AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mayank Agarwal: বিষাক্ত জল খেয়ে অসুস্থ! থানায় অভিযোগ দায়ের মায়াঙ্কের

ম্যানেজার মারফত মায়াঙ্ক থানায় অভিযোগ দায়ের করিয়েছেন। পশ্চিম ত্রিপুরার এসপি কিরণ কুমার বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটার মায়াঙ্ক আগরওয়াল আপাতত স্থিতিশীল। কিন্তু এই ঘটনার তদন্ত করার জন্য ওঁর ম্যানেজার একটি অভিযোগ দায়ের করেছেন নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায়।'

Mayank Agarwal: বিষাক্ত জল খেয়ে অসুস্থ! থানায় অভিযোগ দায়ের মায়াঙ্কের
বিষাক্ত জল খেয়ে অসুস্থ! থানায় অভিযোগ দায়ের মায়াঙ্কেরImage Credit: X
| Updated on: Jan 31, 2024 | 1:11 PM
Share

কলকাতা: কেমন আছেন ভারতের তারকা ক্রিকেটার মায়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal)? সম্প্রতি দিল্লি যাওয়ার জন্য এক বিমানে উঠে তিনি বিরাট অসুস্থ বোধ করেন। যে কারণে বিমানের জরুরি অবতরণ করানো হয়েছিল। বিমানে যখন মায়াঙ্ক ওঠেন, তাঁর সিটে রাখা ছিল একটি জলের পাউচ। তা খেয়েই হঠাৎই অসুস্থ হয়ে পড়েন মায়াঙ্ক। এই ঘটনার জেরে এ বার থানায় অভিযোগ দায়ের করেছেন মায়াঙ্ক। জলের ওই পাউচে বিষাক্ত কিছু তরল ছিল বলে দাবি করা হয়েছে। যে তরল খাওয়ার পর মায়াঙ্কের পেটে ব্যাথা শুরু হয়। তাঁর গলা এবং মুখে জ্বালাও শুরু হয়। তারপর তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। এবং আইসিইউতে রাখা হয়।

ম্যানেজার মারফত মায়াঙ্ক থানায় অভিযোগ দায়ের করিয়েছেন। পশ্চিম ত্রিপুরার এসপি কিরণ কুমার বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটার মায়াঙ্ক আগরওয়াল আপাতত স্থিতিশীল। কিন্তু এই ঘটনার তদন্ত করার জন্য ওঁর ম্যানেজার একটি অভিযোগ দায়ের করেছেন নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায়।’

মায়াঙ্কের এই অবস্থা সম্পর্কে বলতে গিয়ে ওই অফিসার বলেছেন, ‘ওঁর ম্যানেজার জানিয়েছেন, বিমানে মায়াঙ্ক নিজের আসনে বসার সময় ওর সামনে একটি পাউচ রাখা ছিল। সেই পাউচ থেকে কিছুটা তরল পদার্থ মায়াঙ্ক খান। সঙ্গে সঙ্গে ওর মুখের ভিতরে অস্বস্তি শুরু হয়। সেই সময় তিনি কথাও বলতে পারছিলেন না। এরপরই একটি বেসরকারি হাসপাতালে ওকে ভর্তি করা হয়। মায়াঙ্কের মুখের ভেতর ফুলে গিয়েছে ও আলসার দেখা গিয়েছে। এ ছাড়া বাকি সব ঠিকঠাকই রয়েছে।’

ত্রিপুরার স্বাস্থ্য সচিব কিরণ গিট্টে এই প্রসঙ্গে বলেছেন, ‘পুলিশ ওঁর অভিযোগ দায়ের করেছে। আমরা তদন্ত করে দেখছি কী হয়েছিল। ওঁর ম্যানেজারের বক্তব্য অনুযায়ী, কাল (বুধবার) উনি বেঙ্গালুরুতে যাবেন। আগরতলায় ওঁর যে সর্বোচ্চ মানের চিকিৎসা দরকার সেটা আমরা ওঁকে দেব।’

সংবাদ সংস্থা পিটিটআইকে কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক সূত্র জানিয়েছেন, মায়াঙ্ক আপাতত আশঙ্কার বাইরে। আগরতলার হাসপাতালে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকদের পরামর্শ নিয়ে ও বেঙ্গালুরুতে সম্ভবত আজ রাতেই ফিরে আসবে। সূত্রের খবর, সুরাটে রেলওয়েজের বিরুদ্ধে রঞ্জি ট্রফির পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না কর্ণাটকের ক্যাপ্টেন মায়াঙ্ক।