Rishabh Pant-Sanjiv Goenka: অরেঞ্জ আর্মিকে ওড়াতেই ঋষভ পন্থকে ‘জাদু কি ঝাপ্পি’ সঞ্জীব গোয়েঙ্কার

Mar 28, 2025 | 11:31 AM

LSG, IPL 2025: এ বারের আইপিএলের প্রথম ম্যাচটা হার দিয়ে শুরু করেছিল লখনউ সুপার জায়ান্টস। দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে পন্থের টিম। যার ফলে ম্যাচ শেষে লখনউ টিমের মালিকের মুখে দেখা গিয়েছে চওড়া হাসি।

Rishabh Pant-Sanjiv Goenka: অরেঞ্জ আর্মিকে ওড়াতেই ঋষভ পন্থকে জাদু কি ঝাপ্পি সঞ্জীব গোয়েঙ্কার
অরেঞ্জ আর্মিকে ওড়াতেই ঋষভ পন্থকে 'জাদু কি ঝাপ্পি' সঞ্জীব গোয়েঙ্কার
Image Credit source: X

Follow Us

কলকাতা: ভালো পারফর্ম করলে তোলা হবে মাথায়। আর পারফর্ম না করতে পারলে পড়তে হবে সমালোচনায়। এটাই ক্রিকেটের দস্তুর। শুধু তাই নয়, নানা খেলায় এটাই অগ্রাধিকার পায়। আইপিএলের মঞ্চে প্রতি দিন রোমাঞ্চ থাকে। উপ্পলে জয় দিয়ে এই মরসুমটা শুরু করেছিল টুর্নামেন্টের হেভিওয়েট টিম সানরাইজার্স হায়দরাবাদ। পরের ম্যাচে প্যাট কামিন্সদের বিরুদ্ধে খেলতে নামেন ঋষভ পন্থরা। সেখানে ‘হাই-ফাই’ অরেঞ্জ আর্মিকে হারিয়েছে সুপার জায়ান্টসরা। ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই লখনউ টিমের মালিক সঞ্জীব গোয়েঙ্কার মুখে ফুটেছে চওড়া হাসি। এখানেই শেষ নয়। লখনউ ক্যাপ্টেন ঋষভ পন্থকে (Rishabh Pant) যে ভাবে আলিঙ্গন করেছেন সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka), সেই ছবি ভাইরাল নেটদুনিয়ায়।

চলতি আইপিএলে লখনউয়ের ম্যাচ থাকলেই উঠে আসছে গত মরসুমের প্রসঙ্গ। কারণ, সঞ্জীব গোয়েঙ্কা। গত বছর লখনউ বনাম হায়দরাবাদ ম্যাচের শেষে সুপার জায়ান্টসরা হারার ফলে সেই সময় লখনউয়ের ক্যাপ্টেন লোকেশ রাহুলকে প্রকাশ্যে ধমক দিয়েছিলেন টিমের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। যা ক্রিকেট প্রেমীদের মনে গাঁথা রয়েছে। যে কারণে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে যখন এ মরসুমের প্রথম ম্যাচেই পন্থরা হেরেছিলেন, তখনই ক্রিকেট প্রেমীরা বলাবলি শুরু করে দেন, এ বার রাহুলের মতো পরিণতি ঋষভের হল বলে! আর সেই আলোচনা আরও গাঢ় হয়েছিল, সোশ্যাল মিডিয়ায় যখন পন্থ ও গোয়েঙ্কার ম্যাচ শেষে কথোপকথনের এক ভিডিয়ো ভাইরাল হয়। যদিও তাঁদের কী কথা হয়েছিল জানা যায়নি।

এ বার লখনউ উপ্পলে হায়দরাবাদকে হারাতেই ছবিটা বদলে গিয়েছে। নেটদুনিয়ায় সঞ্জীব গোয়েঙ্কা ও ঋষভ পন্থের এক ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, হাসিমুখে পন্থকে জড়িয়ে ধরেছেন লখনউ মালিক সঞ্জীব গোয়েঙ্কা। এ ছবি অনেককেই চমকে দিয়েছে। কারণ অতীতের ঘটনা। এ বার দেখার পুরো মরসুমে পন্থের উপর এই ভরসাই সঞ্জীব গোয়েঙ্কা রাখতে পারেন কিনা।

আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।