T20 World Cup 2021: বিরাটদের হারিয়েই ছন্দটা পেয়ে গিয়েছে পাকিস্তান, বলছেন হেডেন

যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নামবে পাকিস্তান, সেই টিমকে সাফল্য দেওয়ার জন্যই কেরিয়ার জুড়ে লড়াই করেছেন হেডেন।

T20 World Cup 2021: বিরাটদের হারিয়েই ছন্দটা পেয়ে গিয়েছে পাকিস্তান, বলছেন হেডেন
T20 World Cup 2021: বিরাটদের হারিয়েই ছন্দটা পেয়ে গিয়েছে পাকিস্তান, বলছেন হেডেন
Follow Us:
| Edited By: | Updated on: Nov 10, 2021 | 8:40 PM

দুবাই‌: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) প্রথম ম্যাচে ভারতকে (India) ১০ উইকেটে হারানোর পরই ছন্দ পেয়েছিল পাকিস্তান (Pakistan) টিম। তারপর আর পিছন ফিরে তাকাননি বাবর আজমরা। গ্রুপ লিগে অপরাজিত থেকে সেমিফাইনালে পা দিয়েছে গ্রিন আর্মি। ফাইনালে উঠতে হলে অস্ট্রেলিয়াকে হারাতে হবে। মনোবল তুঙ্গে থাকা পাকিস্তান টিম যে কোনও টিমকে হারাতে পারে, মনে করছেন টিমের ব্যাটিং কনসালট্যান্ট ম্যাথু হেডেন (Matthew Hayden)।

যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে নামবে পাকিস্তান, সেই টিমকে সাফল্য দেওয়ার জন্যই কেরিয়ার জুড়ে লড়াই করেছেন হেডেন। নিজের দেশের বিরুদ্ধে নামার আগে হেডেন বলে দিচ্ছেন, ‘দুবাইয়ে ভারতের বিরুদ্ধে আমরা প্রথম ম্যাচ খেলেছিলাম। ওটা একটা তীব্র চাপের ম্যাচ ছিল। ভারত-পাক ম্যাচের সঙ্গে তুলনা চলতে পারে শুধু অ্যাসেজের। ওই ম্যাচে কিন্তু পুরো টিম সেরাটা দিয়েছিল। ঠান্ডা মাথায় তীব্র চাপ সামলে পাক টিম ম্যাচটা জিতেছিল ভারতের বিরুদ্ধে। ওই ম্যাচটাই টিমের মনোভাবটা তৈরি করে দিয়েছিল। তারই প্রতিফলন বাকি ম্যাচে দেখা গিয়েছে।’

অস্ট্রেলিয়া টিমের চিফ কোচ জাস্টিন ল্যাঙ্গার এক সময় ওপেনিং পার্টনার ছিলেন হেডেনের। পুরনো বন্ধুর বিরুদ্ধেই নামবেন বৃহস্পতিবার। অস্ট্রেলিয়া টিমের গভীরতা সম্পর্কে খুব ভালো করেই জানেন। পাক ড্রেসিংরুমে হেডেনের উপস্থিতি যে বাবর আজমদের কাজে লাগবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

নিজের দেশ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার অনুভূতি কেমন হেডেনের? প্রাক্তন অজি ক্রিকেটারের কথায়, ‘একেবারেই সুখকর অনুভূতি নয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটো দশক খেলেছি। সেই টিমের বিরুদ্ধেই খেলতে নামতে হবে। মন আর মস্তিষ্ককে একটা চ্যালেঞ্জের মুখে পড়তেই হবে। তবে, পেশাদারি দিক থেকে দেখলে, আমি কিন্তু অজি টিম সম্পর্কে অনেক কিছুই জানি। পাক টিমের ক্ষেত্রে নিশ্চিত ভাবে সেটা কাজে লাগবে।’

সাম্প্রতিক পরিস্থিতির নিরিখে পাকিস্তান টিমের বিশ্বকাপ জেতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে, মানছেন হেডেন। ‘পাকিস্তানের কাছে এই বিশ্বকাপ জেতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। ক্রিকেট ওই দেশের কাছে সবচেয়ে ভালোবাসার একটা খেলা। শুধু তাই নয়, ক্রিকেটেই ফোকাস করে ওরা। সাম্প্রতিক কালে ওদের কিছু ক্রিকেট সফর বাতিলও হয়েছে। পরিস্থিতির বিচারে পাকিস্তান যদি বিশ্বকাপটা জিততে পারে, তা হলে ওদের পক্ষে খুব ভালো হবে।’

বাবর আজম আ্র শাহিন আফ্রিদিতে মুগ্ধ হেডেন। ‘ক্রিকেটার হিসেবে বাবরের ব্যক্তিত্ব, মাঠ ও মাঠের বাইরে ওর উপস্থিতি, সব মিলিয়ে অসাধারণ। এক দিকে যেমন ধারাবাহিক, তেমনই নির্ভরযোগ্য। শাহিনও অত্যন্ত প্রতিভাবান ক্রিকেটার ভারতের বিরুদ্ধে যে ভাবে রোহিত, রাহুলকে আউট করেছিল, কোনও কিছুর সঙ্গে তুলনা হবে না। রীতিমতো ধংস্বাত্মক বোলিং করেছিল ছেলেটা।’

বাবর আজম, শাহিন আফ্রিদি ও পাকিস্তান টিম— বিশ্বকাপ থেকে ঠিক দু’ম্যাচ দূরে। হেডেনের আশা, এই দুটো ম্যাচও পাকিস্তান সেরাটাই দেবে। আর সব শেষে কাপটা জিতবে গ্রিন আর্মিই।

আরও পড়ুন: England vs New Zealand Live Score, T20 World Cup 2021: সোধির বলে বাটলার আউট, দ্বিতীয় উইকেট হারাল ইংল্যান্ড