AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hardik Pandya: নায়ক থেকে খলনায়ক হার্দিক পান্ডিয়া! ক্যাপ্টেনের সিদ্ধান্তে অখুশি MI শিবির?

MI, IPL 2025: লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে নায়ক হয়েছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। সেই তিনিই রান তাড়ার শেষ বেলায় হয়ে গেলেন খলনায়ক।

Hardik Pandya: নায়ক থেকে খলনায়ক হার্দিক পান্ডিয়া! ক্যাপ্টেনের সিদ্ধান্তে অখুশি MI শিবির?
নায়ক থেকে খলনায়ক হার্দিক পান্ডিয়া! ক্যাপ্টেনের সিদ্ধান্তে অখুশি MI শিবির?Image Credit: IPL Website
| Updated on: Apr 05, 2025 | 2:13 PM
Share

কলকাতা: নিজের উপর আত্মবিশ্বাস ছিল। এক লহমায় তা ভেঙে খানখান হয়ে গেল। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে নায়ক হয়েছিলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। সেই তিনিই রান তাড়ার শেষ বেলায় হয়ে গেলেন খলনায়ক। হার্দিকের একের পর এক সিদ্ধান্ত কার্যত চমকে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের টিমের অনেককে। ঋষভ পন্থদের হাত থেকে ম্যাচ বের করতে পারবেন ভেবেছিলেন হার্দিক। শেষবেলায় বাজিমাত করার অভ্যাস রয়েছে তাঁর। কিন্তু শুক্র-রাতে পারেননি। ম্যাচ শেষে ক্রিজে কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলেন। এরপর হতাশায় নিজের ব্যাট ছুঁড়ে দেন। শুধু তাই নয়, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে দেখা যায় সাইট স্ক্রিনের সামনে মাথা নীচু করে তিনি দাঁড়িয়ে। যা দেখে নেটিজ়েনদের দাবি, হয়তো কষ্টে চোখের জলই ফেলছিলেন হার্দিক। তিনি যা-ই করুন না কেন, তাঁর কয়েকটি সিদ্ধান্তে যে মুম্বই ইন্ডিয়ান্সের গুরুত্বপূর্ণ সদস্য আকাশ অম্বানি থেকে শুরু করে দলের অনেকে অখুশি, সেটি পরিষ্কার।

লখনউয়ের বিরুদ্ধে জয়ের জন্য শেষ দুই ওভারে দরকার ছিল হার্দিকদের ২৯ রান। সেই ওভারে ৫টি সিঙ্গল আসে। এরপর তিলক ভার্মা রিটায়ার্ড আউট। হার্দিকের এই সিদ্ধান্ত অনেকের হজম হয়নি। শেষ ৬ বলে এমআইয়ের প্রয়োজন ছিল ২২ রান। বোলিংয়ে আবেশ খান আসেন। ওভারের প্রথম ডেলিভারিতে ছয় মারেন হার্দিক। এরপর ২, তৃতীয় বলে সিঙ্গল নেননি হার্দিক। স্ট্রাইক নিজের কাছে রেখেছিলেন। এটি তাঁর দ্বিতীয় ভুল। চতুর্থ ডেলিভারিতে বড় শট মারতে পারেননি। ম্যাচ বেরিয়ে যায় হাত থেকে।

ম্যাচের শেষে দেখা যায়, সাইট স্ক্রিনের সামনে মাথা নীচু করে থাকা হার্দিককে। এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যতই হার্দিক স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করেন, মুখে ফুটে উঠছিল তাঁর কষ্টটা।

হার্দিককে শেষ ওভারে সিঙ্গল না নিতে দেখে অবাক হয়ে যান আকাশ অম্বানি। সেই ছবি নেটদুনিয়ায় ভাইরাল। ম্যাচের শেষে রোহিত শর্মার সঙ্গে তাঁকে কথা বলতে দেখা যায়।

আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।