KKR, IPL 2025 Mega Auction: মেগা নিলামের প্রথম দিন ‘সেভেন স্টার’ পারফর্ম করেছে KKR, নাকি হল মাথা চাপড়ানোর জোগাড়?

Nov 25, 2024 | 12:42 AM

IPL 2025 Auction: একেই বলে ভারতের কোটিপতি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের জমজমাট নিলাম। সৌদি আরবের জেড্ডায় এ বার যেন আইপিএলের নিলামের মহাসমারোহ হচ্ছে। ১০ ফ্র্যাঞ্চাইজি বড় নিলামের প্রথম দিন ৭২ জন ক্রিকেটারকে কিনেছে।

KKR, IPL 2025 Mega Auction: মেগা নিলামের প্রথম দিন সেভেন স্টার পারফর্ম করেছে KKR, নাকি হল মাথা চাপড়ানোর জোগাড়?
মেগা নিলামের প্রথম দিন 'সেভেন স্টার' পারফর্ম করেছে KKR, নাকি হল মাথা চাপড়ানোর জোগাড়?
Image Credit source: IPL Website

Follow Us

কলকাতা: আইপিএলের মেগা নিলামের প্রথম দিনের পর কেকেআর কি হাত কামড়াচ্ছে? নাকি মন মতো দল সাজানোর পথে সফল হয়েছে তিনবারের আইপিএল জয়ীরা? এই দুটো বিষয় নিয়ে আলোচনা চলছে নাইট অনুরাগীদের মনে। মেগা নিলামের প্রথম দিন ৭জন ক্রিকেটার কিনেছে কলকাতা নাইট রাইডার্স। তারপর ১০ কোটি ৫ লক্ষ টাকা পড়ে রয়েছে কেকেআরের পার্সে। নিলামে নাইটদের কেনা সবচেয়ে দামি ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়ার। বেস প্রাইস ছিল তাঁর ২ কোটি। সেখানে তিনি কেকেআরের ফিরেছেন ২৩.৭৫ কোটিতে। তারকা অলরাউন্ডারকে নিয়ে শোরগোল পড়েছে। তাঁকে ছাড়া প্রথম দিন নিলাম টেবল থেকে কাদের দলে টানল কেকেআর? দেখে নিন তালিকা।

জেড্ডায় হওয়া আইপিএলের মেগা নিলামের প্রথম দিন যে ক্রিকেটারদের কিনল কলকাতা নাইট রাইডার্স, রইল তালিকা —

  • ভেঙ্কটেশ আইআর (ক্যাপড), বেস প্রাইস – ২ কোটি। নিলামে দর পেলেন – ২৩ কোটি ৭৫ লক্ষ।
  • অনরিখ নর্টজে (বিদেশি) (ক্যাপড), বেস প্রাইস – ২ কোটি। নিলামে দর পেলেন – ৬ কোটি ৫০ লক্ষ।
  • কুইন্টন ডি কক (বিদেশি) (ক্যাপড),  বেস প্রাইস – ২ কোটি। নিলামে দর পেলেন – ৩ কোটি ৬০ লক্ষ।
  • অংকৃষ রঘুবংশী (আনক্যাপড), বেস প্রাইস – ৩০ লক্ষ। নিলামে দর পেলেন – ৩ কোটি।
  • রহমানুল্লাহ গুরবাজ (বিদেশি) (ক্যাপড), বেস প্রাইস – ২ কোটি। নিলামে দর পেলেন – ২ কোটি।
  • বৈভব অরোরা (আনক্যাপড), বেস প্রাইস – ৩০ লক্ষ। নিলামে দর পেলেন – ১ কোটি ৮০ লক্ষ।
  • মায়াঙ্ক মার্কন্ডেয় (আনক্যাপড), বেস প্রাইস – ৩০ লক্ষ। নিলামে দর পেলেন – ৩০ লক্ষ।

মেগা নিলামের আগে ৬ জন ক্রিকেটারকে রিটেন করেছিল কেকেআর। যার ফলে ৫১ কোটি টাকা নিয়ে নিলামে নেমেছিল নাইটরা। সেখান থেকে ভেঙ্কটেশের জন্য যে টাকা খরচ করেছে কেকেআর, বাকি ৬ ক্রিকেটার কিনতে মোট সেই টাকা লাগেনি। ৭ ক্রিকেটারের মধ্যে ৩জন বিদেশিকে টেনেছে কলকাতা। তাঁদের মধ্যে রহমানুল্লা গুরবাজের ঘর ওয়াপসি হয়েছে। গত মরসুমেও তিনি কেকেআরে ছিলেন। এ বার দেখার নিলামের দ্বিতীয় দিন আর কোন কোন ক্রিকেটারকে দলে টানে কেকেআর।

একেই বলে ভারতের কোটিপতি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের জমজমাট নিলাম। সৌদি আরবের জেড্ডায় এ বার যেন আইপিএলের নিলামের মহাসমারোহ হচ্ছে। ১০ ফ্র্যাঞ্চাইজি বড় নিলামের প্রথম দিন ৭২ জন ক্রিকেটারকে কিনেছে। মোট ২৪ জন বিদেশি ক্রিকেটার দল পেয়েছেন। নিলামের প্রথম দিন দলগুলোর খরচ হয়েছে ৪৬৫.৯৫ কোটি টাকা।

Next Article