AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2024: নারিন-রাসেলদের সঙ্গে KKR ড্রেসিংরুমে যা হল, ফিরল BPL এর স্মৃতি

KKR, Watch Video: নাইটরা চ্যাম্পিয়ন হওয়ার পর কেকেআরের সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। তার মধ্যে আন্দ্রে রাসেল (Andre Russell) ও সুনীল নারিনের (Sunil Narine) এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যা দেখে ফিরল বাংলাদেশ প্রিমিয়ার লিগের স্মৃতি।

IPL 2024: নারিন-রাসেলদের সঙ্গে KKR ড্রেসিংরুমে যা হল, ফিরল BPL এর স্মৃতি
নারিন-রাসেলদের সঙ্গে KKR ড্রেসিংরুমে যা হল, ফিরল BPL এর স্মৃতি
Follow Us:
| Updated on: May 27, 2024 | 11:57 PM

কলকাতা: কে বলে সুনীল নারিন হাসেন না? পরিস্থিতি তেমন হলে তিনিও মন খুলে হাসেন। রবিবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। তারপর মন খুলে হেসেছেন সকল নাইট। সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে তৃতীয় আইপিএল ট্রফি জিতেছে কলকাতা নাইট রাইডার্স। রবিবাক থেকে নাইট শিবিরে চলছে উৎসব। আর এই উৎসবই কাঙ্খিত ছিল। ১০ বছর আগে গৌতম গম্ভীরের নেতৃত্বে শেষ বার আইপিএল জিতেছিল কেকেআর। এ বার তিনি নাইটদের মেন্টর। তিনি ফিরতেই বেগুনি-সোনালি জার্সিধারীরা ফের আইপিএল জয়ের স্বাদ পেয়েছেন। কেকেআরের সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। তার মধ্যে আন্দ্রে রাসেল (Andre Russell) ও সুনীল নারিনের (Sunil Narine) এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যা দেখে ফিরল বাংলাদেশ প্রিমিয়ার লিগের স্মৃতি।

নারিন-রাসেলদের সঙ্গে কী এমন হল কেকেআরের ড্রেসিংরুমে যাতে, ফিরল বিপিএলের স্মৃতি? আসলে ২০২৩ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেই টিমের সদস্য ছিলেন আন্দ্রে রাসেল, সুনীল নারিনরা। সেখানে এক বাংলাদেশের রিপোর্টার জগাখিচুড়ি ইংরেজিতে প্রশ্ন করেন আন্দ্রে রাসেল-সুনিল নারিনদের। ওই রিপোর্টারের প্রশ্ন ছিল, ‘ফাইনাল ম্যাচ ইয়োর পারফর্ম হোয়াট হ্যাপেনিং?’ হয়তো তিনি বলতে চেয়েছিলেন, ফাইনাল ম্যাচে নিজের পারফরম্যান্স নিয়ে কী বলবেন? কিন্তু তা না বলায় রাসেল-নারিনরা কোনও উত্তর দিতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছিল।

এ বার ১৭তম আইপিএলে সেই স্মৃতি ফিরল ফাইনালের পর। কেকেআরের ড্রেসিংরুমে নারিন এবং রাসেলকে একই প্রশ্ন করা হয়। ওই ভাঙা ইংরেজিতে। যা শুনে তাঁদের মনে পড়ে যায় বিপিএলের ঘটনা। হেসে লুটিয়ে পড়েন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো এখন ছড়িয়ে পড়েছে।