
হিটম্যান যখন ব্যাট হাতে ছন্দে থাকেন, প্রতিপক্ষ দলের বোলাররা দুরুদুরু বুকে বল হাতে এগিয়ে আসেন। হিটম্যান যখন ব্যাট হাতে ছন্দে থাকেন, বিপক্ষ টিম তাঁকে আটকানোর স্পেশাল ব্লু প্রিন্ট তৈরি করে। কারণ রোহিত শর্মা (Rohit Sharma) যখন রানে থাকেন, আর কাউকে রেয়াত করেন না। কিন্তু রোহিতের ব্যাটে এই আইপিএলের শুরুর দিকে যেন মরচে ধরেছিল। সেই মরচে কবে কাটবে তার অপেক্ষায় প্রহর গুনছিলেন রোহিতের ভক্তরা। হয়তো কোথাও গিয়ে রোহিত নিজেও ফর্ম হাড়তে বেড়াচ্ছিলেন। অবশেষে আইপিএলের (IPL) রিভেঞ্জ উইকে এসে হিট হিটম্যান।
মরসুম শুরু করার ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শূন্যে ফিরেছিলেন রোহিত। এরপর গুজরাটের বিরুদ্ধে ৮ রান করেন। এরপর ৪ ইনিংসে দুই অঙ্কের রান এসেছিল তাঁর ব্যাটে। কিন্তু তা নিয়ে পজিটিভ আলোচনা দূর, সমালোচনা হয়েছে ভরপুর! কেকেআর, আরসিবি, দিল্লি, হায়দরাবাদ এই চার দলের বিরুদ্ধে রোহিত আশানুরূপ পারফর্ম করতে পারেননি। এরপর ২০ এপ্রিল রোহিত যেন এক আলাদা মেজাজেই চালিয়ে খেলেন। রিভেঞ্জ উইক বলে কি রোহিতও সমালোচকদের যোগ্য দিতে তৈরি হচ্ছিলেন?
কারণ যাই হোক না কেন, দিন কয়েক আগে ওয়াংখেড়েতে ধোনির চেন্নাই সুপার কিংসে বিরুদ্ধে ৪৫ বলে ৭৬ রানের অপরাজিত ইনিংস উপহার দেন। সেই ম্যাচের সেরাও হয়েছিলেন রোহিত। এরপর হায়দরাবাদের ঘরের মাঠেও রোহিতের ব্যাটে রানের ঝলকানি দেখা গিয়েছে। মুম্বইয়ের শেষ অ্যাওয়ে ম্যাচে ৪৬ বলে ৭০ রান করেন রোহিত। হিটম্যানের ব্যাটে এ মরসুমে ৮ ম্যাচে এসেছে মোট ২২৮ রান। গড় তাঁর প্রায় ৩৩, স্ট্রাইকরেট প্রায় ১৫৫। রবিবার মুম্বইয়ের সামনে ঘরের মাঠে প্রতিপক্ষ লখনউ। সেখানে রোহিত-রাজ দেখা যায় কিনা সকলের নজর থাকবে সেদিকেই।