RCB vs MI, IPL 2025: ‘পান্ডিয়াকে’ হারতেই হত! ভাই হার্দিকের টিমকে হারিয়ে বললেন ক্রুণাল

Hardik-Krunal: ২২ গজের লড়াই মাঠেই সীমাবদ্ধ। ২২ গজে পা দিলেই দাদা-ভাই হয়ে যান প্রতিপক্ষ। হার্দিক ও ক্রুণাল তেমনই।

RCB vs MI, IPL 2025: পান্ডিয়াকে হারতেই হত! ভাই হার্দিকের টিমকে হারিয়ে বললেন ক্রুণাল
'পান্ডিয়াকে' হারতেই হত! ভাই হার্দিকের টিমকে হারিয়ে বললেন ক্রুণালImage Credit source: PTI

Apr 08, 2025 | 1:32 PM

কলকাতা: ওয়াংখেড়েতে বিরাট কোহলিদের মুখে চওড়া হাসি ফুটেছে। ঐতিহাসিক ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) ম্যাচে আরও একটা দ্বৈরথ ছিল। আর সেটি দাদা-ভাইয়ের। মুম্বই ইন্ডিয়ান্সের ক্য়াপ্টেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। আরসিবির অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া তাঁর দাদা। ওয়াংখেড়েতে দুর্দান্ত ব্যাটিং করেন এমআই নেতা হার্দিক। ক্যাপ্টেন শুধু নয়, ব্যাটিংয়ে মরিয়া চেষ্টা করলেও দলকে জেতাতে পারেননি। অন্য দিকে, হার্দিকের দাদা ক্রুনাল পান্ডিয়া (Krunal Pandya) ৪ উইকেট নিয়ে আরসিবির জয়ের অন্যতম নায়ক। ভাইয়ের জন্য় কষ্ট হচ্ছে ক্রুনালের? হেসে জবাব দেন, হার্দিক দুর্দান্ত ব্যাটিং করেছে। আর এই লড়াইয়ে কোনও একজন পান্ডিয়াকে তো হারতেই হত!

২২ গজের লড়াই মাঠেই সীমাবদ্ধ। ২২ গজে পা দিলেই দাদা-ভাই হয়ে যান প্রতিপক্ষ। হার্দিক ও ক্রুণাল তেমনই। ওয়াংখেড়েতে সোমবার রাতে ম্যাচের শেষে কথা বলতে দেখা যায় পান্ডিয়া ব্রাদার্সদের। সেই ভিডিয়ো নেটদুনিয়ায় ভাইরাল। যেখানে দুই ভাইয়ের বন্ডিং বেশ চোখে পড়ার মতো। ম্যাচের শেষে ক্রুণাল বলেন, “হার্দিক ও আমার বন্ডিংটা মজবুত। আমরা জানি কোনও একজন পান্ডিয়ায় জিতবে। আমরা নিঃস্বার্থভাবে ভালোবাসি। ও অসাধারণ ব্যাটিং করেছে। কিন্তু আমাদের দল জিতেছে। এই জয়টা বেশ গুরুত্বপূর্ণ।”

চলতি আইপিএলে উইকেটের নিরিখে দাদা ক্রুণালের চেয়ে এগিয়ে হার্দিক। এ মরসুমে ক্রুণাল ৪টি ম্যাচে ৭ উইকেট নিয়েছেন। অপরদিকে হার্দিক ৪ ম্যাচে ১০ উইকেটের মালিক। উল্লেখ্য, আইপিএলে সবচেয়ে বেশি রানের দিক থেকে প্রথম কুড়িতে নেই হার্দিক-ক্রুণালরা।