AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025 Champion RCB: সেলিব্রেশনে মৃত্যুমিছিল, কী বলছেন কেকেআরের চ্যাম্পিয়ন ক্রিকেটাররা

Royal Challengers Bengaluru Victory Celebration: বোর্ড কর্তারা বলেছিলেন, সঠিক পরিকল্পনার অভাব। এর আগেও তো অনেক টিম চ্যাম্পিয়ন হয়েছে, সেলিব্রেশনও। আইপিএলে তিন বার ট্রফি জিতেছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম দু-বার কেকেআরের চ্যাম্পিয়ন টিমে ছিলেন বাংলার দুই ক্রিকেটারও।

IPL 2025 Champion RCB: সেলিব্রেশনে মৃত্যুমিছিল, কী বলছেন কেকেআরের চ্যাম্পিয়ন ক্রিকেটাররা
Image Credit: Prateek Choudhury /HT via Getty Images
| Edited By: | Updated on: Jun 05, 2025 | 4:52 PM
Share

বিজয় উৎসব পরিণত হল মৃত্যু মিছিলে। প্রথম বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি। বিরাট কোহলিদের ট্রফি প্যারেড দেখতে বেঙ্গালুরুর রাস্তায় জনসমুদ্র। ভিড় সামাল দিতে ব্যর্থ প্রশাসন। পুলিশের লাঠিচার্জ আর তাতেই চূড়ান্ত বিশৃঙ্খলা। এদিক ওদিক ছুটে বেড়াতে থাকলেন উৎসুক জনতা। পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের। আহত আরও অনেকে। মৃতদের মধ্যে ৫ জন মহিলা ও ৫ জন পুরুষ। একজনের বয়স ১৩। রয়েছে ১৭, ১৯, ২০ বছরের অনেকে।

চিন্নাস্বামী স্টেডিয়ামের ভেতরে চলল কোহলিদের সেলিব্রেশন আর বাইরে মৃত্যু মিছিল। প্রশাসন নির্বাক। প্রশ্ন উঠছে, স্থানীয় পুলিশ রাজি না থাকা সত্ত্বেও কিভাবে এই বিরাট শোভাযাত্রার ঝুঁকি নেওয়া হল? কর্নাটক সরকারের নিন্দা সর্বত্র। মৃতদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে আরসিবি ও কর্ণাটক ক্রিকেট সংস্থার।

বোর্ড কর্তারা বলেছিলেন, সঠিক পরিকল্পনার অভাব। এর আগেও তো অনেক টিম চ্যাম্পিয়ন হয়েছে, সেলিব্রেশনও। আইপিএলে তিন বার ট্রফি জিতেছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম দু-বার কেকেআরের চ্যাম্পিয়ন টিমে ছিলেন বাংলার দুই ক্রিকেটারও। ২০১২ আর ২০১৪ সালে দু’বার আইপিএল চ্যাম্পিয়ন হয় কলকাতা নাইট রাইডার্স। গম্ভীরের নেতৃত্বাধীন সেই কেকেআরকে বরণ করতেও কলকাতার রাস্তা জনসমুদ্রে পরিণত হয়। ২০১২-তে হাজরা থেকে হুড খোলা বাসে ইডেন পর্যন্ত ট্রফি শোভাযাত্রা করে শাহরুখ খানের দল। নাইট রাইডার্সের প্রাক্তন দুই বঙ্গসন্তানও ছিলেন ওই দলে।

বাংলার প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ার বলেন, ‘গত কাল যা হয়েছে, খুবই দুঃখজনক। ক্রিকেট প্রেমী, এরকম লয়্যাল ফ্যান তাঁরা মাঠে যাবে, সেলিব্রেশনে অংশ নেবে একটা ভালো সময় কাটিয়ে ফিরবে। কখনও ভাবেনি তাদেরকে প্রাণ হারাতে হবে। সেই ছবি, দৃশ্যগুলো দেখে খুবই খারাপ লাগছে। সেটা ভোলা সম্ভব নয়। একদিকে সেলিব্রেশন হচ্ছে, আর অনেকের মৃত্যু হয়েছে, আহত হয়েছে। আমার মনে হয়, কয়েকটা দিন অপেক্ষা করে সঠিক পরিকল্পনা করে অনুষ্ঠানটা করতে পারত। যেটুকু সংবাদমাধ্যমে জানতে পারছি, পুলিশ নাকি অনুমতি দেয়নি। আরসিবি জোর করে এই সেলিব্রেশনটা কালই করতে চেয়েছিল। কে সত্যি বলছে বা মিথ্যে, তা জানি না। যাই হোক না কেন, ১১ জনকে প্রাণ হারাতে হয়েছে।’

মনোজ তিওয়ারি আরও যোগ করেন, ‘কলকাতা যখন প্রথম চ্যাম্পিয়ন হল, আমরা দু-দিন অপেক্ষা করে সেলিব্রেট করেছি। ওপেন বাস প্যারেড হয়েছিল, মুখ্যমন্ত্রী এসেছিলেন। ইডেনে অনুষ্ঠান হয়েছিল। আমার মনে হয়, এই দায়টা সকলের। সেটা আরসিবি টিম ম্যানেজমেন্ট হোক বা প্রশাসন। যারা এই দায়িত্বে ছিল, প্রত্যেকেরই এই ঘটনার দায় রয়েছে। একটা সেলিব্রেশনে গিয়ে মানুষ প্রাণ হারাবে, একসঙ্গে সেলিব্রেশন চলবে, সেটা দেখতে পারছি না।’

বাংলার আর এক প্রাক্তন ক্রিকেটার তথা কেকেআরের চ্যাম্পিয়ন টিমের সদস্য লক্ষ্মীরতন শুক্লা বলেন, ‘একজন ক্রিকেটার এবং দর্শক হিসেবে খুবই খারাপ লাগছে। আমার মনে হয়, আরসিবি ক্রিকেটারদেরও খারাপ লেগেছে। বিরাট কোহলি প্রথম বার আইপিএল ট্রফি জিতেছে। উন্মাদনা যেভাবে শেষ হল, তা খুবই খারাপ। সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করবে এটাই স্বাভাবিক। নিরাপত্তা আরও টাইট থাকা উচিত ছিল। আমরা যখন ২০১২ সালে চ্যাম্পিয়ন হলাম, মুখ্যমন্ত্রী খুব ভালোভাবে এটা পরিকল্পনা করেছিলেন, পুলিশ খুব ভালো কাজ করেছে, শাহরুখ খান, জিৎ-এর মতো আরও অনেক সেলিব্রিটি ছিলেন। ক্রীড়ামন্ত্রীও ছিলেন। কোনও অভিযোগ করছি না, তবে আমার মনে হয় এটা শিক্ষা দিয়ে গেল, আগে নিরাপত্তা ব্যবস্থা দেখে নেওয়া উচিত ছিল। কারণ, কোনও সেলিব্রেশনে কেউ প্রাণ হারাক কখনও চাই না। খুবই দুঃজনক। ভগবান না করুক, এরকম ঘটনা যেন আরও কখনও না ঘটে।’

কেকেআরের প্রথম দু-বার চ্যাম্পিয়ন হওয়ার ঘটনার সময় বাংলা ক্রিকেট সংস্থার যুগ্মসচিব পদে থাকা বিশ্বরূপ দে বলেন, ‘কেকেআরের ওই ট্রফি জয়ের সেলিব্রেশন হয়েছিল ক্রিকেটের নন্দনকাননে। ২০১২ তেও । উপচে পড়া জনস্রোত হয়েছিল ক্রিকেটের নন্দনকাননে। বড় দুর্ঘটনা না ঘটলেও, ওই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ২০১৪ তে গেট পাসের ব্যবস্থা করেছিল সিএবি।’