Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

LA 2028: লস এঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট! বল এখন মুম্বইয়ে IOC-র মিটিংয়ে

Los Angeles Olympic 2028-Cricket: আইওসি-র গত এক্সিকিউটিভ বোর্ড মিটিংয়ের প্রাথমিক এজেন্ডায় ছিল নতুন কী স্পোর্টস যোগ হবে। সুইৎজারল্যান্ডের লসেনে বোর্ড মিটিংয়ের আগে এজেন্ডা থেকে এই বিষয়টি তুলে দেওয়া হয়। আইওসির মিটিং যদিও বাতিল হয়নি। লস এঞ্জেলস অলিম্পিকে নতুন কোন কোন স্পোর্টস অন্তর্ভূক্ত করা হবে, সেই আলোচনা হয়নি। স্বাভাবিক ভাবেই ক্রিকেট প্রেমীরা আশাহত হন। তবে ক্রিকেট প্রেমীদের আংশিক সুখবর দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা।

LA 2028: লস এঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট! বল এখন মুম্বইয়ে IOC-র মিটিংয়ে
Image Credit source: ICC
Follow Us:
| Edited By: | Updated on: Oct 10, 2023 | 12:05 AM

কলকাতা: সদ্য শেষ হয়েছে হানঝাউ এশিয়ান গেমস। মাল্টি স্পোর্টস ইভেন্টে ছিল ক্রিকেটও। প্রথম বার ক্রিকেটে অংশ নিয়েছে ভারত। মহিলা ও পুরুষ ভারতের দু-দলই সোনার পদক জিতেছে। হাতে গোনা কয়েকটি ম্যাচে বৃষ্টি বাধা হয়ে না দাঁড়ালে এশিয়ান গেমসে ক্রিকেট আরও নজর কাড়ত। এ বার কি অলিম্পিকেও দেখা যাবে ক্রিকেট? এই প্রশ্ন দীর্ঘ দিনের। প্রক্রিয়াও চলছে অনেক দিন ধরেই। পরবর্তী অলিম্পিক আগামী বছর প্যারিসে। ২০২৮ সালে লস এঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট কি দেখা যাবে? আন্তর্জাতি ক্রিকেট সংস্থা এই নিয়ে বিরাট আপডেট দিল। বল এ বার আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার কোর্টে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

গত বছর বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে শুধুমাত্র মেয়েদের ক্রিকেট ছিল। টি-টোয়েন্টি ফরম্যাটে কমনওয়েলথ গেমস ক্রিকেট নজর কেড়েছে। অস্ট্রেলিয়া সোনা জেতে। রুপোর পদক এসেছিল ভারতে। অলিম্পিকের আসরেও ক্রিকেটের অপেক্ষা বহু বছরের। ২০২৮ লস এঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট নিয়ে হঠাৎই ধোঁয়াশা তৈরি হয়। তার কারণও রয়েছে।

আইওসি-র গত এক্সিকিউটিভ বোর্ড মিটিংয়ের প্রাথমিক এজেন্ডায় ছিল নতুন কী স্পোর্টস যোগ হবে। সুইৎজারল্যান্ডের লসেনে বোর্ড মিটিংয়ের আগে এজেন্ডা থেকে এই বিষয়টি তুলে দেওয়া হয়। আইওসির মিটিং যদিও বাতিল হয়নি। লস এঞ্জেলস অলিম্পিকে নতুন কোন কোন স্পোর্টস অন্তর্ভূক্ত করা হবে, সেই আলোচনা হয়নি। স্বাভাবিক ভাবেই ক্রিকেট প্রেমীরা আশাহত হন। তবে ক্রিকেট প্রেমীদের আংশিক সুখবর দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা।

ভারতের মাটিতে চলছে ওয়ান ডে বিশ্বকাপ। এরই মাঝে আইসিসির তরফে জানানো হয়েছে, লস এঞ্জেলস অলিম্পিকের উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। উদ্যোক্তারা অলিম্পিকে ক্রিকেট আয়োজনে সম্মতি জানিয়েছে। আইসিসি-র বিবৃতিতে বলা হয়েছে, ‘দীর্ঘ দু-বছর ধরে এই প্রক্রিয়া চলছে। আইসিসি এবং লস এঞ্জেলস অলিম্পিকের উদ্যোক্তাদের মধ্যে আলোচনা ফলপ্রসূ হয়েছে। ওরা ক্রিকেটকে অলিম্পিকে অন্তর্ভূক্ত করার জন্য প্রস্তুত। এ বার আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার সিলমোহরের অপেক্ষা।’

মুম্বইতে ১৫-১৭ অক্টোবর আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার পরবর্তী সভা হবে। তার আগে আইসিসি এবং লস এঞ্জেলস অলিম্পক উদ্যোক্তাদের গ্রিন সিগন্যালে কিছুটা স্বস্তি। এখন নজরে মুম্বইয়ে IOC-এর মিটিং।