KKR, IPL Auction 2025: নাইট শিবিরে ম্যাজিক কোথায়? IPL-এ কেমন দল হল কেকেআরের

Nov 25, 2024 | 10:06 PM

Kolkata Knight Riders Full Squad: জেড্ডায় হওয়া আইপিএলের মেগা নিলাম থেকে মোট ১৫ জন ক্রিকেটারকে কিনেছে তিন বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স।

KKR, IPL Auction 2025: নাইট শিবিরে ম্যাজিক কোথায়? IPL-এ কেমন দল হল কেকেআরের
আইপিএলের মেগা নিলাম শেষে কেমন হল কেকেআর টিম?
Image Credit source: IPL Website

Follow Us

কলকাতা: পঁচিশের আইপিএলের মেগা নিলামে (IPL 2025 Mega Auction) হাতে ৫১ কোটি টাকা নিয়ে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। গত বারের চ্যাম্পিয়ন কেকেআর (KKR)। যে কারণে নিলামে এই টিমের দিকে ক্রিকেট প্রেমীদের বাড়তি নজর ছিল। সকলের প্রত্যাশা কি পূরণ করতে পারল কেকেআর? এ নিয়ে উঠছে বিরাট প্রশ্ন। ক্রিকেট মহলের মতে, কেকেআর একাধিক ক্রিকেটার নিলাম থেকে কিনল ঠিকই, কিন্তু তাঁদের মধ্যে থেকে কেউ কি নাইটদের মুখ হয়ে উঠতে পারবেন? প্রশ্ন সেখানেও।

শ্রেয়স আইয়ার আর নেই কেকেআরে। নেই গৌতম গম্ভীরও। এই জুটির মস্তিস্কে চব্বিশের আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা। এ কথা অস্বীকার করার জায়গা নেই। ২০১৪ সালের পর দীর্ঘ ১০ বছর লেগে গিয়েছিল কেকেআরের সোনার সময় আসতে। গৌতম ও শ্রেয়সের মধ্যে সেই বিষয়টা ছিল, যেখানে টিম কোনও ম্যাচ হারলে তাঁরা দলের প্লেয়ারদের ঘুরে দাঁড়ানোর বার্তা দিতেন। আরও ভালো করে বললে দলের মুখ ছিলেন গম্ভীর-শ্রেয়সরা। এখন যে টিম তৈরি হল কেকেআরের, সেখানে মুখ কে? উত্তরের জন্য যথেষ্ট বেগ পেতে হবে।

কলকাতা এক আইয়ারকে ছেড়ে আর এক আইয়ারকে নিলাম থেকে প্রচুর দামে কিনেছে। ২৩.৭৫ কোটি টাকায় ভেঙ্কটেশ আইয়ারকে কেকেআর কেনার পর বলা হচ্ছে তিনিই হতে চলেছেন তিন বারের চ্যাম্পিয়নদের নতুন ক্যাপ্টেন। কিন্তু তাঁর মধ্যে কি শো স্টপার হওয়ার স্পার্কটা রয়েছে? প্রশ্ন আছে সেখানেও। ঋষভ পন্থ, লোকেশ রাহুলকে কেকেআর নিলেও একটা আলাদা বিষয় হত। তাঁদের মধ্যে সেই বিষয়টা রয়েছে যে, টিম হারলে তাঁরা ঘুরো দাঁড়ানোর আস্থা দেখাবেন। ডোয়েন ব্র্যাভোকে এ বার কেকেআরের মেন্টরের দায়িত্বে দেখা যাবে। কিন্তু গম্ভীরের মধ্যে যে বিষয়টা ছিল, তা নেই ব্র্যাভোর। নিঃসন্দেহে তিনি কিংবদন্তি ক্রিকেটার। কিন্তু দলের মুখ হিসেবে ব্র্যাভোর কথা অনেকেই ভাববেন না।

আইপিএল-২০২৫ মেগা নিলামের আগে ৬ জন ক্রিকেটারকে রিটেন করেছিল কেকেআর। এক ঝলকে দেখে নিন পঁচিশের আইপিএলের মেগা নিলামের আগে কোন কোন ক্রিকেটারকে রিটেন করেছিল কলকাতা নাইট রাইডার্স —

রিঙ্কু সিং (১৩ কোটি), বরুণ চক্রবর্তী (১২ কোটি), সুনীল নারিন (১২ কোটি), আন্দ্রে রাসেল (১২ কোটি), হর্ষিত রানা (৪ কোটি) ও রমনদীপ সিং (৪ কোটি)।

জেড্ডায় হওয়া আইপিএলের মেগা নিলাম থেকে যে ক্রিকেটারদের কিনল কলকাতা নাইট রাইডার্স, রইল পুরো তালিকা —

  1. ভেঙ্কটেশ আইআর (ক্যাপড), বেস প্রাইস – ২ কোটি। নিলামে দর পেলেন – ২৩ কোটি ৭৫ লক্ষ।
  2. অনরিখ নর্টজে (বিদেশি) (ক্যাপড), বেস প্রাইস – ২ কোটি। নিলামে দর পেলেন – ৬ কোটি ৫০ লক্ষ।
  3. কুইন্টন ডি’কক (বিদেশি) (ক্যাপড),  বেস প্রাইস – ২ কোটি। নিলামে দর পেলেন – ৩ কোটি ৬০ লক্ষ।
  4. অংকৃষ রঘুবংশী (আনক্যাপড), বেস প্রাইস – ৩০ লক্ষ। নিলামে দর পেলেন – ৩ কোটি।
  5. স্পেনসর জনসন (বিদেশি) (ক্যাপড), বেস প্রাইস – ২ কোটি। নিলামে দর পেলেন ২ কোটি ৮০ লক্ষ।
  6. রহমানুল্লাহ গুরবাজ (বিদেশি) (ক্যাপড), বেস প্রাইস – ২ কোটি। নিলামে দর পেলেন – ২ কোটি।
  7. বৈভব অরোরা (আনক্যাপড), বেস প্রাইস – ৩০ লক্ষ। নিলামে দর পেলেন – ১ কোটি ৮০ লক্ষ।
  8. রোভম্যান পাওয়েল (বিদেশি) (ক্যাপড), বেস প্রাইস – ১ কোটি ৫০ লক্ষ। নিলামে দর পেলেন – ১ কোটি ৫০ লক্ষ।
  9. মনীশ পান্ডে (ক্যাপড), বেস প্রাইস – ৭৫ লক্ষ। নিলামে দর পেলেন – ৭৫ লক্ষ।
  10. মায়াঙ্ক মার্কন্ডেয় (আনক্যাপড), বেস প্রাইস – ৩০ লক্ষ। নিলামে দর পেলেন – ৩০ লক্ষ।
  11. লভনীথ সিসৌদিয়া (আনক্যাপড), বেস প্রাইস – ৩০ লক্ষ। নিলামে দর পেলেন – ৩০ লক্ষ।
  12. অজিঙ্ক রাহানে (ক্যাপড), বেস প্রাইস – ১ কোটি ৫০ লক্ষ। নিলামে দর পেলেন – ১ কোটি ৫০ লক্ষ।
  13. অনুকূল রায় (আনক্যাপড), বেস প্রাইস – ৩০ লক্ষ। নিলামে দর পেলেন – ৪০ লক্ষ।
  14. মইন আলি (ক্যাপড), বেস প্রাইস – ২ কোটি। নিলামে দর পেলেন – ২ কোটি।
  15. উমরান মালিক (ক্যাপড), বেস প্রাইস – ৭৫ লক্ষ। নিলামে দর পেলেন – ৭৫ লক্ষ।

 

Next Article