Liton Das: অন্তঃসত্ত্বা স্ত্রীর টানেই কি বিশ্বকাপের মাঝে দেশে ফিরলেন লিটন?

ICC ODI World Cup 2023: তেইশের বিশ্বকাপে ফর্মে নেই বাংলাদেশ। সাত ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে টাইহাররা। খাতায় কলমে না হলেও ধরে নেওয়া যায় সাকিব আল হাসানদের সেমিফাইনালের স্বপ্ন শেষ। আগামী ৬ই নভেম্বর লঙ্কানদের বিরুদ্ধে জয়ের সন্ধানে নামবে বাংলাদেশ। তার আগে হঠাৎই দেশে ফিরেছেন লিটন দাস। কী কারণ? জানা যাচ্ছে, পারিবারিক সমস্যার কারণে বিশ্বকাপের মাঝে দেশে ফিরতে হয়েছে লিটনকে।

Liton Das: অন্তঃসত্ত্বা স্ত্রীর টানেই কি বিশ্বকাপের মাঝে দেশে ফিরলেন লিটন?
লিটন দাস
Follow Us:
| Edited By: | Updated on: Nov 02, 2023 | 4:14 PM

নয়াদিল্লি: সাত ম্যাচে মাত্র একটি জয়। সব মিলিয়ে চাপে বাংলাদেশ ( Bangladesh)। ইডেনের (Eden Gardens) মাটিতে প্রথমে নেদারল্যান্ডস ও পরে পাকিস্তানের কাছে হেরে ধুঁকছে টাইগাররা। পর পর হারের ধাক্কায় প্রবল ভাবে সমালোচনা চলছে সাকিব আর হাসানদের নিয়ে। আগামী ৬ই নভেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে ব্যক্তিগত কারণে দেশে ফিরতে হল লিটন দাসকে। কবে দলের সঙ্গে যোগ দেবেন লিটন? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবদনে।

বিশ্বকাপে ফর্মে একেবারে নেই বাংলাদেশ। সাত ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে টাইহাররা। খাতায় কলমে না হলেও, ধরে নেওয়া যায় সেমিফাইনালের স্বপ্ন শেষ সাকিব আল হাসানদের। আগামী ৬ই নভেম্বর লঙ্কানদের বিরুদ্ধে জয়ের সন্ধানে নামবে বাংলাদেশ। তার আগে হঠাৎই দেশে ফিরেছেন লিটন দাস। কী কারণ? জানা যাচ্ছে, পারিবারিক কারণে বিশ্বকাপের মাঝে দেশে ফিরতে হয়েছে লিটনকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, পারিবারিক কারণে লিটনকে দেশে ফিরতে হয়েছে। পরিস্থিতি সামলে ৩ তারিখ দিল্লিতে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন তিনি। এর আগে বিশ্বকাপ চলাকালীন দেশে গিয়েছিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তা নিয়েও কম বিতর্ক হয়নি। এ বার সেই তালিকায় নাম জুড়ল লিটনের।

জানা গিয়েছে, লিটনের স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা অন্তঃসত্ত্বা। বিশ্বকাপের পরই বাবা হওয়ার স্বাদ পাবেন লিটন। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই কি বিশ্বকাপের মাঝে দেশে ফিরতে হল তাঁকে? তা অবশ্য স্পষ্ট ভাবে জানা যায়নি। এখনও পর্যন্ত বিশ্বকাপে শুধু আফগানিস্তানকে হারাতে পেরেছে টাইগার বাহিনী। এরপর টানা ছয় ম্যাচে হার। শুরু থেকেই দলকে এগিয়ে দেওয়ার চেষ্টা করে চলেছেন লিটন। সাত ম্যাচে লিটন করেছেন ২২৫ রান। যার মধ্যে রয়েছে দুটি হাফ সেঞ্চুরি। মাহমুদউল্লাহর পর সবচেয়ে সফল লিটনই। তবে ইডেনে শেষ দুই ম্যাচে তেমন বড় কিছু করতে পারেননি তিনি। আইপিএলের সুবাদে গত মরসুমে ইডেন তাঁর ঘরের মাঠ ছিল। কিন্তু কেকেআরের হয়ে সে ভাবে ছাপ রাখতে পারেননি। সেই অতীত ভুলিয়ে দিতে পারতেন লিটন, ইডেনে ম্যাচ জেতানো ইনিংস খেলে। পরবর্তী ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের সন্ধানে নামবেন সাকিব আল হাসানরা। অতীত ভুলে ম্যাচে ফেরার চেষ্টা করবেন লিটন, এমনটাই আশা করা যাচ্ছে।