? এই প্রসঙ্গে নাইট স্পিনার অনুকূল বলেন, ‘রাহানের চোট খুব গুরুতর মনে হচ্ছে না। হয়তো তা সেরে উঠতে ২-৩ দিন সময় লাগতে পারে। এ বিষয়ে যদিও ডাক্তাররা ঠিক মতো বলতে পারবেন। তবে আপাতত রাহানে ঠিকই আছেন। ওর কয়েকটা সেলাইও পড়েছে। তবে সেটা মানিয়ে নেওয়া সম্ভব।’
অনুকূল যা জানিয়েছেন, তাতে হয়তো রবিবাসরীয় ম্যাচে রাহানেকে পাওয়া যাবে। নিজের চোট নিয়ে কী বলেছেন নাইট অধিনায়ক? দিল্লি-কেকেআর ম্যাচের শেষে রাহানে বলেন, ‘আমার চোট অতটাও গুরুতর নয়। ঠিকই আছি। আশা করি দ্রুত সেরে উঠব।’
উল্লেখ্য, দিল্লির বিরুদ্ধে ১১তম ওভারে আন্দ্রে রাসেলের ডেলিভারিতে ফাফ ডু’প্লেসির এক শট আটকাতে গিয়ে আঙুলে চোট পান রাহানে। যন্ত্রণায় তাঁর চোখ-মুখের ছাপ বদলে যায়। মাঠে হাজির হন ফিজিয়ো। এরপর মাঠ ছাড়েন। তাঁর অনুপস্থিতিতে কেকেআরের সহ-অধিনায়ক সুনীল নারিন। শেষ অবধি ম্যাচ যায় কেকেআরের পক্ষে।
শুক্রবার মাধ্যমিকের রেজাল্ট। সবার আগে রেজাল্ট জানতে এখনই নথিভুক্ত করে ফেলুন এই ফর্মে-
