KL Rahul: অপমানের জবাবে ‘হ্যান্ডশেক’! লখনউকে উড়িয়ে গোয়েঙ্কাকে ‘জবাব’ রাহুলের

Watch Video: পুরনো দল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৫৭ রানের অপরাজিত ইনিংস রাহুলের। সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথমে ব্যাট হাতে জবাব দিয়েছিলেন রাহুল। এরপর নিজের প্রাক্তন 'বস'-কেও দিলেন আসল জবাব।

KL Rahul: অপমানের জবাবে হ্যান্ডশেক! লখনউকে উড়িয়ে গোয়েঙ্কাকে জবাব রাহুলের
অপমানের জবাবে 'হ্যান্ডশেক'! লখনউকে উড়িয়ে গোয়েঙ্কাকে 'জবাব' রাহুলের Image Credit source: X

Apr 23, 2025 | 12:19 PM

কলকাতা: লখনউয়ের ঘরের মাঠ একানায় লোকেশ রাহুলের (KL Rahul) তাণ্ডবের সাক্ষী হয়েছেন ক্রিকেট প্রেমীরা। পুরনো দল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৫৭ রানের অপরাজিত ইনিংস রাহুলের। সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথমে ব্যাট হাতে জবাব দিয়েছিলেন রাহুল। এরপর নিজের প্রাক্তন ‘বস’-কেও দিলেন আসল জবাব। রাহুল মঙ্গলবার আইপিএলের (IPL) ম্যাচের শেষে মাঠ ছাড়ার সময় হাসিমুখে সঞ্জীব গোয়েঙ্কা হাত মেলাতে এগিয়ে আসেন। দুই দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা যখন হাত মেলাচ্ছিলেন, রাহুল বাকিদের সঙ্গে হাসিমুখেই কথা বলেন ও হাত মেলান। যেই মাত্র রাহুলের সামনে আসেন সঞ্জীব, এরপর দেখা যায় আসল টুইস্ট।

রাহুল নিয়ম মেনে সৌজন্যবোধ জানাতে লখনউয়ের মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে হাত মিলিয়েছেন। সেই ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল। কিন্তু নেটিজ়েনদের দাবি রাহুলের অভিব্যক্তি বলে দিচ্ছিল, সুযোগ থাকলে তিনি গোয়েঙ্কার সঙ্গে হাত মেলাতেন না। ভিডিয়োতে দেখা যায় সঞ্জীব কিছু বলছিলেন রাহুলকে। তবে রাহুল তাঁর সঙ্গে আর কোনও কথা না বলে এগিয়ে যান।

নিজের এই অভিব্যক্তি দিয়েই রাহুল বুঝিয়ে দিয়েছেন যে, এখনও অপমান ভোলেননি। সেই গত আইপিএলে রাহুল যখন লখনউয়ের অধিনায়ক ছিলেন, সেই সময় এক ম্যাচ হারার পর দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা প্রকাশ্যে তাঁকে ধমক দিয়েছিলেন। যা মোটেও ভালো ভাবে নেননি রাহুল। দল ছেড়েছিলেন। এ বার পুরনো দলের বিরুদ্ধে জ্বলে উঠে দেখিয়ে দিলেন কী পারেন রাহুল।