PBKS vs LSG : লখনউ ২৫৭-৫, আইপিএলের ইতিহাসে কত নম্বরে এই স্কোর?

Punjab Kings vs Lucknow Super Giants Report : আইপিএলে এখনও অবধি সর্বাধিক স্কোর গড়েছে রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের। ক্রিস গেইলের বিধ্বংসী ইনিংসে ২৬৩-৫ করেছিল আরসিবি। পঞ্জাব কিংসের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টসের এই স্কোর কত নম্বরে?

PBKS vs LSG : লখনউ ২৫৭-৫, আইপিএলের ইতিহাসে কত নম্বরে এই স্কোর?
Image Credit source: IPL
Follow Us:
| Edited By: | Updated on: Apr 28, 2023 | 9:53 PM

মোহালি : পঞ্জাব কিংস বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচে তৈরি হল নতুন রেকর্ড। এই ম্য়াচের আগে অবধি এ বারের আইপিএলে সর্বাধিক স্কোর ছিল চেন্নাই সুপার কিংসের দখলে। ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ২৩৫-৪ স্কোর গড়েছিল সিএসকে। ডেভন কনওয়ে, অজিঙ্ক রাহান, শিবম দুবেরা বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। এ বারের আইপিএলে সর্বাধিক স্কোর পেরিয়ে গেল লখনউ সুপার জায়ান্টস। শুধু তাই নয়, আইপিএলের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয় বার ২৫০ পেরোল কোনও দল। আইপিএলে এখনও অবধি সর্বাধিক স্কোর রয়েছে রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের। ক্রিস গেইলের বিধ্বংসী ইনিংসে ২৬৩-৫ করেছিল আরসিবি। অল্পের জন্য সেই রেকর্ড রক্ষা পেল। পঞ্জাব কিংসের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টসের এই স্কোর কত নম্বরে? বিস্তারিত জানুন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

আইপিএলের ইতিহাসে পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে সর্বাধিক ২৬৩-৫ স্কোর গড়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ক্রিস গেইল মাত্র ৬৬ বলে ১৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন সেই ম্যাচে। ১৩টি বাউন্ডারি এবং ১৭টি ওভার বাউন্ডারি মেরেছিলেন গেইল। সেই ম্যাচে দুটি উইকেটও নিয়েছিলেন ক্য়ারিবিয়ান তারকা। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৩৩ রান করেছিল ওয়ারিয়র্স।

পঞ্জাব কিংসের বিরুদ্ধে মাত্র ১৬ ওভারেই ২০০-র স্কোরে পৌঁছায় লখনউ সুপার জায়ান্টস। মনে হয়েছিল আইপিএলের সর্বাধিক স্কোরের নতুন রেকর্ড গড়তে চলেছে তারা। সেই রেকর্ড যদিও হল না। ইনিংসের প্রথম বলেই লোকেশ রাহুলের ক্যাচ ফেলেছিল পঞ্জাব কিংস। রাহুল অবশ্য সেই সুযোগ কাজে লাগাতে ব্য়র্থ। তবে কাইল মেয়ার্স উল্টোদিক থেকে বিধ্বংসী ইনিংস খেলেন। এরপরই মার্কাস স্টইনিস এবং আয়ুষ বাদোনির জুটি লখনউকে মজবুত ভিত গড়ে দেয়। মার্কাস স্টইনিস-নিকোলাস পুরান জুটি ৩০ বলে ৭৬ রান যোগ করে। শেষ অবধি নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৫৭ রান করে লখনউ সুপার জায়ান্টস।