IPL : এ যেন ঠিক উলটপুরান! কোহলিদের হারে MI প্লেয়াররা বিরাট উচ্ছ্বাসে মাতলেন
MI in IPL 2023, Watch Video : আরসিবির (RCB) বিরুদ্ধে রবিবার শুভমন গিল সেঞ্চুরি করেছেন। তিনি ছক্কা হাঁকিয়ে যেই না ম্যাচ জেতালেন গুজরাট টাইটান্সকে, উচ্ছ্বাসে মেতে উঠলেন মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটাররা। তাঁদের দেখে মনে হচ্ছিল, যেন তাঁরাই ম্যাচ জিতেছেন।
মুম্বই : বছর ঘুরতে না ঘুরতেই কত কিছু বদলে যায়। এই যেমন আইপিএলের (IPL) কথাই যদি বলা হয়। ২০২২ সালের আইপিএলের প্লে অফের জন্য আরসিবির ভাগ্য নির্ভর করছিল মুম্বইয়ের উপর। এ বার ঠিক তার উল্টোটা। মুম্বই ইন্ডিয়ান্স ১৬তম আইপিএলের প্লে অফে যাবে কিনা, তা নির্ভর করছিল আরসিবির উপর। আর গত বছর মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের উপর নির্ভর করেছিল বিরাট কোহলির আরসিবির প্লে অফ ভাগ্য। সে বার দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আরসিবির প্লে অফের পথ পরিষ্কার করে দিয়েছিল রোহিত শর্মার দল। আর এ বার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে হেরে মুম্বইয়ের প্লে অফের পথ পরিষ্কার করে দিয়েছে আরসিবি। হায়দরাবাদের বিরুদ্ধে ওয়াংখেড়েতে মুম্বই জিতে ৪ নম্বরে উঠেছিল। তারপরও রোহিতদের নজর ছিল RCB vs GT ম্যাচে। অরেঞ্জ আর্মিকে হারানোর পর রোহিত বলেছিলেন, ‘গতবার আমরা ওদের উপকার করেছিলাম। এ বার প্রতিদান ফেরত দেওয়ার সময় এসেছে।’ যা থেকে পরিষ্কার, রোহিত ঘুরিয়ে বিরাট কোহলিদের কাছে হেরে যাওয়ার প্রার্থনা করেছিলেন। মন থেকে না হলেও, গুজরাটের বিরুদ্ধে হেরে মুম্বইয়ের সেই ইচ্ছেপূরণ করেছে আরসিবি। পুরো MI পল্টনের চোখ যেহেতু ছিল আরসিবি বনাম গুজরাট ম্যাচে, তাই সেই ম্যাচে আরসিবি হারতেই মুম্বইয়ের প্লেয়াররা সেলিব্রেশনে মেতে ওঠেন। তাঁদের দেখে মনে হচ্ছিল, যেন তাঁরাই ম্যাচ জিতেছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
আরসিবির বিরুদ্ধে শুভমন গিল জয়সূচক শট মারার পরই উচ্ছ্বাসে ফেটে পড়েন মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটাররা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল। তাতে দেখা যায় মুম্বইয়ের কোনও ক্রিকেটার তাঁদের সতীর্থদের সঙ্গে হাত মেলাচ্ছেন। কোনও কোনও ক্রিকেটারকে রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করতেও দেখা যায়। যেমন – ঈশান কিষাণই তাঁর এক সতীর্থকে কার্যত কোলে তুলে নিতে যাচ্ছিলেন। কোনও কোনও ক্রিকেটার একে অপরকে জড়িয়ে ধরে প্লে অফে ওঠার শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ তারস্বরে চিৎকার করতে থাকেন।
Here’s the celebrations of our Mumbai Indians boys. They depicted our reaction after today’s match ?? pic.twitter.com/4tFqw4JiCG
— Mumbai Indians FC (@MIPaltanFamily) May 21, 2023
গত বছর মুম্বই বনাম দিল্লি ম্যাচের উপর নির্ভর করেছিল আরসিবির প্লে অফ ভাগ্য। সেই ম্যাচে বিরাট কোহলিদের বিশেষ নজর ছিল। হোটেল রুমে আলাদা করে মুম্বই বনাম দিল্লি ম্যাচ দেখার ব্যবস্থা করেছিল আরসিবি শিবির। আর সেই ম্যাচে মুম্বই জেতার পর ঠিক একইভাবে সেলিব্রেট করতে দেখা গিয়েছিল বিরাট কোহলি-মহম্মদ সিরাজ-গ্লেন ম্যাক্সওয়েলদের। বছর ঘুরতেই ছবিটা বদলে গেল।
ABSOLUTE SCENES! ❤️??#PlayBold #WeAreChallengers #IPL2022 #Mission2022 #RCB #ನಮ್ಮRCB #Playoffs #MIvDC pic.twitter.com/GLmIsbE5vQ
— Royal Challengers Bangalore (@RCBTweets) May 21, 2022
RCB qualified for the playoffs for the third consecutive year. We bring to you raw emotions, absolute joy and post-match celebrations, as the team watched #MIvDC. This is how much it meant to the boys last night.@kreditbee#PlayBold #IPL2022 #Mission2022 #RCB #ನಮ್ಮRCB pic.twitter.com/5lCbEky8Xy
— Royal Challengers Bangalore (@RCBTweets) May 22, 2022