England vs New Zealand Match Highlights, T20 World Cup 2021: উনিশের বদলা একুশে, মর্গ্যানদের হারিয়ে ফাইনালে কিউয়িরা

| Edited By: | Updated on: Nov 10, 2021 | 11:12 PM

England vs New Zealand Live Score in Bengali: দেখুন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) ইংল্যান্ড (England) ও নিউজিল্যান্ড (New Zealand) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

England vs New Zealand Match Highlights, T20 World Cup 2021: উনিশের বদলা একুশে, মর্গ্যানদের হারিয়ে ফাইনালে কিউয়িরা
ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড

আবু ধাবি: আজ, বুধবার টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) প্রথম সেমিফাইনালে (Semi Final) মুখোমুখি হয়েছিল ইওন মর্গ্যানের ইংল্যান্ড (England) ও কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড (New Zealand)। আবু ধাবিতে টসে জিতে শুরুতে ইংল্যান্ডকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন কেন উইলিয়ামসন। প্রথমে ব্য়াটিং করে ৪ উইকেট হারিয়ে ১৬৬ রান তোলে ইংল্যান্ড। ফাইনালে উঠতে নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ১৬৭ রান। নির্ধারিত ২০ ওভার খেলার আগেই কাঙ্খিত জয় তুলে নেয় কিউয়িরা। ১৯ ওভার খেলে ৫ উইকেটের বিনিময়ে ১৬৭ রান তুলে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেলেন উইলিয়ামসনরা। ২০১৯ সালের একদিনের বিশ্বকাপের বদলা নিউজিল্যান্ড নিল ২০২১ সালের টি-২০ বিশ্বকাপের মঞ্চে। এ বার শুধু ঠোঁট আর কাপের মাঝে দূরত্ব একটা মাত্র ম্যাচ।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 10 Nov 2021 11:05 PM (IST)

    ৫ উইকেটে জয়ী নিউজিল্যান্ড

    ১ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নিল উইলিয়ামসনরা। ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড তুলেছে ১৬৭ রান। টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেল উইলিয়ামসনরা।

  • 10 Nov 2021 10:36 PM (IST)

    ১৫ ওভারে নিউজিল্যান্ড ১০৭/৩

    খেলা বাকি আর ৫ ওভারের। মিচেল-কনওয়ে জুটিতে কিউয়িরা এগোলেও লিয়াম লিভিংস্টোন তৃতীয় ঝটকা দেন নিউজিল্যান্ডকে। ১৫ ওভারে কিউয়িদের স্কোর ১০৭। ম্যাচ জিততে উইলিয়ামসনদের প্রয়োজন ৩০ বলে ৬০ রান।

  • 10 Nov 2021 10:08 PM (IST)

    ১০ ওভারে নিউজিল্যান্ড ৫৮/২

    প্রথম ১০ ওভারের খেলা শেষ। ১০ ওভারের মধ্যে ২ গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে কিউয়িরা তুলেছে ৫৮ রান।

    ক্রিজে রয়েছেন ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেল। ম্যাচ জিততে নিউজিল্যান্ডের চাই ৬০ বলে ১০৯ রান।

  • 10 Nov 2021 09:51 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে সফল ইংল্যান্ড। ৬ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড তুলেছে ৩৬ রান।

    মিচেল ব্যাট করছেন ১২ রানে। কনওয়ে রয়েছেন ১৪ রানে।

  • 10 Nov 2021 09:38 PM (IST)

    ৩ ওভারে নিউজিল্যান্ড ১৩/২

    ৩ ওভারের খেলা শেষ। প্রথম ওভারের তৃতীয় বলে কিউয়ি ওপেনার মার্টিন গাপ্টিলকে ফেরালেন ক্রিস ওকস। এবং তৃতীয় ওভারে ক্রিস ওকস চতুর্থ বলে ক্যাপ্টেন উইলিয়ামসনকে ফেরান। ৩ ওভারের মধ্যে ২ উইকেট হারায় নিউজিল্যান্ড।

  • 10 Nov 2021 09:19 PM (IST)

    রান তাড়া করতে নামল নিউজিল্যান্ড

    রান তাড়া করতে নামল ড্যারিল মিচেল ও মার্টিন গাপ্টিল।

  • 10 Nov 2021 09:11 PM (IST)

    ১৬৬ রানে থামল ইংল্যান্ড

    নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ইংল্যান্ড তুলেছে ১৬৬ রান। ফাইনালে উঠতে নিউজিল্যান্ডের প্রয়োজন ১৬৭ রান।

  • 10 Nov 2021 09:06 PM (IST)

    খেলা বাকি এক ওভারের

    ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৫ রান তুলেছে ইংল্যান্ড।

  • 10 Nov 2021 08:44 PM (IST)

    ১৫ ওভারে ইংল্যান্ড ১১০/২

    খেলা বাকি ৫ ওভারের। ১৫ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে ১১০ রান তুলেছে ইংল্যান্ড। কিউয়িরা চাপে রেখেছে মর্গ্যানদের।

  • 10 Nov 2021 08:19 PM (IST)

    ১০ ওভারে ইংল্যান্ড ৬৭/২

    খেলা বাকি ১০ ওভারের। প্রথম ১০ ওভারের মধ্য়ে ২ উইকেট হারিয়ে ৬৭ রান তুলেছে ইংল্যান্ড। ষষ্ঠ ওভারের প্রথম বলে জনি বেয়ারস্টোকে ফেরান অ্যাডাম মিলনে এবং নবম ওভারে ঈশ সোধির প্রথম বলে জস বাটলারের উইকেট হারায় ইংল্যান্ড।

    ডেভিড মালান ১৫*, মইন আলি ৪*

  • 10 Nov 2021 08:01 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-র খেলা শেষ। এক উইকেট হারিয়ে ৬ ওভারে ৪০ রান তুলেছে ইংল্যান্ড। ক্রিজে রয়েছেন জস বাটলার ও দাভিদ মালান।

  • 10 Nov 2021 07:46 PM (IST)

    ৩ ওভারে ইংল্যান্ড ১৩/০

    ৩ ওভারের খেলা হয়ে গিয়েছে। কোনও উইকেট না হারিয়ে ইংল্যান্ড ১৩ রান তুলেছে।

  • 10 Nov 2021 07:31 PM (IST)

    ইংল্যান্ডের ইনিংস শুরু

    ওপোনিংয়ে নামলেন জস বাটলার ও জনি বেয়ারস্টো।

  • 10 Nov 2021 07:14 PM (IST)

    ইংল্যান্ডের প্রথম একাদশ

    ইংল্যান্ডের প্রথম একাদশ: জস বাটলার, দাভিড মালান, ইওন মর্গ্যান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, লিয়াম লিভিংস্টোন, মইন আলি, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, মার্ক উড, আদিল রশিদ।

  • 10 Nov 2021 07:11 PM (IST)

    নিউজিল্যান্ডের প্রথম একাদশ

    নিউজিল্যান্ডের প্রথম একাদশ: মার্টিন গাপ্টিল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), জিমি নিশাম, ডেভন কনওয়ে (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ঈশ সোধি, টিম সাউদি, অ্যাডাম মিলনে, ট্রেন্ট বোল্ট।

  • 10 Nov 2021 07:06 PM (IST)

    টস আপডেট

    টসে জিতে নিউজিল্যান্ড

    টসে জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন কিউয়ি ক্যাপ্টেন কেন উইলিয়ামসন।

  • 10 Nov 2021 06:50 PM (IST)

    আবু ধাবিতে হাজির কিউয়িরা

    ৭.৩০ মিনিটে আবু ধাবিতে শুরু হতে চলেছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড দ্বৈরথ।

  • 10 Nov 2021 06:46 PM (IST)

    কোন পথে সেমিফাইনালে উঠলেন উইলিয়ামসনরা

    কোন পথে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠলেন মর্গ্যানরা...

    পড়ুন বিস্তারিত- T20 World Cup 2021: ছবিতে দেখুন কোন পথে সেমিফাইনালে নিউজিল্যান্ড

  • 10 Nov 2021 06:44 PM (IST)

    কোন পথে সেমিফাইনালে উঠলেন মর্গ্যানরা

    কোন পথে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠলেন মর্গ্যানরা...

    পড়ুন বিস্তারিত- T20 World Cup 2021: শেষ চারের লড়াইয়ে কোন পথে পৌঁছল ইংল্যান্ড, দেখুন ছবিতে

  • 10 Nov 2021 06:38 PM (IST)

    অপেক্ষার আর কিছুক্ষণ

    আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। মুখোমুখি ইংল্যান্ড-নিউজিল্যান্ড।

  • 10 Nov 2021 06:34 PM (IST)

    নজর রাখুন হেড টু হেডে

    আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দুই দেশ মোট ২১ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ১৩ বার জিতেছে ইংল্যান্ড। ৭টি জয় নিউজিল্যান্ডের।

Published On - Nov 10,2021 6:32 PM

Follow Us: