AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025, KKR: ঘরের মাঠেই বঞ্চিত কেকেআর, তবু বদলাবে না ইডেনের বাইশ গজ!

IPL 2025, KKR EDEN GARDENS: মুখ খুলেছেন প্রাক্তন প্লেয়াররা। কিন্তু নিজের অবস্থান থেকে বিন্দুমাত্র সরতে নারাজ ইডেনের পিচ কিউরেটর। যতই ক্ষোভ উগড়ে দিক, কেকেআর ইডেনে পাবে না তাদের মনপসন্দ পিচ।

IPL 2025, KKR: ঘরের মাঠেই বঞ্চিত কেকেআর, তবু বদলাবে না ইডেনের বাইশ গজ!
Image Credit: PTI FILE
| Updated on: Mar 28, 2025 | 4:58 PM
Share

কলকাতা: ইডেনের পিচে কোনও বদল হবে না, জানিয়ে দিলেন পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়। ঘরের মাঠের সুবিধা থেকে বঞ্চিত কলকাতা নাইট রাইডার্স। আরসিবির কাছে প্রথম ম্যাচ হারের পর এমনই দাবি উঠেছিল। স্পিন সহায়ক উইকেট হলে আইপিএলের শুরুতেই কেকেআরকে হয়তো হারতে হত না। তা নিয়ে যথেষ্ট ক্ষোভের মুখে পড়েছেন পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়। এই নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন প্লেয়াররা। কিন্তু নিজের অবস্থান থেকে বিন্দুমাত্র সরতে নারাজ ইডেনের পিচ কিউরেটর। যতই ক্ষোভ উগড়ে দিক, কেকেআর ইডেনে পাবে না তাদের মনপসন্দ পিচ।

বিরাট কোহলির টিমের বিরুদ্ধে কার্যত একতরফা হারতে হয়েছিল নাইটদের। বিরাট হাফসেঞ্চুরি করে জেতান আরসিবিকে। দুই স্পিনার সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী থাকা সত্ত্বেও কাজে লাগেনি। দুই কার্যকর স্পিনার থাকা সত্ত্বেও যদি বাইশ গজ স্পোর্টিং হয়, তাতে লাভ কী? এই প্রশ্ন অনেকেই তুলেছেন। কেকেআর ম্যানেজমেন্টও এই বিষয়ে অভিযোগ তুলেছিল। শোনা গিয়েছিল, ইডনের পিচ নিয়ে টিম ম্যানেজমেন্ট না-খুশ। এই প্রসঙ্গে প্রাক্তন কিউই পেসার সাইমন ডুল বলেছিলেন, “এই সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত নিজেদের হোম ম্যাচ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া উচিত কেকেআর মানেজমেন্টের। তারা এই স্টেডিয়াম ব্যবহারের জন্য অর্থ দিয়ে থাকে, তাদের সম্পূর্ণ অধিকার আছে সেই মাঠে কী রকম পিচ হবে, তা নির্ধারণ করার।” ডুল পিচ কিউরেটর সুজনকে ইঙ্গিত করে বলেন, “কেকেআরকে পরামর্শ দেওয়া ওঁর কাজ নয়। উনি এর জন্য টাকা পান না।”

ক্রিকেট ধারাভাষ্যকার হর্ষ ভোগলে এই প্রসঙ্গে ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “নাইট অধিনায়ক এমন পিচ চায়, যেখানে স্পিনাররা সুবিধা পাবে। সেটা পিচ কিউরেটরের বোঝা উচিত। যখন রাজস্থান নিজের ঘরের মাঠে খেলে, তখন ওরাও কিন্তু বোলারদের কথা ভেবেই পিচ চায়। আমি যদি কেকেআর দলের সঙ্গে থাকতাম, আমিও চূড়ান্ত অখুশি হতাম। ঘরের মাঠের সুবিধা সব দলেরই পাওয়া উচিত। ঘরের মাঠের ম্যাচগুলিতে যদি জয় না তুলতে পারে, তবে অ্যাওয়ে ম্যাচগুলো কঠিন হয়ে যায় সেই দলের জন্য।”