KKR, IPL 2025: হার দিয়ে শুরু মরসুম, ফের মা কামাখ্যার শরণে রাহানেরা

Mar 26, 2025 | 4:35 PM

Watch Video: বুধ-সন্ধেয় গুয়াহাটিতে কেকেআরের ম্যাচ। এ মরসুমে এটি নাইটদের প্রথম অ্যাওয়ে ম্যাচ। বর্ষাপাড়ায় ম্যাচের আগে কামাখ্যা মন্দিরে পুজো অজিঙ্ক রাহানেদের। দেখে নিন ভিডিয়ো।

KKR, IPL 2025: হার দিয়ে শুরু মরসুম, ফের মা কামাখ্যার শরণে রাহানেরা
এই আইপিএল মরসুমে অ্যাওয়ে ম্যাচের আগে কামাখ্যা মন্দিরে পুজো রাহানেদের
Image Credit source: KKR X

Follow Us

কলকাতা: বুধ-সন্ধেয় গুয়াহাটিতে কেকেআরের ম্যাচ। এ মরসুমে এটি নাইটদের প্রথম অ্যাওয়ে ম্যাচ। বর্ষাপাড়ায় ম্যাচের আগে কামাখ্যা মন্দিরে পুজো অজিঙ্ক রাহানেদের। গত আইপিএলে গুয়াহাটিতে যখন কেকেআরের (KKR) ম্যাচ ছিল, সেই সময় কলকাতা নাইট রাইডার্সের বেশ কয়েকজন ক্রিকেটার কামাখ্যা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। পরে চ্যাম্পিয়ন হওয়ার পর ফের মা কামাখ্যার আশীর্বাদ নিতে কামাখ্যা মন্দিরে গিয়েছিলেন নাইটরা। এ বার ফের তাই মায়ের শরণে নাইট শিবির।

কেকেআরের সোশ্যাল মিডিয়া সাইটে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে, কেকেআরের ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে থেকে শুরু করে নাইট সিইও ভেঙ্কি মাইসোররা মা কামাখ্যার পুজো দিয়েছেন। কলকাতার শেয়ার করা ভিডিয়োর শুরুতেই কেকেআরের একজনকে বলতে শোনা যায়, “গুয়াহাটিতে এলে প্রথমেই মা কামাখ্যার আশীর্বাদ নিই আমরা। এ বারও অ্যাওয়ে মরসুম শুরু করার আগে কেকেআরের প্লেয়ার, সাপোর্ট স্টাফরা পৌঁছে গিয়েছে মা কামাখ্যার মন্দিরে।”

এরপর কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর জানান, টিমের অনেকেই সেখানে এসেছেন মা কামাখ্যার আশীর্বাদ নিতে। তিনি এও উল্লেখ করেন, গত মরসুমে কেকেআরের অনেক ক্রিকেটার কামাখ্যা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। এরপর নাইটরা চ্যাম্পিয়ন হওয়ার পরও ট্রফি নিয়ে মা কামাখ্যার কাছে গিয়েছিলেন ক্রিকেটাররা।

কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার পর কেকেআরের অধিনায়ক অজিঙ্ক রাহানে বলেন, “আমি আগেও বলেছি, ভারতের অন্যতম ঐশ্বরিক স্থানগুলির একটি কামাখ্যা। এখানে এলে শক্তি অনুভূত হয়। অন্তর থেকে ভালো লাগে। মায়ের দর্শন করেছি। দারুণ লাগছে।”

ওই ভিডিয়োতে দেখা যায় নাইট ক্যাপ্টেন, কেকেআরের সিইও ছাড়া মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন বরুণ চক্রবর্তী, চেতন সাকারিয়া, রমনদীপ সিংরা।