নয়াদিল্লি: এ বছরের আইপিএল (IPL) শুরুর আগে ফেব্রুয়ারিতে রয়েছে মেগা নিলাম। যে দুটো দলের এ বারের আইপিএলে প্রথম বার আত্মপ্রকাশ হতে চলেছে, নিলামের আগেই তারা বেছে নিল তাদের অধিনায়কদের। শুক্রবার, রাতে প্রোটিয়াদের বিরুদ্ধে কেএল রাহুলের অধীনে থাকা ভারত যখন হেরে গিয়েছে সিরিজ, তারপরই লখনও ঘোষণা করল তাঁদের নতুন নেতার নাম। শুধু লখনও নয়। আমদাবাদও একই দিনে সেই কাজ সেরে ফেলেছে। আসন্ন আইপিএলে লখনওকে (Lucknow) নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল (KL Rahul)। এবং আমদাবাদ (Ahmedabad) দল দায়িত্ব তুলে দিচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ওপর।
সঞ্জীব গোয়েঙ্কার লখনও ১৭ কোটি টাকা দিয়ে কেএল রাহুলকে দলে নিল। পাশাপাশি আইপিএল-১৫-তে লখনওয়ের জার্সিতে দেখা যাবে মার্কাস স্টোইনিস ও রবি বিষ্ণোইকে। স্টোইনিসকে লখনও ৯ কোটি ২০ লক্ষ টাকায় দলে নিয়েছে এবং বিষ্ণোইকে তারা নিয়েছে ৪ কোটি টাকায়। লখনওয়ের কোচের ভূমিকায় রয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার। এবং ওই ফ্র্যাঞ্চাইজির মেন্টরের ভূমিকায় রয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরকে।
We wanted the best and we didn't settle for less. ??#TeamLucknow #IPL2022 @klrahul11 @MStoinis @bishnoi0056 pic.twitter.com/p9oM8M9tHy
— Official Lucknow IPL Team (@TeamLucknowIPL) January 21, 2022
এ তো গেল লখনওয়ের কথা। আমদাবাদ ১৫ কোটি টাকায় ভারতীয় অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়াকে দলে নিয়েছে। শুধু তাই নয়, আমদাবাদ দলের ব্যাটন তুলে দেওয়া হয়েছে জুনিয়র পান্ডিয়ার কাঁধে। হার্দিকের পাশাপাশি আমদাবাদ নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদের তারকা প্লেয়ার রশিদ খানকে। এবং কলকাতা নাইট রাইডার্সের ওপেনার শুভমন গিলকে। আফগান তারকা রশিদকে যেখানে ১৫ কোটি টাকায় নিয়েছে আমদাবাদ, গিলকে তারা দলে নিয়েছে ৮ কোটি টাকায়।
A look at Team Ahmedabad's Player Picks.
What do you make of it ? pic.twitter.com/kzOXlBVJ46
— IndianPremierLeague (@IPL) January 22, 2022
ক্যাপ্টেন বাছাই শেষ। এ বার এই দুই দল নিলাম থেকে কোন ক্রিকেটারদের তুলে, মজবুত দল গড়তে পারে শুধু নজর থাকবে সেদিকেই। উল্লেখ্য, আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়েছেন, ১২-১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতেই বসতে চলেছে আইপিএলের নিলামের আসর।
আরও পড়ুন: India vs South Africa: পন্থের মুখে প্রোটিয়াদের ব্যাটিংয়ের প্রশংসা
আরও পড়ুন: IPL 2022: রাহুলের পাশে স্টোইনিস ও বিষ্ণোই, ক্রিকেটার নির্বাচন চূড়ান্ত লখনউয়ে