AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KL Rahul Century: ড্যাডি হান্ড্রেডের পথে লোকেশ রাহুল, রিভার্স সুইপ হতাশা শুভমনের

India vs West Indies Test: গত কয়েক বছর যে পজিশনে প্রয়োজন পড়েছে, সেখানেই ব্যাটিং করেছেন। রোহিত শর্মার অবসরের পর টেস্টে ওপেনারের জায়গা পাকা লোকেশ রাহুলের। আর এই সুযোগটা কাজে লাগাতে ভোলেননি। কেরিয়ারের ১১ নম্বর সেঞ্চুরি। কিন্তু আমেদাবাদের ইনিংসটা অন্য কারণে স্পেশাল।

KL Rahul Century: ড্যাডি হান্ড্রেডের পথে লোকেশ রাহুল, রিভার্স সুইপ হতাশা শুভমনের
Image Credit: PTI
| Updated on: Oct 03, 2025 | 12:01 PM
Share

লোকেশ রাহুল কি ছন্দে নেই? অবশ্যই রয়েছেন। ইংল্যান্ড সফরেও দুর্দান্ত পারফর্ম করেছেন। তাঁর পারফরম্যান্সগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও ভারতীয় ব্যাটিংয়ের ব্য়াকবোন বলা যায় লোকেশ রাহুলকে। আমেদাবাদ টেস্টের প্রথম ইনিংস থেকেই ভরসা দিচ্ছেন। ম্যাচের দ্বিতীয় দিন প্রথম সেশনে সেঞ্চুরি পূর্ণ করে ড্যাডি হান্ড্রেডের দিকে ভারতের এই অভিজ্ঞ ওপেনার। গত কয়েক বছর যে পজিশনে প্রয়োজন পড়েছে, সেখানেই ব্যাটিং করেছেন। রোহিত শর্মার অবসরের পর টেস্টে ওপেনারের জায়গা পাকা লোকেশ রাহুলের। আর এই সুযোগটা কাজে লাগাতে ভোলেননি। কেরিয়ারের ১১ নম্বর সেঞ্চুরি। কিন্তু আমেদাবাদের ইনিংসটা অন্য কারণে স্পেশাল।

বেশির ভাগ ব্যাটারের ক্ষেত্রে দেখা যায়, ঘরের মাঠে দুর্দান্ত খেলেন কিন্তু বিদেশের মাটিতে অচেনা পরিবেশে কঠিন সমস্যায় পড়েন। লোকেশ রাহুলের ক্ষেত্রে ঘরে বাইরে সব সমান। সুযোগ পেলে কাজে লাগানোর চেষ্টা করেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচের প্রথম দিনই ব্যাট হাতে নামতে হয়েছিল। তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল সেট হয়েও আউট হন। তিনে নামা সাই সুদর্শনও দ্রুত ফেরেন। সাইয়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউটের পরিস্থিতিতেও পড়েছিলেন রাহুল। হাফসেঞ্চুরি পেরিয়ে দিন শেষ করেছিলেন রাহুল।

আমেদাবাদের দ্বিতীয় দিন লোকেশ রাহুল ও শুভমন গিল জুটি ভারতকে লিড নিতে সাহায্য করে। ওয়েস্ট ইন্ডিজ স্পিনারদের নেগেটিভ বোলিং রান আটকায় ভারতের। লাগাতার প্য়াড লক্ষ্য করে বোলিং। লোকেশ রাহুল এবং শুভমন গিলকে রিভার্স সুইপ খেলতেও দেখা যায়। হাফসেঞ্চুরির পর রিভার্স সুইপ খেলতে গিয়েই স্লিপে ক্য়াচ। লাঞ্চ ব্রেকের আগেই ফেরেন শুভমন গিল। লোকেশ রাহুল আর রিভার্স সুইপের পথে হাঁটেননি। সিঙ্গল-ডাবলসে মন দেন। ১৯০ বলে সেঞ্চুরি।

ঘরের মাঠে দীর্ঘ ৯ বছর বা আরও নির্দিষ্ট করে বললে ৩২২১ দিন পর টেস্ট সেঞ্চুরি লোকেশ রাহুলের ব্যাটে। যে ভাবে এগোচ্ছেন তাতে সেঞ্চুরিটা আরও বড় হতে পারে। সেঞ্চুরির পর সিটি বাজানোর ভঙ্গিতে সেলিব্রেট করতে দেখা যায় লোকেশ রাহুলকে। আবার সেটি সদ্যোজাত কন্যার জন্য সেলিব্রেশন কি না, তা নিয়েও আলোচনা চলছে। গ্যালারিতে ইতিমধ্যেই রাহুলের কাছে ডাবল সেঞ্চুরির দাবি রেখে পোস্টার। সেই দাবি পূরণের জন্য আরও একটা সেশন জিততে হবে রাহুলকে।