AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohammad Rizwan: ক্রিকেট ছেড়ে ইংরেজির প্রফেসর হব! হঠাৎ একথা কেন বললেন পাক ক্যাপ্টেন মহম্মদ রিজওয়ান?

PSL 2025: করাচি কিংসের বিরুদ্ধে এ মরসুমে পাকিস্তান সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে নামবে মুলতান সুলতান। তার আগে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল মহম্মদ রিজওয়ানকে।

Mohammad Rizwan: ক্রিকেট ছেড়ে ইংরেজির প্রফেসর হব! হঠাৎ একথা কেন বললেন পাক ক্যাপ্টেন মহম্মদ রিজওয়ান?
ক্রিকেট ছেড়ে ইংরেজির প্রফেসর হব! হঠাৎ একথা কেন বললেন মহম্মদ রিজওয়ান?Image Credit: PTI FILE
| Updated on: Apr 12, 2025 | 3:21 PM
Share

কলকাতা: পাকিস্তানের (Pakistan) ক্রিকেটাররা তাঁদের ইংরেজির জন্য সোশ্যাল মিডিয়ায় হামেশাই ট্রোলড হয়ে থাকেন। এ বার তার জবাব দিয়েছেন পাক ক্যাপ্টেন মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। পাকিস্তান সুপার লিগে মুলতান সুলতানের প্রথম ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এই নিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন রিজওয়ান। ঠিক কী বলেছেন তিনি?

রিজওয়ান হিন্দিতেই সাংবাদিকদের জানিয়েছেন যে, সোশ্যাল মিডিয়ায় কে কী বলল তাতে তাঁর কিছু যায় আসে না। তিনি ভালো ক্রিকেটের জন্যই দলে রয়েছেন, ইংরেজি বলার জন্য নয়। ইংরেজি হয়তো জানেন না, তবে যা বলেন, মন থেকেই বলেন। এবং তার জন্য তিনি গর্বিত। এ কথা বলার পাশাপাশি রিজওয়ান জানিয়েছেন যে, ইংরেজি শিখতে না পারার জন্য তিনি খুবই লজ্জিত।

পাকিস্তানের অধিনায়ক রিজওয়ান বলেছেন, ‘আমি যে ইংরেজি বলতে পারি না, তাতে আমার কিছু যায় আসে না। আমি যা বলি মন থেকে বলি, এবং তার জন্য আমি গর্বিত। তবে হ্যাঁ আমার ইংরেজির প্রথাগত কোনও শিক্ষা নেই। সেই জন্য আমি খুবই লজ্জিত। তবে পাকিস্তানের ক্যাপ্টেন হিসেবে, ইংরেজি না জানার জন্য আমার এক শতাংশও লজ্জা নেই। জুনিয়রদের বারবার আমি তাই বলি যে পড়াশুনা ঠিকমতো কমপ্লিট করবে। যাতে তারা ভালো ইংরেজি বলতে পারে। পাকিস্তান আমার থেকে ক্রিকেট চায়, ইংরেজি নয়। আমার থেকে যদি পাকিস্তান ইংরেজি চায়, তা হলে আমি ক্রিকেট ছেড়ে দেব। প্রফেসর হয়ে যাব। তবে আমার কাছে অত সময় নেই।’

অপরদিকে রিজওয়ানকে নিয়ে মজা করে একটি ভিডিয়ো এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অজি প্রাক্তনী ব্র্যাড হগ। ভিডিয়োটি দেখে মনে হচ্ছে যেন মাঠের বাইরেই রিজওয়ানকে স্লেজ করছেন প্রাক্তনী। ভিডিওতে পাক স্কিপারের ইংরেজি নিয়ে রীতিমত উপহাস করেছেন হগ। উল্লেখ্য, সেই ভিডিও ভাইরাল হওয়ার পরেই সাংবাদিক বৈঠকে এমন মন্তব্য করেছেন রিজওয়ান।