Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Glenn Phillips: বড় ধাক্কা গিলের গুজরাটে, ছিটকে গেলেন গ্লেন ফিলিপস

GT, IPL 2025: চলতি আইপিএলে এই মুহূর্তে পয়েন্ট টেবলের ফাস্ট বয় গুজরাট টাইটান্স। ঋষভ পন্থের লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড়সড় ধাক্কা শুভমন গিলের গুজরাট টাইটান্সে।

Glenn Phillips: বড় ধাক্কা গিলের গুজরাটে, ছিটকে গেলেন গ্লেন ফিলিপস
গুজরাটে বড় ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন ফিলিপসImage Credit source: X
Follow Us:
| Updated on: Apr 12, 2025 | 1:07 PM

কলকাতা: লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে শনি-বিকেলে আইপিএলের (IPL) ম্যাচে নামতে চলেছে গুজরাট টাইটান্স (Gujarat Titans)। এই মুহূর্তে পয়েন্ট টেবলের ফাস্ট বয় গুজরাট। ঋষভ পন্থের দলের বিরুদ্ধে নামার আগে বড়সড় ধাক্কা শুভমন গিলের গুজরাট টাইটান্সে। টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন কিউয়ি তারকা অলরাউন্ডার গ্লেন ফিলিপস (Glenn Phillips)।

গত রবিবার সানরাইজার্স হায়দরবাদের বিরুদ্ধে গুজরাট টাইটান্সের ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন গ্লেন ফিলিপস। অরেঞ্জ আর্মির ইনিংস চলাকালীন মহম্মদ সিরাজের সাবস্টিটিউট ফিল্ডার হিসেবে মাঠে নেমেছিলেন ফিলিপস। ফিল্ডিংয়ে তিনি সিদ্ধহস্ত। ব্যালেন্স তাঁর অসাধারণ। একাধিক ম্যাচে বাজপাখির মতো ছোঁ মেরে ক্যাচ নিতেও ওস্তাদ তিনি। তবে সেদিন পাওয়ার প্লে-র শেষ ওভারে পয়েন্টে ফিল্ডিং করছিলেন ফিলিপস। তাঁর দিকে শট মেরেছিলেন ঈশান কিষাণ। সেই বল ধরে দ্রুত উইকেটকিপারের দিকে দিতে গিয়েছিলেন ফিলিপস। সেই সময় চোট পান। মাঠেই শুয়ে পড়েন। যন্ত্রণায় কাতরাতে থাকেন।

অরেঞ্জ আর্মির বিরুদ্ধে চোট পাওয়ার পরে মাঠে যে সময় শুয়ে পড়েন ফিলিপস, তাঁর শুশ্রুষা করার জন্য মাঠে ফিজিও আসেন তড়িঘড়ি। এরপর ফিলিপস সতীর্থদের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন। তাঁর চোট নিয়ে সেই সময়ই গুজরাট শিবিরে চিন্তা বেড়েছিল। এ বারের আইপিএলে গুজরাটের জার্সিতে একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি ফিলিপস। তারই মাঝে তাঁর এই চোট। আইপিএলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, নিউজিল্যান্ডে ফিরে গিয়েছেন ফিলিপস।

উল্লেখ্য, ২০২১ সালে রাজস্থান রয়্যালসের জার্সিতে নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার ৩টি আইপিএলের ম্যাচে খেলেছিলেন। আর ২০২৩ সালে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে গ্লেন ফিলিপস খেলেছিলেন ৫টি ম্যাচ।