Kuldeep Yadav: হাঁটুতে অস্ত্রোপচার কুলদীপের, ঘরোয়া ক্রিকেটে নেই দীর্ঘদিন

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Sanghamitra Chakraborty

Updated on: Sep 27, 2021 | 7:33 PM

চোটের যা হাল, তাতে মুম্বইয়ে খুব শিগগিরি অস্ত্রোপচার হবে কুলদীপের। যার পর ছ'মাস লাগতে পারে তাঁর আবার মাঠে ফিরতে।

Kuldeep Yadav: হাঁটুতে অস্ত্রোপচার কুলদীপের, ঘরোয়া ক্রিকেটে নেই দীর্ঘদিন
হাঁটুতে অস্ত্রোপচার কুলদীপের, ঘরোয়া ক্রিকেটে নেই দীর্ঘদিন (ছবি-টুইটার)

নয়াদিল্লি: হাঁটুর চোটে কেকেআর (KKR) টিম থেকে ছিটকেই গেলেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। চোটের বহর এতটাই বেশি যে, ঘরোয়া ক্রিকেট থেকেও দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হবে চায়নাম্যান বোলারকে। বাইশ গজে ফিরতে হলে তাঁকে লম্বা রিহ্যাব করতে হবে।

বিসিসিআইয়ের (BCCI) এক কর্তা বলছেন, ‘আমিরশাহিতে প্র্যাক্টিসের সময় কুলদীপ হাঁটুতে চোট পেয়েছে, সেটা আমরা শুনেছিলাম। ফিল্ডিংয়ের সময় ওর হাঁটু ঘুরে যায়। ওর চোটের হাল সত্যিই ভালো নয়। এমন পরিস্থিতিতে ওকে ফেরত দেশে পাঠানো ছাড়া আর কোনও রাস্তা ছিল না।’

চোটের যা হাল, তাতে মুম্বইয়ে খুব শিগগিরি অস্ত্রোপচার হবে কুলদীপের। যার পর ছ’মাস লাগতে পারে তাঁর আবার মাঠে ফিরতে। আর একটি সূত্র বলছেন, ‘হাঁটুতে চোট পাওয়া সব সময় খারাপ। স্বাভাবিক অবস্থায় ফিরতে, স্বাভাবিক ছন্দে হাঁটতে দীর্ঘ সময় লাগে। আর তার জন্য লম্বা ফিজিওথেরাপি লাগে। জাতীয় অ্যাকাডেমিতে সেটাই করতে হবে ওকে। যা অবস্থা, তাতে রঞ্জি ট্রফিতে ওকে পাওয়া সম্ভব নয়।’

গত দু’বছর কুলদীপের পারফরম্যান্স খুব একটা ভালো নয়। গত বার আইপিএলে (IPL) নজরকাড়া সাফল্য ছিল না। সিডনিতে পাঁচ উইকেট নেওয়ার পর আর ভারতীয় টিমে ফেরা হয়নি বাঁ হাতি স্পিনারের। টিম ম্যানেজমেন্টও আস্থা হারায় তাঁর উপর। সেই কুলদীপ এ বারও কেকেআর টিমে জায়গা করতে পারছিলেন না। নিজেকে ফিরে পাওয়ার চেষ্টা করছিলেন তিনি। হঠাৎ চোট কুলদীপকে কিছুটা হলেও পিছিয়ে দিল, এমনই মনে করছেন অনেকে।

আরও পড়ুন: IPL 2021: বাবা আউট হতেই তীব্র হতাশা প্রকাশ এবিডির ছেলের

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla