AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ajinkya Rahane: প্রতিবেশী থেকে জীবনসঙ্গী! রাহানে-রাধিকা ‘মেড ফর ইচ আদার’

কেকেআরের অধিনায়ক অজিঙ্ক রাহানেকে দেখে অনেকেই ভাবেন তিনি বেশি রোম্যান্টিক নন। তেমনটা মোটেও নয়। ছেলেবেলা থেকেই চুটিয়ে প্রেম করেছেন। তাও আবার পাশের বাড়ির মেয়ের সঙ্গে।

Ajinkya Rahane: প্রতিবেশী থেকে জীবনসঙ্গী! রাহানে-রাধিকা 'মেড ফর ইচ আদার'
প্রতিবেশী থেকে জীবনসঙ্গী! রাহানে-রাধিকা 'মেড ফর ইচ আদার'
| Updated on: Apr 21, 2025 | 10:00 AM
Share

কহেতে হ্যায় অগর কিসি চিজ কো দিল সে চাহো তো… পরের লাইনটা নিশ্চয়ই মনে আছে! দুনিয়ায় এমন কিছু হয়তো নেই, মন থেকে যা চাইলে পাওয়া যায় না। অনেকে বলেন ছেলেবেলার প্রেম টেকে না। এ কথা যে ভুল, তার অন্যতম প্রমাণ মাঝে মাঝেই মেলে। আজ আপনাদের জানাই, ভারতের এক সিনিয়র তারকা ক্রিকেটারের গল্প। তাঁর জীবন সিনেমার চেয়ে কম নয়। সেই ছেলেবেলায় যাঁকে মন দিয়ে বসেছিলেন, তাঁকেই জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন। কথা হচ্ছে কেকেআরের অধিনায়ক অজিঙ্ক রাহানেকে নিয়ে।

রাহানেকে দেখে অনেকেই ভাবেন তিনি বেশি রোম্যান্টিক নন। তেমনটা মোটেও নয়। ছেলেবেলা থেকেই চুটিয়ে প্রেম করেছেন। আর যাঁর সঙ্গে প্রথম প্রেম, তাঁকেই জীবনসঙ্গীও বানিয়েছেন। স্কুলে পড়ার সময় থেকে একে অপরকে চেনেন অজিঙ্ক রাহানে এবং রাধিকা ধোপাবকর। ছেলেবেলায় তাঁরা একে অপরের প্রতিবেশীও ছিলেন। আসলে রাধিকার পরিবার একসময় পুনে ছেড়ে মুম্বইতে এসে থাকতে শুরু করেন। সেই সময় রাহানের পাশের বাড়িতেই ওঠেন রাধিকা ও তাঁর পরিবারের সদস্যরা। প্রথমে রাহানের বোনের বন্ধু হয়ে ওঠেন রাধিকা। এরপর সময় যত এগোতে থাকে, রাধিকা এবং রাহানের বন্ধুত্বের সম্পর্ক মজবুত হতে থাকে।

প্রথমে রাহানে ও রাধিকা ভালো বন্ধু ছিলেন। পরিকল্পনা করে বোনের বন্ধুর সঙ্গে কথা বলা বাড়াননি রাহানে। সময় যত এগিয়েছে তাঁদের বন্ধন মজবুত হয়েছে। পরবর্তীতে তাঁরা একে অপরকে আরও বেশি চিনতে শুরু করেন। তাঁদের সম্পর্ক অন্য মোড় নিতে শুরু করে। কলেজে ওঠার পর তাঁরা দু’জন কলেজ বাঙ্ক করে সিনেমা দেখতে যেতেন। মাঝে মাঝে পার্কেও বেড়াতে যেতেন। একটা সময়ের পর রাহানে ও রাধিকা ঠিক করেন সারাজীবন একসঙ্গে থাকবেন। পরিবার খুব একটা বাধা দেয়নি তাঁদের সম্পর্কে। তাই বলা যায়, আবার সেই শুরুর কথাটা। ‘কহেতে হ্যায় অগর কিসি চিজ কো দিল সে চাহো তো…’, এ বার পরের লাইনটা মেলানোর পালা, ‘পুরি কায়নাত উসসে তুমসে মিলানে কি কোসিশ মে লাগ জাতে হে’। ঠিক যেভাবে রাহানে ও রাধিকা হয়ে ওঠেন মেড ফর ইচ আদার।

২০১৪ সালে রাহানে-রাধিকার বিয়ে। তাঁদের বিয়ের এক মজার গল্প রয়েছে। এক সাক্ষাৎকারে কেকেআরের অধিনায়ক জানান, তিনি নিজের বিয়ের জন্য পোশাক কেনার সময় পাননি। তাই বিয়ের দিন শার্ট প্যান্ট পরে হাজির হয়েছিলেন। যা দেখে রাধিকা এবং তাঁর পরিবারের সকলে অবাক হয়ে গিয়েছিলেন। আর রাধিকা তাঁর উপর রেগে অগ্নিশর্মা হয়েছিলেন। পরে রাহানে নিজের ভুল বুঝতে পেরেছিলেন। পরবর্তীতে তিনি স্বীকারও করে নেন তাঁর জীবনে করা সবচেয়ে বড় ভুল এটিই। এখন রাহানে ও রাধিকার ২ সন্তানকে নিয়ে সুখের সংসার। ২০১৯ সালে তাঁদের প্রথম কন্যাসন্তান আর্যার জন্ম। এরপর ২০২২ সালের অক্টোবরে তাঁদের দ্বিতীয় সন্তানের জন্ম। ছেলের নাম তাঁরা রেখেছেন রাঘব।