সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত। গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন লোকেশ রাহুল। কয়েকদিন বিশ্রাম নিয়েই আইপিএলে নামার কথা ছিল। গত মরশুম পর্যন্ত তিনি ছিলেন লখনউ সুপার জায়ান্টসের ক্যাপ্টেন। এবার দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছেন। প্রাক্তন দলের বিরুদ্ধেই আইপিএল অভিযান শুরুর কথা ছিল রাহুলের। বিশাখাপত্তনমে টিমের সদস্যদের সঙ্গে প্রস্তুতিও শুরু করেছিলেন। কিন্তু ম্যাচের ঠিক আগেই জানানো হয়, লোকেশ রাহুল খেলতে পারছেন না। ‘ব্যক্তিগত’ কারণে একদিন আগেই বিশাখাপত্তনম ছেড়েছিলেন রাহুল। তখন থেকেই অপেক্ষা ‘সুখবর’ -এর। একদিকে দিল্লি ক্য়াপিটালস যখন ম্যাচ খেলছে ঠিক তখনই রাহুলের সংসারে এল নতুন সদস্য। রাহুল-আথিয়ার সংসারে এল লক্ষ্মী। ফুটফুটে কন্যা সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী ও রাহুলপত্নী আথিয়া শেট্টি। সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন সেই খবর।
২০১৯ সালে ক্রিকেটার রাহুলকে মন দিয়েছিলেন বলিউড সুন্দরী আথিয়া শেট্টি। তবে নিজেরদের প্রেমকে বেশিদিন গোপনে রাখতে পারেননি তাঁরা। প্রেমে থাকতেই সোশাল মিডিয়ায় তাঁদের আদুরে মুহূর্ত তুলে ধরতেন আথিয়া ও রাহুল। তারপর ২০২৩ সালের ২৩ জানুয়ারি ছিমছাম বিয়ের অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েন রাহুল ও আথিয়া। বিয়ের ২ বছর হতেই এবার দুই থেকে তিন হলেন রাহুল ও আথিয়া। সেলেব দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছে গোটা বলিউড।