Sanjiv Goenka: LSG মালিক সঞ্জীব গোয়েঙ্কার প্রার্থনায় হল কাজ! কার ছবিতে প্রণাম করলেন পন্থদের ‘বস’?

LSG, IPL 2025: আইপিএলের ম্যাচে শুক্র-রাতে মুম্বই ইন্ডিয়ান্সের হাতের মুঠোয় থাকা ম্যাচ বের করে নিয়ে গিয়েছে লখনউ সুপার জায়ান্টস। ঘরের মাঠে দুরন্ত জয় ঋষভ পন্থের দলের।

Sanjiv Goenka: LSG মালিক সঞ্জীব গোয়েঙ্কার প্রার্থনায় হল কাজ! কার ছবিতে প্রণাম করলেন পন্থদের বস?
Sanjiv Goenka: LSG মালিক সঞ্জীব গোয়েঙ্কার প্রার্থনায় হল কাজ! কার ছবিতে প্রণাম করলেন পন্থদের 'বস'?Image Credit source: IPL Website

Apr 05, 2025 | 12:22 PM

কলকাতা: বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর… এ কথা প্রায়শই অনেকের মুখে শোনা যায়। চলতি আইপিএলে (IPL) এই নিয়ে লখনউ সুপার জায়ান্টস দ্বিতীয় ম্যাচ জিতেছে। ওই ম্যাচ থেকে লখনউ মালিকের এক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একানায় লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) গ্যালারিতে প্রার্থনারত অবস্থায় দেখা গিয়েছে দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে (Sanjiv Goenka)। তাঁরই প্রার্থনায় হল কাজ? সোশ্যাল মিডিয়ায় সঞ্জীব গোয়েঙ্কার ছবি ভাইরাল হতেই অনেকের মনে প্রশ্ন জেগেছে যে, পন্থদের বস কার ছবিতে প্রণাম করছিলেন?

শুক্র-রাতে মুম্বই ইন্ডিয়ান্সের হাতের মুঠোয় থাকা ম্যাচ বের করে নিয়ে গিয়েছে লখনউ সুপার জায়ান্টস। ঘরের মাঠে দুরন্ত জয় ঋষভ পন্থের দলের। টস জিতে পন্থদের প্রথমে ব্যাটিংয়ে পাঠান মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। শুরুতে ব্যাটিং করে ৮ উইকেটে ২০৩ রান তোলে সুপার জায়ান্টস। লখনউ ক্যাপ্টেন পন্থ মাত্র ২ রান করেন। কিন্তু দুই ওপেনার মিচেল মার্শ ও এইডেন মার্কব়্যাম যথাক্রমে করেন ৬০ ও ৫৩ রান। সব মিলিয়ে শেষ অবধি মুম্বইকে হারিয়ে ২ পয়েন্ট পেয়েছে লখনউ।

আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ থাকলে লাইমলাইটে থাকেন সঞ্জীব গোয়েঙ্কা। দল হারুক বা জিতুক, তিনি কী প্রতিক্রিয়া দিচ্ছেন, তা জানতে সকলে আগ্রহী থাকে। নেটদুনিয়ায় লখনউ-মুম্বই ম্যাচের পর সঞ্জীব গোয়েঙ্কার যে ছবি ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে পকেট থেকে একটি ছোট্ট ছবি বের করে প্রণাম করছেন এবং চুমু খাচ্ছেন তিনি। নেটিজ়েনদের দাবি, দলের জয়ের প্রার্থনাই করছিলেন তিনি। তাঁর হাতে থাকা ছোট্ট ছবিটি কোনও ঠাকুরের না অন্য কিছু, তা জানা যায়নি।

এই প্রথম বার আইপিএলে লখনউয়ের ম্যাচে সঞ্জীব গোয়েঙ্কাকে ছবি বের করে প্রণাম করতে দেখা গেল না। গত মরসুমেও মুম্বইয়ের বিরুদ্ধে এক ম্যাচে তাঁকে গ্যালারিতে ছবি বের করে প্রণাম করতে দেখা গিয়েছিল। সেই ছবিও রয়েছে নেটমাধ্যমে। তিনি যে কোনও দলের বিরুদ্ধে ম্যাচ থাকলে এমনটা করেন, নাকি সামনে মুম্বই ইন্ডিয়ান্স থাকলেই এটা করেন, তা পরিষ্কার নয়।

আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।