AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohammed Shami: দেখা হলে পাকিস্তানের কিংবদন্তি ইনজামামকে রিভার্স সুইং শেখাবেন মহম্মদ সামি!

Watch Video: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সামির বেশ কয়েকটি ভিডিয়ো ভাইরাল। যার একটিতে প্রাক্তন পাক ক্রিকেটার ইনজামাম উল হককে (Mohammed Shami) ধুয়ে দিয়েছেন ভারতীয় পেসার। ইনজিকে ঠিক কোন প্রসঙ্গে, সামি কী বলেছেন?

Mohammed Shami: দেখা হলে পাকিস্তানের কিংবদন্তি ইনজামামকে রিভার্স সুইং শেখাবেন মহম্মদ সামি!
Mohammed Shami: দেখা হলে পাকিস্তানের কিংবদন্তি ইনজামামকে রিভার্স সুইং শেখাবেন মহম্মদ সামি!
Follow Us:
| Updated on: Jul 20, 2024 | 3:01 PM

কলকাতা: রাখঢাক না করে কত জন সত্যি কথা মুখের উপর বলতে পারেন? এমন মানুষের সংখ্যা খুব বেশি নয়। এমন অনেক ভারতীয় ক্রিকেটার রয়েছেন, যাঁরা সাত পাঁচ না ভেবে সোজা কথা বলতে পছন্দ করেন। এই তালিকায় বীরেন্দ্র সেওয়াগ, গৌতম গম্ভীর, মহম্মদ সামিরা রয়েছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সামির বেশ কয়েকটি ভিডিয়ো ভাইরাল। যার একটিতে প্রাক্তন পাক ক্রিকেটার ইনজামাম উল হককে (Mohammed Shami) ধুয়ে দিয়েছেন ভারতীয় পেসার। ইনজিকে ঠিক কোন প্রসঙ্গে, সামি কী বলেছেন?

গত বছরের ওডিআই বিশ্বকাপে সর্বাধিক উইকেট নিয়েছিলেন সামি। সেই সময় পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ইনজামাম উল হক বলেছিলেন সামির বলে চিপ লাগানো ছিল। ওই প্রসঙ্গ তুলে সামি বলেন, ‘ওরা আমাদের সাফল্য দেখে কখনও খুশি হয়নি। আর হবেও না। কেউ বলেছিল বিশ্বকাপে আমাকে কিছু অন্যরকম বল দেওয়া হয়েছিল। যেখানে চিপ লাগানো ছিল। আমি ভাবছিলাম বলটা কেটে দেখালে হয়। আমার কাছে ম্যান অব দ্য ম্যাচের বল আছে। আমি আগেও বলেছি, আবারও বলছি যদি আমি কখনও সুযোগ পাই বা কোনও প্ল্যাটফর্ম পাই ভবিষ্যতে তা হলে আমি বল খুলে দেখাতে চাই। যে সেখানে কোনও ডিভাইস আছে কিনা।’

এ বারের টি-২০ বিশ্বকাপে অর্শদীপ সিং কী ভাবে বল রিভার্স করেছে, তা নিয়েও প্রশ্ন তোলেন ইনজি। এই প্রসঙ্গে বলতে গিয়ে মহম্মদ সামি বলেন, ‘আরও একটা নমুনা খুঁড়ে বেড় করেছে ওরা। যে অর্শদীপ সিং কী ভাবে রিভার্স করেছে। ইনজামাম ভাইকে অনেক সম্মান করি। কিন্তু একটা কথা বলতে চাই যদি তোমাদের বোলাররা সুইং, রিভার্স সুইং করে, তা হলে সেটা দক্ষতা। আর আমরা তা করলেই সেটা বল বিকৃতি। বলে চিপ লাগাই।’

প্রাক্তন পাক ক্রিকেটারের এহেন আচরণ, বক্তব্য মোটেও ভালোভাবে নেননি সামি। তাঁর কথায়, ‘ওরা বলছে যে যেন বল বিকৃতি না করা হয়। ওদের বিরুদ্ধে যে দল ভালো পারফর্ম করে, তারাই টার্গেটে চলে আসে। ধরে নাও যদি আমি ডিভাইস থেকে বল দিয়েছি আর বোতাম উল্টো চেপে ফেলি। আমি ইনসুইং দিয়েছিলাম, কিন্তু আউটসুইং হয়ে তা ছয় হয়ে যাবে তো তা হলে। এই কার্টুনগিরি অন্য কোথাও চলছে পারে। জনগণকে বোকা বানানোর মতো কথা।’