KKR: ভিডিয়ো: মিউনিখ থেকে উড়ে এল গম্ভীরের KKR এর জন্য বিশেষ বার্তা

Watch Video: অরেঞ্জ আর্মিকে আজ রাতে হারাতে পারলেই আইপিএলের ফাইনালের টিকিট পাবে কেকেআর। আর তা না পারলে কেকেআর আর একটা সুযোগ পাবে ২৪ মে। আপাতত প্রথম কোয়ালিফায়ারেই ফাইনালের টিকিট তুলে নিতে মরিয়া গৌতম গম্ভীরের দল। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মিউনিখ থেকে কেকেআরের জন্য উড়ে এল বিশেষ বার্তা।

KKR: ভিডিয়ো: মিউনিখ থেকে উড়ে এল গম্ভীরের KKR এর জন্য বিশেষ বার্তা
ভিডিয়ো: মিউনিখ থেকে উড়ে এল গম্ভীরের KKR এর জন্য বিশেষ বার্তাImage Credit source: BCCI

May 21, 2024 | 1:51 PM

কলকাতা: অপেক্ষার আর মাত্র কয়েকটা ঘণ্টা। মঙ্গলবার রাতে এ বারের আইপিএলের (IPL) প্রথম কোয়ালিফায়ার। সেখানে মুখোমুখি শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স (KKR) ও প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। অরেঞ্জ আর্মিকে আজ রাতে হারাতে পারলেই ফাইনালের টিকিট পাবে কেকেআর। আর তা না পারলে কেকেআর আর একটা সুযোগ পাবে ২৪ মে। আপাতত প্রথম কোয়ালিফায়ারেই ফাইনালের টিকিট তুলে নিতে মরিয়া গৌতম গম্ভীরের দল। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মিউনিখ থেকে কেকেআরের জন্য উড়ে এল বিশেষ বার্তা।

কলকাতা নাইট রাইডার্সের সোশ্যাল মিডিয়া সাইট X এ এক ভিডিয়ো বার্তায় ইংল্যান্ডের ক্যাপ্টেন হ্যারি কেন বলেন, ‘মরসুমটা দারুণ কাটাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। নাইটদের মরসুমের বাকি অংশের জন্য অনেক শুভেচ্ছা। এফসি বায়ার্ন মিউনিখের পক্ষ থেকে সমর্থন জানাচ্ছি।’

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ ১৭তম আইপিএলের প্রথম কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। এই ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। তিনি ইতিমধ্যেই আমেদাবাদে পৌঁছে গিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি ভাইরাল হয়েছে।

কেকেআর এ বারের আইপিএলে অনবদ্য ছন্দে রয়েছে। যদিও শেষ ২ ম্যাচ নাইটরা বৃষ্টির কারণে খেলার সুযোগ পায়নি। এ বার দেখার নাইটরা আজ হায়দরাবের বিরুদ্ধে কেমন পারফর্ম করে। কারণ, কেকেআরের সেট ওপেনিং জুটি আজ পাওয়া যাবে না। ফিল সল্ট জাতীয় দলের ডিউটির জন্য দেশে ফিরে গিয়েছেন। যে কারণে নাইটদের সুপারহিট ওপেনিং জুটি আজ ভাঙতেই হবে। এ বার দেখার সব বাধা কী ভাবে অতিক্রম করে গৌতম গম্ভীরের টিম বাজিমাত করে।