কলকাতা: আইপিএলের (IPL) বোধন আজ (শনিবার) সন্ধেয়। তার আগে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) শিবিরে বড় ধাক্কা। অক্ষর প্যাটেলের টিমের হয়ে প্রথম ২ ম্যাচে হয়তো লোকেশ রাহুলকে (KL Rahul) পাওয়া যাবে না। টিমের গোপন খবর ফাঁস করলেন অজি তারকা মিচেল স্টার্কের স্ত্রী অ্যালিসা হিলি। বিষয়টা ঠিক কী?
রাহুকে কেন দিল্লির প্রথম ২ ম্যাচে না পাওয়া যেতে পারে? শোনা যাচ্ছে, রাহুলের কোনও চোট আঘাতের সমস্যা নেই। এ ছাড়া তাঁর কোনও শারীরিক সমস্যার কথাও শোনা যায়নি। তবে তাঁর স্ত্রী আথিয়া শেট্টি আসলে সন্তানসম্ভবা। মার্চের শেষ সপ্তাহে আথিয়ার ডেলিভারি হওয়ার কথা। সেই সময় স্ত্রীর পাশে নিশ্চিতভাবে থাকতে চান রাহুল। যে কারণে দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষর কাছে তিনি ইতিমধ্যেই ছুটির আবেদন করেছেন বলেও শোনা গিয়েছে।
এরই মাঝে অস্ট্রেলিয়ান মহিলা দলের অধিনায়ক, যিনি অজি তারকা বোলার মিচেল স্টার্কের স্ত্রী সেই অ্যালিসা হিলি সম্প্রতি LiSTNR Sport ইউটিউব চ্যানেলে জানিয়েছেন, আইপিএলের শুরুর দিকে দিল্লির হয়ে রাহুলের না খেলার অনিশ্চিয়তার কথা। তিনি বলেন, “একে হ্যারি ব্রুক নেই। ওর পরিবর্তে দিল্লি কাকে খেলাবে, সেটা নিয়ে আগ্রহ রয়েছে। টিমে কেএল রাহুল রয়েছে। তবে আমার মনে হয় শুরুর দিকের প্রথম ২টো ম্যাচে ও খেলবে না। কারণ রাহুল ও তাঁর স্ত্রী আথিয়া শেট্টি তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছে। রাহুল অসাধারণ ক্রিকেটার। ও আগ্রাসী ব্যাটিং করতে পারে। রাহুল টি-২০ ক্রিকেটের জন্য উপযোগী ইনিংস খেলতে পারদর্শী। ওর পরিবর্তে কে খেলে, তা দেখার জন্য আমি আগ্রহী। বিষয়টা রোমাঞ্চকর হবে বলে মনে হচ্ছে।”
KL RAHUL set to miss first couple of matches #IPL2025 pic.twitter.com/HS7vQJbUU7
— Sanskar Gupta (@Sanskar7701) March 20, 2025
উল্লেখ্য, এ বারের আইপিএলে ২৪ মার্চ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে যাত্রা শুরু করবে দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচ রাহুলের জন্য গুরুত্বপূর্ণ ছিল। কারণ, তা তাঁর পুরনো দল। আপাতত যা পরিস্থিতি, তাতে শোনা গিয়েছে আইপিএলের শুরুর দিকে রাহুল অনিশ্চিত।
আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।