কলকাতা: ভারতীয় ক্রিকেট মহলে কান পাতলে আগামী আইপিএলের নিলাম (IPL Auction) নিয়ে নানা খবর শোনা যাচ্ছে। একাধিক তারকা ক্রিকেটারের দল বদলে যেতে পারে বলেও গুঞ্জন। এরই মাঝে আচমকাই কলকাতায় লোকেশ রাহুল (KL Rahul)। আইপিএল-২০২৫ (IPL) এর নিলামের আগে লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে শহরে এসে দেখা করলেন তিনি। এ বছরের মে মাসে আইপিএলের সময় লখনউ এক ম্যাচে হারার পর রাহুলকে প্রকাশ্যে ধমক দিয়েছিলেন লখনউয়ের মালিক। তারপর তাঁদের এই প্রথম সাক্ষাৎ।
ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, আলিপুরে সঞ্জীব গোয়েঙ্কার অফিসে এক মিটিং হয়েছে। প্রায় এক ঘণ্টার ওই মিটিংয়ে গোয়েঙ্কা ও রাহুলের আসন্ন আইপিএলের নিলাম নিয়ে কথাবার্তা হয়েছে। দলে কাদের রিটেন করা হবে, সেই সংক্রান্ত আলোচনাও হয়েছে বলে মনে করা হচ্ছে।
বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছে আরসিবিতে ফিরতে পারেন লোকেশ রাহুল। কিন্তু তিনি হঠাৎ করেই লখনউয়ের মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে বৈঠক করায়, অনেকে মনে করছেন পঁচিশের আইপিএলের জন্য রাহুলকে রিটেন করবে এলএসজি। সত্যিই ক্যাপ্টেন রাহুলকে লখনউ রিটেন করবে কিনা, তা হয়তো কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে।
KL Rahul met Sanjeev Goenka in Kolkata.
– Lucknow Supergiants eager to retain KL for IPL 2025. (Cricbuzz). pic.twitter.com/PEjFAI08fh
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 26, 2024
২০২৪ এর আইপিএল শেষ হওয়ার আগেই রাহুলের অনুরাগীরা দাবি তুলেছিলেন, যে তাঁর লখনউ সুপার জায়ান্টসে আগামী বছর খেলা উচিত নয়। কারণ, ১৭তম আইপিএলে লখনউ ৮ মে-তে এক ম্যাচ হারার ফলে প্রকাশ্যে মাঠে ক্যাপ্টেন রাহুলকে ধমক দিয়েছিলেন সঞ্জীব। সেই ভিডিয়ো নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে তোলপাড় হয়েছিল। এ বার দেখার পঁচিশের আইপিএলের আগে লখনউ তাদের ক্যাপ্টেনকে ধরে রাখে কিনা।