দুবাই: অজি-ব্রিগেডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) ফাইনালের টিকিট পেয়েছে টিম ইন্ডিয়া। কিং কোহলির গুরুত্বপূর্ণ ৮৪ রান, শ্রেয়স আইয়ারের ৪৫ এবং লোকেশ রাহুলের অপরাজিত ৪২ রান নিয়ে যেমন কথা হচ্ছে, তেমনই লাইমলাইটে রয়েছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও (Hardik Pandya)। ২৪ বলে তিনি ২৮ রানের ক্যামিও খেলেন। ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং তারকা অলরাউন্ডার যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের হার্দিকের ইনিংসের বিশেষ প্রশংসা করেছেন। ম্যাচের মাঝে হাঁটু মচকে যাওয়ার পরও হার্দিক যে ভাবে খেলা চালিয়ে নিয়ে ভারতকে জয়ের দিকে এগিয়ে দিয়েছিলেন, সে কখাও জানান যোগরাজ।
হার্দিক ২৮ রান করার পথে মেরেছেন ৩টি ছয় ও একটি চার। তবে ৪৭তম ওভারে অজি বোলার অ্যাডাম জাম্পার এক ডেলিভারি কভারের দিকে ঠেলে রান নেওয়ার সময় খোঁড়াতে দেখা যায় হার্দিককে। হাঁটু মচকে গেলেও মাঠ ছাড়েননি হার্দিক। তাঁর এই লড়াকু ব্যাটিংকে কুর্নিশ জানিয়েছেন যোগরাজ সিং।
এক সাক্ষাৎকারে যোগরাজ সিং বলেন, “আমাদের দেশের ধর্মই ক্রিকেট। এই প্লেয়ারগুলো দেশের জন্য গায়ের রক্ত জল করে। সেই তারাই যখন ভালো পারফর্ম করতে পারে না, তাদের জন্য দুঃখ পাওয়া উচিত। ভরসা দেওয়া উচিত। যদি তারা হাঁটতে না পারে, তা হলে তাদের কাঁধে তুলে নিতে হবে। হার্দিকের হাঁটু মচকে গিয়েছিল। ও হাঁটতেও পারছিল না। কিন্তু তারপরও দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যায়। লোকের এগুলো দেখে শেখা উচিত। জয় বা হার যাই হোক না কেন, মানুষের একটা ইতিবাচক মনোভাব রাখা দরকার। যদি একটানা কোনও প্লেয়ারের বিরুদ্ধে কেউ বলতেই থাকে, তা হলে সে আত্মবিশ্বাস হারিয়ে ফেলে।”
লাহোরে চলছে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের মধ্যে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ওই ম্যাচের ফলাফল পাওয়ার আগেই যুবির বাবা দ্বিতীয় ফাইনালিস্ট এবং টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হবে কোন টিম, তা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন। তিনি বলেন, “ভারত ফাইনালে পৌঁছে গিয়েছে। আমার মনে হয় ফাইনালে ভারত ও নিউজিল্যান্ডের সাক্ষাৎ হবে। আর ভারত সেই ম্যাচ জিতবে।”