
কলকাতা: এ দৃশ্য যেন বদলানোর নয়। আইপিএলে (IPL) লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ থাকলেই সকলের নজর থাকে বিশেষ করে ঋষভ পন্থের (Rishabh Pant) দিকে। এরপরই যাঁর দিকে একটু বেশি নজর থাকে, তিনি দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। আইপিএলের সব দলের মালিকরা টিমের খেলায়, ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে অতিরিক্ত নাক গলান না। একথাই বলা হয় ক্রিকেট মহলে। তবে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka) নিজের দলের প্রতি ম্যাচেই হিসেব নিকেশ নোটবুকে তুলে রাখেন। পঞ্জাব কিংসের কাছে লখনউ সুপার জায়ান্টস মঙ্গলবার হেরেছে। ৮ উইকেটে ম্যাচ জেতেন শ্রেয়সরা। ম্যাচের শেষে দেখা ঋষভ পন্থ এবং সঞ্জীব গোয়েঙ্কাকে কথা বলতে। তাঁদের একফ্রেমে দেখেই নেটিজ়েনরা আঁচ করেছেন ফের হয়তো গোয়েঙ্কা ক্লাস নিচ্ছেন পন্থের!
লখনউ দলে এসে সময়টা ভালো যাচ্ছে না ঋষভ পন্থের। এ বারের আইপিএলের সবচেয়ে দামী অধিনায়ক পন্থ। তবে তাঁর ব্যাট এখনও জ্বলে ওঠেনি। তিন ম্যাচে তাঁর প্রাপ্তি যথাক্রমে ০, ১৫ ও ২। তাঁর দল তিনটি ম্যাচ খেলেছে। তার মধ্যে জয় ১টিতে। হার ২টিতে। মরসুমের শুরুতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে লখনউ যে ম্যাচ হেরেছিল, তারপর পন্থ ও সঞ্জীবের কথা বলার ছবি ভাইরাল হয়েছিল। তাঁরা কী কথা বলছিলেন, তা পরিষ্কার নয়। গত মরসুমে লোকেশ রাহুল যখন লখনউয়ের অধিনায়ক ছিলেন, সেই সময় তাঁকে সঞ্জীব প্রকাশ্যে ম্যাচ হারার জন্য ধমক দিয়েছিলেন। সেই ঘটনা সকল ক্রিকেট প্রেমীদের মনে তাজা। তাই পন্থ ও গোয়েঙ্কার ম্যাচ শেষে কথা হলেই সকলে মনে করেন, ক্যাপ্টেনকে ধমক দিচ্ছেন দলের মালিক।
দিল্লি ম্যাচ হারার পর যে দিন সানরাইজার্স হায়দরাবাদকে লখনউ হারায়, সেই ম্যাচের শেষে পন্থকে জড়িয়ে ধরেন গোয়েঙ্কা। সেই ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল। এ বার পঞ্জাবের কাছে লখনউ হারার পর ফের ঋষভ-সঞ্জীবের এক ছবি ভাইরাল। যেখানে গোয়েঙ্কার মুখে বিন্দুমাত্র হাসি নেই। বরং চোখে মুখে বিরক্ত। যা দেখে সকলেই বলাবলি করছেন, পন্থের কপালটাই খারাপ।
LSG owner Sanjiv Goenka and Rishabh Pant after the match! 👀 pic.twitter.com/JOVLbRyLDG
— CricketGully (@thecricketgully) April 1, 2025