AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2022: টিমের জন্য বেতন কমালেন বিরাট-ধোনি

আইপিএল যতই নতুন রূপে আসুক, তারকাদের লড়াই যে থাকবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। আর তার কেন্দ্রে থাকবেন বিরাট-ধোনি। আইপিএল জেতার স্বপ্নপূরণের জন্য যেমন নামবেন বিরাট, তেমনই মাহি ক্রিকেটকে আলবিদা জানানোর আগে আরও একবার প্রতিষ্ঠা করে যাবেন তাঁর ক্যারিশমা।

IPL 2022: টিমের জন্য বেতন কমালেন বিরাট-ধোনি
IPL 2022: টিমের জন্য বেতন কমালেন বিরাট-ধোনি (ছবি-টুইটার)
| Edited By: | Updated on: Dec 01, 2021 | 9:02 AM
Share

কলকাতা‌: আরসিবিকে (RCB) আইপিএল (IPL) চ্যাম্পিয়ন করার স্বপ্ন এখনও অধরা থেকে গিয়েছে বিরাট কোহলির (Virat Kohli)। ক্যাপ্টেন হিসেবে টিমকে প্লে-অফে নিয়ে গেলেও শেষ পর্যন্ত খেতাব জেতা হয়নি। আইপিএলের শুরু থেকে আরসিবিতে খেলছেন। ক্যাপ্টেন্সি ছাড়ার সিদ্ধান্ত নিলেও টিম ছাড়ছেন না তিনি। মঙ্গলবার ছিল আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর রিটেনশন তালিকা জানানোর শেষ দিন। তাতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গোলোরে রয়েছেন বিরাট। চেন্নাই সুপার কিংসের (CSK) ছবিটাও তাই। ধোনিকে ছাড়া হলুদ জার্সি কল্পনাই করা যায় না। গতবার টিমকে আরও একবার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন মাহি (MS Dhoni)। প্রশ্ন ছিল, তারপর কি অবসর নেবেন? ঘরের মাঠে শেষ আইপিএল খেলতে চান এমএসডি। টিমও তাঁকে ধরে রেখেছে।

বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির মধ্যে মিল কোথায়? দু’জনেই টিমের কথা ভেবে নিজেদের বেতন কমাতে রাজি হয়েছেন। যাতে আইপিএলের নিলাম থেকে ভালো প্লেয়ার তুলে টিম গোছাতে পারেন কর্তারা। গত আইপিএলে ১৭ কোটি টাকায় খেলেছেন বিরাট। এ বার তিনি পাবেন ১৫ কোটি টাকা। আর ধোনি, গত আইপিএলে খেলেছিলেন ১৬ কোটি টাকায়। তাঁর জায়গাটা নিয়েছেন রবীন্দ্র জাডেজা। ধোনি খেলবেন ১২ কোটি টাকায়। দু’জনেই টিমকে গুরুত্ব দেন। নিজেদের টিমম্যান ভাবেন। সেই দু’জন যে টিমের প্রয়োজনে এই ভূমিকা নেবেন, তাতে আর আশ্চর্য কী!

আইপিএল ১৫ এক নতুন আঙ্গিকে হতে চলেছে। ১০টা টিম খেলতে তাতে। এতদিন আটটা টিম তারকাতে ঠাসা হলেও অনেকেরই ঠিকানা পাল্টাতে চলেছে। লিগ অনেক বেশি চ্যালেঞ্জিং হতে চলেছে। শুধু তাই নয়, ম্যাচও বেশি খেলতে হবে। বিশ্বের সেরা টি-টোয়েন্টি লিগে জায়গা পাওয়ার জন্য মুখিয়ে আছেন অনেক আন্তর্জাতিক তারকা। রিটেনশন তালিকা ঘোষণার শেষ দিন দেখা গেল, আটটা ফ্র্যাঞ্চাইজি ভবিষ্যতের দিকে তাকিয়ে চারজন করে প্লেয়ার ধরে রেখেছে। তবে একমাত্র পঞ্জাব কিংস ব্যতিক্রম। তারা শুধুমাত্র ২ ক্রিকেটার ধরে রেখেছে। মায়াঙ্ক আগরওয়াল ও অর্শদীপ সিং। আইপিএলের নিলাম থেকে সেরা ক্রিকেটার তুলে একটা নতুন টিম বানানোই লক্ষ্য কর্তাদের। তবে কেকেআর, দিল্লি, মুম্বই সহ বেশিরভাগ টিমই চারজন করে প্লেয়ার ধরে রেখেছে।

আইপিএল যতই নতুন রূপে আসুক, তারকাদের লড়াই যে থাকবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। আর তার কেন্দ্রে থাকবেন বিরাট-ধোনি। আইপিএল জেতার স্বপ্নপূরণের জন্য যেমন নামবেন বিরাট, তেমনই মাহি ক্রিকেটকে আলবিদা জানানোর আগে আরও একবার প্রতিষ্ঠা করে যাবেন তাঁর ক্যারিশমা।

আরও পড়ুন: IPL Retention: বড় কোনও চমক নেই আইপিএল রিটেনশনে