England vs New Zealand Match Highlights, T20 World Cup 2021: উনিশের বদলা একুশে, মর্গ্যানদের হারিয়ে ফাইনালে কিউয়িরা
England vs New Zealand Live Score in Bengali: দেখুন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ইংল্যান্ড (England) ও নিউজিল্যান্ড (New Zealand) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।
আবু ধাবি: আজ, বুধবার টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) প্রথম সেমিফাইনালে (Semi Final) মুখোমুখি হয়েছিল ইওন মর্গ্যানের ইংল্যান্ড (England) ও কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড (New Zealand)। আবু ধাবিতে টসে জিতে শুরুতে ইংল্যান্ডকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন কেন উইলিয়ামসন। প্রথমে ব্য়াটিং করে ৪ উইকেট হারিয়ে ১৬৬ রান তোলে ইংল্যান্ড। ফাইনালে উঠতে নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ১৬৭ রান। নির্ধারিত ২০ ওভার খেলার আগেই কাঙ্খিত জয় তুলে নেয় কিউয়িরা। ১৯ ওভার খেলে ৫ উইকেটের বিনিময়ে ১৬৭ রান তুলে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেলেন উইলিয়ামসনরা। ২০১৯ সালের একদিনের বিশ্বকাপের বদলা নিউজিল্যান্ড নিল ২০২১ সালের টি-২০ বিশ্বকাপের মঞ্চে। এ বার শুধু ঠোঁট আর কাপের মাঝে দূরত্ব একটা মাত্র ম্যাচ।
LIVE Cricket Score & Updates
-
৫ উইকেটে জয়ী নিউজিল্যান্ড
১ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নিল উইলিয়ামসনরা। ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড তুলেছে ১৬৭ রান। টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেল উইলিয়ামসনরা।
New Zealand are in the final of the #T20WorldCup 2021 ?#ENGvNZ | https://t.co/zXAsuGVcjZ pic.twitter.com/2PKjPlgTLX
— T20 World Cup (@T20WorldCup) November 10, 2021
-
১৫ ওভারে নিউজিল্যান্ড ১০৭/৩
খেলা বাকি আর ৫ ওভারের। মিচেল-কনওয়ে জুটিতে কিউয়িরা এগোলেও লিয়াম লিভিংস্টোন তৃতীয় ঝটকা দেন নিউজিল্যান্ডকে। ১৫ ওভারে কিউয়িদের স্কোর ১০৭। ম্যাচ জিততে উইলিয়ামসনদের প্রয়োজন ৩০ বলে ৬০ রান।
-
-
১০ ওভারে নিউজিল্যান্ড ৫৮/২
প্রথম ১০ ওভারের খেলা শেষ। ১০ ওভারের মধ্যে ২ গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে কিউয়িরা তুলেছে ৫৮ রান।
ক্রিজে রয়েছেন ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেল। ম্যাচ জিততে নিউজিল্যান্ডের চাই ৬০ বলে ১০৯ রান।
-
পাওয়ার প্লে শেষ
পাওয়ার প্লে-তে সফল ইংল্যান্ড। ৬ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড তুলেছে ৩৬ রান।
মিচেল ব্যাট করছেন ১২ রানে। কনওয়ে রয়েছেন ১৪ রানে।
-
৩ ওভারে নিউজিল্যান্ড ১৩/২
৩ ওভারের খেলা শেষ। প্রথম ওভারের তৃতীয় বলে কিউয়ি ওপেনার মার্টিন গাপ্টিলকে ফেরালেন ক্রিস ওকস। এবং তৃতীয় ওভারে ক্রিস ওকস চতুর্থ বলে ক্যাপ্টেন উইলিয়ামসনকে ফেরান। ৩ ওভারের মধ্যে ২ উইকেট হারায় নিউজিল্যান্ড।
-
-
রান তাড়া করতে নামল নিউজিল্যান্ড
রান তাড়া করতে নামল ড্যারিল মিচেল ও মার্টিন গাপ্টিল।
-
১৬৬ রানে থামল ইংল্যান্ড
নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ইংল্যান্ড তুলেছে ১৬৬ রান। ফাইনালে উঠতে নিউজিল্যান্ডের প্রয়োজন ১৬৭ রান।
England's innings comes to an end at 166/4 ?
Will the @BLACKCAPS chase this down? #T20WorldCup | #ENGvNZ | https://t.co/zXAsuGVcjZ pic.twitter.com/hXb6ZmE71c
— T20 World Cup (@T20WorldCup) November 10, 2021
-
খেলা বাকি এক ওভারের
১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলেছে ইংল্যান্ড।
-
১৫ ওভারে ইংল্যান্ড ১১০/২
খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে ১১০ রান তুলেছে ইংল্যান্ড। কিউয়িরা চাপে রেখেছে মর্গ্যানদের।
-
১০ ওভারে ইংল্যান্ড ৬৭/২
খেলা বাকি ১০ ওভারের। প্রথম ১০ ওভারের মধ্য়ে ২ উইকেট হারিয়ে ৬৭ রান তুলেছে ইংল্যান্ড। ষষ্ঠ ওভারের প্রথম বলে জনি বেয়ারস্টোকে ফেরান অ্যাডাম মিলনে এবং নবম ওভারে ঈশ সোধির প্রথম বলে জস বাটলারের উইকেট হারায় ইংল্যান্ড।
ডেভিড মালান ১৫*, মইন আলি ৪*
-
পাওয়ার প্লে শেষ
পাওয়ার প্লে-র খেলা শেষ। এক উইকেট হারিয়ে ৬ ওভারে ৪০ রান তুলেছে ইংল্যান্ড। ক্রিজে রয়েছেন জস বাটলার ও দাভিদ মালান।
-
৩ ওভারে ইংল্যান্ড ১৩/০
৩ ওভারের খেলা হয়ে গিয়েছে। কোনও উইকেট না হারিয়ে ইংল্যান্ড ১৩ রান তুলেছে।
-
ইংল্যান্ডের ইনিংস শুরু
ওপোনিংয়ে নামলেন জস বাটলার ও জনি বেয়ারস্টো।
-
ইংল্যান্ডের প্রথম একাদশ
ইংল্যান্ডের প্রথম একাদশ: জস বাটলার, দাভিড মালান, ইওন মর্গ্যান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, লিয়াম লিভিংস্টোন, মইন আলি, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, মার্ক উড, আদিল রশিদ।
One change ?
We lose the toss and bat ?#T20WorldCup #ENGvNZ
— England Cricket (@englandcricket) November 10, 2021
-
নিউজিল্যান্ডের প্রথম একাদশ
নিউজিল্যান্ডের প্রথম একাদশ: মার্টিন গাপ্টিল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), জিমি নিশাম, ডেভন কনওয়ে (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ঈশ সোধি, টিম সাউদি, অ্যাডাম মিলনে, ট্রেন্ট বোল্ট।
Captain Kane Williamson wins the toss in Abu Dhabi and opts to bowl first against @englandcricket in this @T20WorldCup semi-final. An unchanged XI for this match. #T20WorldCup #NZ pic.twitter.com/dHPEjAEi2A
— BLACKCAPS (@BLACKCAPS) November 10, 2021
-
টস আপডেট
টসে জিতে নিউজিল্যান্ড
টসে জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন কিউয়ি ক্যাপ্টেন কেন উইলিয়ামসন।
Toss update from Abu Dhabi ?
New Zealand have won the toss and elected to field.
Who are you backing in this one?#T20WorldCup | #ENGvNZ | https://t.co/zXAsuGVcjZ pic.twitter.com/yPt2yNlB0g
— T20 World Cup (@T20WorldCup) November 10, 2021
-
আবু ধাবিতে হাজির কিউয়িরা
৭.৩০ মিনিটে আবু ধাবিতে শুরু হতে চলেছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড দ্বৈরথ।
Abu Dhabi bound for our @T20WorldCup semi-final with England. #NZ #T20WorldCup pic.twitter.com/aHcie2zTg8
— BLACKCAPS (@BLACKCAPS) November 10, 2021
-
কোন পথে সেমিফাইনালে উঠলেন উইলিয়ামসনরা
কোন পথে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠলেন মর্গ্যানরা…
পড়ুন বিস্তারিত- T20 World Cup 2021: ছবিতে দেখুন কোন পথে সেমিফাইনালে নিউজিল্যান্ড
-
কোন পথে সেমিফাইনালে উঠলেন মর্গ্যানরা
কোন পথে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠলেন মর্গ্যানরা…
পড়ুন বিস্তারিত- T20 World Cup 2021: শেষ চারের লড়াইয়ে কোন পথে পৌঁছল ইংল্যান্ড, দেখুন ছবিতে
-
অপেক্ষার আর কিছুক্ষণ
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। মুখোমুখি ইংল্যান্ড-নিউজিল্যান্ড।
LOADING…
██████████████]99%#T20WorldCup pic.twitter.com/jEekEw5NA5
— T20 World Cup (@T20WorldCup) November 10, 2021
-
নজর রাখুন হেড টু হেডে
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দুই দেশ মোট ২১ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ১৩ বার জিতেছে ইংল্যান্ড। ৭টি জয় নিউজিল্যান্ডের।
Published On - Nov 10,2021 6:32 PM