Sunil Narine: প্রথম বার ৪০০ পার! পার্টনারের প্রশংসায় পঞ্চমুখ সুনীল নারিন
IPL 2024, LSG vs KKR: কলকাতা নাইট রাইডার্সের এ মরসুমে সাফল্যের অন্যতম কারণ ওপেনিং জুটির পারফরম্যান্সই। সুনীল নারিনের ক্ষেত্রে আরও স্মরণীয় মরসুম বলা যায়। এর আগে কখনও এক মরসুমে ৪০০ রান করেননি নারিন। এ বার ইতিমধ্যেই ৪০০ পার! অরেঞ্জ ক্যাপের দৌড়েও রয়েছেন। এর আগে নিয়মিত ওপেনিংয়ে সুযোগ পাননি। এ বার সব ম্যাচেই ওপেন করছেন। ভরসাও দিচ্ছেন।
একটা সেঞ্চুরি। হাফসেঞ্চুরি ক’টা? তিনটে। যার মধ্যে দুটো ম্যাচে ৮০-র ঘরে আউট হয়েছেন। সেঞ্চুরির সংখ্যাটা তিনও হতে পারতো। ১১ ম্যাচে সব মিলিয়ে ৪৬১ রান। গড় প্রায় ৫২। স্ট্রাইকরেট প্রায় ১৮৪! তাঁর ওপেনিং সঙ্গী ফিল সল্টও বিধ্বংসী ছন্দে। অথচ এ বারের আইপিএলে খেলাই অনিশ্চিত ছিল। গত মরসুমে দিল্লি ক্যাপিটালসে ছিলেন সল্ট। তাঁকে রিটেইন করেনি দিল্লি। নিলামে কেউ নেয়নি। জেসন রয় নাম তুলে নেওয়ায় কলকাতা নাইট রাইডার্সে লাস্ট মিনিট এন্ট্রি হয়েছে।
কলকাতা নাইট রাইডার্সের এ মরসুমে সাফল্যের অন্যতম কারণ ওপেনিং জুটির পারফরম্যান্সই। সুনীল নারিনের ক্ষেত্রে আরও স্মরণীয় মরসুম বলা যায়। এর আগে কখনও এক মরসুমে ৪০০ রান করেননি নারিন। এ বার ইতিমধ্যেই ৪০০ পার! অরেঞ্জ ক্যাপের দৌড়েও রয়েছেন। এর আগে নিয়মিত ওপেনিংয়ে সুযোগ পাননি। এ বার সব ম্যাচেই ওপেন করছেন। ভরসাও দিচ্ছেন।
বোলিংয়েও কেকেআরকে ভরসা দিচ্ছেন নারিন। ১১ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন। ইকোনমি মাত্র ৬.৬১। ব্যাটিং হোক বা বোলিং, দু-ক্ষেত্রেই সঙ্গীকে বাড়তি প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন সুনীল নারিন। ব্যাটিংয়ে তাঁর সঙ্গী ফিল সল্ট। তেমনই বোলিংয়ে বরুণ চক্রবর্তী। ১১ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন। লখনউয়ের বিরুদ্ধে ম্যাচের সেরার পুরস্কার জিতে সুনীল বলছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শুরুটা ভালো হওয়া। সাপোর্ট স্টাফরা আমার উপর ভরসা রেখেছে। টুর্নামেন্টে এখনও অবধি সেই ভরসাটা দিতে পেরেছি। চেষ্টা করব টুর্নামেন্টের বাকি ম্যাচেও এই দায়িত্ব পালনের।’
রান করার পাশাপাশি বল হাতেও ধারাবাহিক। সঙ্গী স্পিনার বরুণকে প্রশংসায় ভরিয়ে নারিন বলেন, ‘বরুণের সঙ্গে আমার বোঝাপড়া দারুণ। ও উইকেট নিচ্ছে। আমি চেষ্টা করছি রান আটকানোর। বরুণই আমার কাজটা সহজ করে দিচ্ছে।’