KKR, IPL 2024: গম্ভীর পথ দেখিয়েছেন, শ্রেয়স ট্রফি জিতিয়েছেন? KKR মেন্টরের ইঙ্গিতপূর্ণ পোস্ট…
Gautam Gambhir: নাইটদের মেন্টর হয়ে ফিরে দলকে চ্যাম্পিয়ন বানাতে বিরাট ভূমিকা নিয়েছেন গৌতম গম্ভীর। বেগুনি শিবিরে ফিরে প্রথম দিন থেকে যে স্বপ্ন দেখার সাহস দেখিয়েছিলেন গৌতম গম্ভীর, সত্যের পথে পরিশ্রম করে সেই লক্ষ্য পূরণ করেছেন নাইটরা।

কলকাতা: স্বপ্ন দেখার সাহস… কেকেআর (KKR) আইপিএল (IPL) চ্যাম্পিয়ন হওয়ার পর তিন শব্দের এই বার্তা দিয়েছেন গৌতম গম্ভীর। তিনি নিজে মাঠে নামেননি। কিন্তু কেকেআর টিমটাকে জেতার জন্য বারুদ ভরেছিলেন। সেই বারুদই জ্বলে ওঠায় এসেছে নাইট শিবিরে তৃতীয় আইপিএল খেতাব। গৌতম গম্ভীর (Gautam Gambhir) মনে মনে ভীষণ খুশি। সেই খুশির ঝলক তাঁর মুখেও ফুটে উঠেছে রবি-রাতে। নাইটদের মেন্টর হয়ে ফিরে দলকে চ্যাম্পিয়ন বানাতে বিরাট ভূমিকা নিয়েছেন গৌতম গম্ভীর। বেগুনি শিবিরে ফিরে প্রথম দিন থেকে যে স্বপ্ন দেখার সাহস দেখিয়েছিলেন গৌতম গম্ভীর, সত্যের পথে পরিশ্রম করে সেই লক্ষ্য পূরণ করেছেন নাইটরা।
২৬ মে রবিবার কেকেআর হায়দরাবাদকে হারিয়ে তৃতীয় বার আইপিএল ট্রফি জিতেছে। স্বাভাবিক ভাবেই ম্যাচের শেষে নাইট ড্রেসিংরুমে সেলিব্রেশন হয়েছে। এবং টিম হোটেলে ফেরার পরও উৎসব হয়েছে। রবিবার ভোর রাতে সোশ্যাল মিডিয়া সাইট X এ একটি বার্তা দিয়েছেন কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর। যেখানে লেখা, ‘যাঁর মতি এবং গতি সত্যের সঙ্গে, তাঁর রথ আজও শ্রী কৃষ্ণ চালান।’ এক দু-রকম ইঙ্গিত হতে পারে। এক, শ্লোক। দুই, মেন্টর গম্ভীর কৃষ্ণ এবং শ্রেয়স অর্জুন। গম্ভীর পথ দেখিয়েছেন, আরে শ্রেয়স এবং টিম আইপিএল ট্রফি জিতিয়েছেন।
“जिसकी मति और गति सत्य की हो, उसका रथ आज भी श्री कृष्ण चलाते हैं”
— Gautam Gambhir (Modi Ka Parivar) (@GautamGambhir) May 26, 2024
সোশ্যাল মিডিয়ায় গৌতম গম্ভীরের এই পোস্ট ভাইরাল হয়েছে। অনেকের ভাবছেন, এই ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে কেকেআরের মেন্টর ঠিক কী বোঝাতে চেয়েছেন।
Dare to Dream!! 💜💜 pic.twitter.com/y43y1X3Lyc
— Gautam Gambhir (Modi Ka Parivar) (@GautamGambhir) May 27, 2024
গৌতম গম্ভীরের অধীনে কেকেআর খেতাব জিততে সফল হয়েছে। এ বার দেখার ভারতীয় টিমের হেড কোচের পদে গৌতমকে দেখা যায় কিনা। গত কয়েকদিন ধরে এই নিয়ে আলোচনা চলছে ভারতীয় ক্রিকেট মহলে। রাহুল দ্রাবিড়ের হেড কোচের মেয়াদ শেষ হচ্ছে টি-২০ বিশ্বকাপের পর। তাই এখন থেকেই ভারতীয় ক্রিকেট বোর্ড নতুন হেড কোচের সন্ধান শুরু করে দিয়েছে।





